হঠাৎই পিঁয়াজ ও কাঁচা মরিচের গায়ে আগুন লেগেছে। বন্যার কারণে কাঁচা মরিচের দাম দুই মাস ধরেই বেশ চড়া। বলা নেই কওয়া নেই পিঁয়াজেও তার ছাপ পড়েছে। গত বছরের অতিমূল্যের সুবাদে এ বছর দেশে রেকর্ড পরিমাণ পিঁয়াজ উৎপাদন করেছেন চাষিরা। চাষিদের সুবিধার্থে পিঁয়াজ ওঠার মৌসুমে ভারত থেকে আমদানির সুযোগ বন্ধ রাখা হয়। তার পরও পিঁয়াজের বাজার ছিল মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। কোরবানি ঈদের আগে দাম কিছুটা বাড়লেও পরে কেজিপ্রতি ৫ টাকা কমে আগের অবস্থায় চলে আসে। কিন্তু হঠাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পিঁয়াজে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। পাশাপাশি কাঁচা মরিচের দামও অকল্পনীয়ভাবে বেড়েছে। পিঁয়াজের কেজি ৬৫ আর কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে রাজধানীতে। ফলে বিপাকে সাধারণ মানুষ। বন্যা, ভারতীয় পিঁয়াজ কম আসা এবং দেশে উৎপাদিত পিঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে যুক্তি দেখাচ্ছেন ব্যবসায়ীরা। আশ্বস্ত করা হচ্ছে, পূজার পর পিঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে। পিঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়া এক অশনিসংকেত। ধারণা করা হচ্ছে, এর পেছনে কাজ করছে মজুদদারদের মুনাফাখোরি মনোভাব। সাধারণ মানুষের পকেট কাটার এ উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রথমত, এর ফলে দেশি পিঁয়াজে চাহিদা মেটানোর বদলে বিদেশ থেকে আমদানি বাড়ানোর দাবি উঠবে। বিশেষ করে ভারত থেকে পিঁয়াজ আমদানি বাড়লে তাতে চাষিদের পাশাপাশি মজুদদাররাও ক্ষতিগ্রস্ত হবেন। এতে আম-ছালা দুটিই যাওয়ার উপক্রম হবে। ফলে পিঁয়াজের দাম সহনশীল করতে তারা সরবরাহ বাড়াবেন আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে