ফেরি পারাপারের জন্য শত শত যানবাহনের জটে অচলাবস্থা চলছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। এমনিতেই নাব্য সংকট ও ফেরিস্বল্পতার কারণে এ রুটে বছরের পর বছর যাত্রী ও যানবাহন পারাপারে নিত্য সংকট বিরাজ করছে। ফেরিডুবির পর বিপর্যয় আরও বেড়েছে। কয়েক দিন ধরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফেরি পার হচ্ছে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চালক ও সহকারীদের। দুই দিন পর্যন্ত অপেক্ষা করে ফেরির নাগাল পাচ্ছে এসব যানবাহন। সোমবারও পদ্মার দুই প্রান্তে পারের অপেক্ষায় আটকে ছিল শত শত যানবাহন। ২৭ অক্টোবর পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে রো রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ায় এ ঘাটে ফেরি চলাচল বন্ধ। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ফেরির সংখ্যা কম থাকার বিষয়টি। দুই পাড়ে কয়েক কিলোমিটার যানজট অস্বস্তি সৃষ্টি করছে যানবাহন চালক ও যাত্রীদের। পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনার পর রাজধানীতে সবজির দাম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শীতের সবজি শিমের দাম বেড়েছে রাতারাতি আড়াই গুণ। লাউয়ের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। সবজিবাহী ট্রাক দুই দিন পারাপারের অপেক্ষায় থাকায় ব্যবসায়ীদের সর্বনাশের শিকার হতে হচ্ছে। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পাটুরিয়া-দৌলতদিয়া রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফেরি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এ রুটটি যাত্রী ও মালামাল পরিবহনের অশেষ ভোগান্তি ডেকে আনছে। যার অবসানে কর্তৃপক্ষীয় সুদৃষ্টির বিকল্প নেই। এজন্য সব কটি ফেরিঘাট ও ফেরি চালুর ব্যবস্থা নিতে হবে।
শিরোনাম
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
ফেরি সংকট
জনভোগান্তি দূর করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর