প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের এক সাধারণ আলোচনায় বলেছেন, দেশে টিকা উৎপাদন এবং অন্য দেশকে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। জলবায়ু সম্মেলনেও তিনি টিকা উৎপাদনের আগ্রহের কথা বলে এসেছেন। টিকা তৈরিতে যে বাধাগুলো রয়েছে সেগুলো দূর করার প্রস্তাব দিয়েছেন। বলেছেন, টিকা উৎপাদন উন্মুক্ত করতে হবে। সুযোগ দেওয়া হলে বাংলাদেশ টিকা উৎপাদনে যাওয়ার প্রস্তুতিও রেখেছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যের দাবিদার। করোনাভাইরাস বুঝিয়ে দিয়েছে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার এই যুগেও মানুষ কতটা অসহায়। এ অসহায়ত্বের অবসানে করোনাভাইরাসের টিকা উৎপাদনে বাংলাদেশের মতো সক্ষম দেশগুলোকে ছাড় দিতে হবে। বাংলাদেশ টিকা উৎপাদনের সুযোগ পেলে শুধু দেশের চাহিদা মেটানোই নয়, অন্য দেশেও সাশ্রয়ী মূল্যে রপ্তানির বিষয়ে অঙ্গীকারবদ্ধ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানসম্মত ওষুধ তৈরির সাফল্যের অধিকারী। উন্নত দেশগুলোয়ও রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। করোনাভাইরাস মহামারী মোকাবিলায় টিকা উৎপাদনে সংরক্ষণশীল মনোভাব মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। কোনো দেশে এ ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়লে বিশ্বায়নের এই যুগে অন্য দেশেও তা দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু মানুষের জীবনহানি নয়, স্তব্ধ করে দিচ্ছে অর্থনৈতিক কর্মকান্ড। বিশ্ব অর্থনীতিতেও তা ধস নামিয়েছে। এ বিপদ মোকাবিলায় টিকা সহজলভ্য করার বিকল্প নেই। টিকা নিয়ে বাণিজ্যের প্রত্যাশা মানব জাতির জন্য বিপদ ডেকে আনছে। বাংলাদেশ করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও বন্ধু দেশগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়েছে। সব দেশকে এ মনোভাবে উদ্বুদ্ধ হতে হবে। বিশ্বকে ক্ষুধা ও দরিদ্রতার মুখে ঠেলে দিতে না চাইলে করোনাভাইরাস ও জলবায়ু পরিবর্তনের মতো বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলায় সব জাতিকে এক কাতারে এসে দাঁড়াতে হবে।
শিরোনাম
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
বিশ্বজনীন চ্যালেঞ্জ
সব জাতিকে এক কাতারে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর