সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সবার জন্য বিদ্যুৎ

শিল্পায়ন নিশ্চিত করবে

আজকের যুগ হলো প্রযুক্তির যুগ। এ যুগে সেই জাতিই এগিয়ে থাকবে যে জাতির প্রযুক্তিগত সক্ষমতা বেশি। প্রযুক্তি এবং বিদ্যুৎ এ দুটি একে অপরের অনুষঙ্গ। যে কারণে বাংলাদেশকে এগিয়ে নিতে বর্তমান সরকারের আমলে শতভাগ বিদ্যুতায়নের উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়া হয়। যে দেশে ২০০৯ সালের আগে বিদ্যুৎ সংকটে দেশের অনেক এলাকা হারিকেনের যুগ ফিরে যাচ্ছিল, সে দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা প্রায় অসম্ভব হলেও তা এখন সত্য হতে বসেছে। ২০০৯ সালে দেশের ৪৭ শতাংশ মানুষ ছিল বিদ্যুৎ সুবিধার আওতায়। গড়ে অর্ধেক সময় লোডশেডিং ছিল নিয়তির লিখন। এক যুগ পর দুর্গম চরসহ সারা দেশের ৯৯.৫ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। লোডশেডিংয়ের লজ্জা এখন বিরল বিষয়ে পরিণত হয়েছে। বিদ্যুৎ চাহিদা পূরণে গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে ৭৭৯ মেগাওয়াট ক্ষমতার আরও পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রগুলো উদ্বোধন করেন। উদ্বোধন করা পাঁচ বিদ্যুৎ কেন্দ্র হলো হবিগঞ্জের বিবিয়ানা-৩৪০০ মেগাওয়াট, চট্টগ্রামের জুলদায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২, মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, বাগেরহাটের মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও সিলেটে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ২২৫ বিদ্যুৎ কেন্দ্রে উন্নীতকরণ। প্রসঙ্গত, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ সরকার এ পর্যন্ত ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। এগুলোর মোট উৎপাদন ক্ষমতা ২০ হাজার ২৯৩ মেগাওয়াট। নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্রমবর্ধমান চাহিদা পূরণে অবদান রাখবে। দেশের প্রত্যন্ত এলাকায়ও শিল্প স্থাপনের সুবিধা সৃষ্টি করবে। দেশ এগিয়ে যাবে সামনের দিকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর