উজানে পানি প্রত্যাহারের কারণে তিস্তা নদী শুষ্ক মৌসুমে অস্তিত্বের সংকটে ভোগে এটি অনিবার্য এক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যে কারণে বর্ষা মৌসুমেও দেখা দিচ্ছে বিপৎ। নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় তিস্তা অববাহিকায় বন্যা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বছর শুষ্ক মৌসুম আসার আগেই তিস্তায় দেখা দেয় পানি সংকট। নদীর সিংহভাগ স্থানে জেগে ওঠে চর। ঠিক এমন অবস্থায় উজানে অতি বৃষ্টির কারণে খুলে দেওয়া হয় ভারতের জলডোবার বাঁধ। আর তার প্রভাবে মঙ্গলবার পানির প্রচ- স্রোতে উত্তরের জনপদ লালমনিরহাটে দেখা দেয় আকস্মিক বন্যা। পানির তোড়ে ভেঙে যায় রাস্তাঘাট, বাড়িঘর স্থাপনা। লালমনিরহাটে তিস্তার পানি গত ৪-৫ দিনে নামলেও কমেনি নদীপাড়ের মানুষের ভোগান্তি। চরাঞ্চলের অনেক বাড়িতে এখনো জমে আছে বন্যার পানি। ভেঙেচুরে ল-ভ- হয়েছে পাকা সড়ক। সংযোগ সেতু ভেঙে চরের লাখো মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রায় নিশ্চিহ্ন হওয়া সড়কের পার্শ্ববর্তী ঘরবাড়ি মাটিতে পড়ে আছে মুখথুবড়ে। কোথাও কোথাও উপড়ে গেছে গাছপালা। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় কেউ কেউ আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। চরে আবাদ করা সব আগাম ফসলের খেত নষ্ট হয়ে গেছে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। কী করে চলবে তাদের বাকিটা সময় তা ভেবে তারা দিশাহারা। তিস্তার ঢলে অনেক পাকা ও কাঁচা রাস্তা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ-কালভার্ট। কয়েকটি এলাকার বাঁধও হয়েছে ক্ষতিগ্রস্ত। তিস্তার পানি বণ্টনে ভারত বাংলাদেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এক যুগ আগে এ বিষয়ে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে দুই দেশ। কিন্তু প্রতিশ্রুত সে চুক্তি না হওয়ায় তিস্তা নদীর পানি ধারণ ক্ষমতা এখন সর্বনিম্নে। উজান থেকে পানি ছাড়লে বন্যা অনিবার্য হয়ে উঠছে। আর শুষ্ক মৌসুমে পানি সংকটে হাহাকার দেখা দিচ্ছে তিস্তা অববাহিকায়। দুই দেশের বন্ধুত্বের স্বার্থে এ সমস্যার সমাধান হওয়া উচিত।
শিরোনাম
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
তিস্তা পাড়ের দুঃখ
প্রতিশ্রুত চুক্তিই একমাত্র সমাধান
প্রিন্ট ভার্সন
