উজানে পানি প্রত্যাহারের কারণে তিস্তা নদী শুষ্ক মৌসুমে অস্তিত্বের সংকটে ভোগে এটি অনিবার্য এক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যে কারণে বর্ষা মৌসুমেও দেখা দিচ্ছে বিপৎ। নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় তিস্তা অববাহিকায় বন্যা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বছর শুষ্ক মৌসুম আসার আগেই তিস্তায় দেখা দেয় পানি সংকট। নদীর সিংহভাগ স্থানে জেগে ওঠে চর। ঠিক এমন অবস্থায় উজানে অতি বৃষ্টির কারণে খুলে দেওয়া হয় ভারতের জলডোবার বাঁধ। আর তার প্রভাবে মঙ্গলবার পানির প্রচ- স্রোতে উত্তরের জনপদ লালমনিরহাটে দেখা দেয় আকস্মিক বন্যা। পানির তোড়ে ভেঙে যায় রাস্তাঘাট, বাড়িঘর স্থাপনা। লালমনিরহাটে তিস্তার পানি গত ৪-৫ দিনে নামলেও কমেনি নদীপাড়ের মানুষের ভোগান্তি। চরাঞ্চলের অনেক বাড়িতে এখনো জমে আছে বন্যার পানি। ভেঙেচুরে ল-ভ- হয়েছে পাকা সড়ক। সংযোগ সেতু ভেঙে চরের লাখো মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রায় নিশ্চিহ্ন হওয়া সড়কের পার্শ্ববর্তী ঘরবাড়ি মাটিতে পড়ে আছে মুখথুবড়ে। কোথাও কোথাও উপড়ে গেছে গাছপালা। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় কেউ কেউ আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। চরে আবাদ করা সব আগাম ফসলের খেত নষ্ট হয়ে গেছে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। কী করে চলবে তাদের বাকিটা সময় তা ভেবে তারা দিশাহারা। তিস্তার ঢলে অনেক পাকা ও কাঁচা রাস্তা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ-কালভার্ট। কয়েকটি এলাকার বাঁধও হয়েছে ক্ষতিগ্রস্ত। তিস্তার পানি বণ্টনে ভারত বাংলাদেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এক যুগ আগে এ বিষয়ে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে দুই দেশ। কিন্তু প্রতিশ্রুত সে চুক্তি না হওয়ায় তিস্তা নদীর পানি ধারণ ক্ষমতা এখন সর্বনিম্নে। উজান থেকে পানি ছাড়লে বন্যা অনিবার্য হয়ে উঠছে। আর শুষ্ক মৌসুমে পানি সংকটে হাহাকার দেখা দিচ্ছে তিস্তা অববাহিকায়। দুই দেশের বন্ধুত্বের স্বার্থে এ সমস্যার সমাধান হওয়া উচিত।
শিরোনাম
- বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
- একক নৈপুণ্যে মায়ামিকে সেমিফাইনালে তুললেন মেসি
- হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ২
- জাতীয় দলের ৯৯ ভাগ নারী ক্রিকেটার হয়েছেন কুপ্রস্তাবের শিকার : রেশমা
- জনমনে উদ্বেগ আলোচনা গুঞ্জন
- বিআরটি প্রকল্পের সেতুর নিচে যুবকের মরদেহ
- বিবিসি শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটারি
- অ্যাপলের গোপন চমক ফাঁস: ফোল্ডেবল আইফোনের অপেক্ষা শেষ!
- ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
- খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
তিস্তা পাড়ের দুঃখ
প্রতিশ্রুত চুক্তিই একমাত্র সমাধান
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
১০ মিনিট আগে | পাঁচফোড়ন
সংকটের মুহূর্তে জাতির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন জিয়াউর রহমান : ড. খোন্দকার বাবলু
৪৬ মিনিট আগে | রাজনীতি