ফেরি পারাপারের জন্য শত শত যানবাহনের জটে অচলাবস্থা চলছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। এমনিতেই নাব্য সংকট ও ফেরিস্বল্পতার কারণে এ রুটে বছরের পর বছর যাত্রী ও যানবাহন পারাপারে নিত্য সংকট বিরাজ করছে। ফেরিডুবির পর বিপর্যয় আরও বেড়েছে। কয়েক দিন ধরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফেরি পার হচ্ছে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চালক ও সহকারীদের। দুই দিন পর্যন্ত অপেক্ষা করে ফেরির নাগাল পাচ্ছে এসব যানবাহন। সোমবারও পদ্মার দুই প্রান্তে পারের অপেক্ষায় আটকে ছিল শত শত যানবাহন। ২৭ অক্টোবর পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে রো রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ায় এ ঘাটে ফেরি চলাচল বন্ধ। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ফেরির সংখ্যা কম থাকার বিষয়টি। দুই পাড়ে কয়েক কিলোমিটার যানজট অস্বস্তি সৃষ্টি করছে যানবাহন চালক ও যাত্রীদের। পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনার পর রাজধানীতে সবজির দাম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শীতের সবজি শিমের দাম বেড়েছে রাতারাতি আড়াই গুণ। লাউয়ের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। সবজিবাহী ট্রাক দুই দিন পারাপারের অপেক্ষায় থাকায় ব্যবসায়ীদের সর্বনাশের শিকার হতে হচ্ছে। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পাটুরিয়া-দৌলতদিয়া রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফেরি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এ রুটটি যাত্রী ও মালামাল পরিবহনের অশেষ ভোগান্তি ডেকে আনছে। যার অবসানে কর্তৃপক্ষীয় সুদৃষ্টির বিকল্প নেই। এজন্য সব কটি ফেরিঘাট ও ফেরি চালুর ব্যবস্থা নিতে হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে