হঠাৎই পিঁয়াজ ও কাঁচা মরিচের গায়ে আগুন লেগেছে। বন্যার কারণে কাঁচা মরিচের দাম দুই মাস ধরেই বেশ চড়া। বলা নেই কওয়া নেই পিঁয়াজেও তার ছাপ পড়েছে। গত বছরের অতিমূল্যের সুবাদে এ বছর দেশে রেকর্ড পরিমাণ পিঁয়াজ উৎপাদন করেছেন চাষিরা। চাষিদের সুবিধার্থে পিঁয়াজ ওঠার মৌসুমে ভারত থেকে আমদানির সুযোগ বন্ধ রাখা হয়। তার পরও পিঁয়াজের বাজার ছিল মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। কোরবানি ঈদের আগে দাম কিছুটা বাড়লেও পরে কেজিপ্রতি ৫ টাকা কমে আগের অবস্থায় চলে আসে। কিন্তু হঠাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পিঁয়াজে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। পাশাপাশি কাঁচা মরিচের দামও অকল্পনীয়ভাবে বেড়েছে। পিঁয়াজের কেজি ৬৫ আর কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে রাজধানীতে। ফলে বিপাকে সাধারণ মানুষ। বন্যা, ভারতীয় পিঁয়াজ কম আসা এবং দেশে উৎপাদিত পিঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে যুক্তি দেখাচ্ছেন ব্যবসায়ীরা। আশ্বস্ত করা হচ্ছে, পূজার পর পিঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে। পিঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়া এক অশনিসংকেত। ধারণা করা হচ্ছে, এর পেছনে কাজ করছে মজুদদারদের মুনাফাখোরি মনোভাব। সাধারণ মানুষের পকেট কাটার এ উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রথমত, এর ফলে দেশি পিঁয়াজে চাহিদা মেটানোর বদলে বিদেশ থেকে আমদানি বাড়ানোর দাবি উঠবে। বিশেষ করে ভারত থেকে পিঁয়াজ আমদানি বাড়লে তাতে চাষিদের পাশাপাশি মজুদদাররাও ক্ষতিগ্রস্ত হবেন। এতে আম-ছালা দুটিই যাওয়ার উপক্রম হবে। ফলে পিঁয়াজের দাম সহনশীল করতে তারা সরবরাহ বাড়াবেন আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
পিঁয়াজের মূল্যবৃদ্ধি
মজুদদারদের সামাল দিন
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর