হঠাৎই পিঁয়াজ ও কাঁচা মরিচের গায়ে আগুন লেগেছে। বন্যার কারণে কাঁচা মরিচের দাম দুই মাস ধরেই বেশ চড়া। বলা নেই কওয়া নেই পিঁয়াজেও তার ছাপ পড়েছে। গত বছরের অতিমূল্যের সুবাদে এ বছর দেশে রেকর্ড পরিমাণ পিঁয়াজ উৎপাদন করেছেন চাষিরা। চাষিদের সুবিধার্থে পিঁয়াজ ওঠার মৌসুমে ভারত থেকে আমদানির সুযোগ বন্ধ রাখা হয়। তার পরও পিঁয়াজের বাজার ছিল মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। কোরবানি ঈদের আগে দাম কিছুটা বাড়লেও পরে কেজিপ্রতি ৫ টাকা কমে আগের অবস্থায় চলে আসে। কিন্তু হঠাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পিঁয়াজে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। পাশাপাশি কাঁচা মরিচের দামও অকল্পনীয়ভাবে বেড়েছে। পিঁয়াজের কেজি ৬৫ আর কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে রাজধানীতে। ফলে বিপাকে সাধারণ মানুষ। বন্যা, ভারতীয় পিঁয়াজ কম আসা এবং দেশে উৎপাদিত পিঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে যুক্তি দেখাচ্ছেন ব্যবসায়ীরা। আশ্বস্ত করা হচ্ছে, পূজার পর পিঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে। পিঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়া এক অশনিসংকেত। ধারণা করা হচ্ছে, এর পেছনে কাজ করছে মজুদদারদের মুনাফাখোরি মনোভাব। সাধারণ মানুষের পকেট কাটার এ উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রথমত, এর ফলে দেশি পিঁয়াজে চাহিদা মেটানোর বদলে বিদেশ থেকে আমদানি বাড়ানোর দাবি উঠবে। বিশেষ করে ভারত থেকে পিঁয়াজ আমদানি বাড়লে তাতে চাষিদের পাশাপাশি মজুদদাররাও ক্ষতিগ্রস্ত হবেন। এতে আম-ছালা দুটিই যাওয়ার উপক্রম হবে। ফলে পিঁয়াজের দাম সহনশীল করতে তারা সরবরাহ বাড়াবেন আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
পিঁয়াজের মূল্যবৃদ্ধি
মজুদদারদের সামাল দিন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর