প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের এক সাধারণ আলোচনায় বলেছেন, দেশে টিকা উৎপাদন এবং অন্য দেশকে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। জলবায়ু সম্মেলনেও তিনি টিকা উৎপাদনের আগ্রহের কথা বলে এসেছেন। টিকা তৈরিতে যে বাধাগুলো রয়েছে সেগুলো দূর করার প্রস্তাব দিয়েছেন। বলেছেন, টিকা উৎপাদন উন্মুক্ত করতে হবে। সুযোগ দেওয়া হলে বাংলাদেশ টিকা উৎপাদনে যাওয়ার প্রস্তুতিও রেখেছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যের দাবিদার। করোনাভাইরাস বুঝিয়ে দিয়েছে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার এই যুগেও মানুষ কতটা অসহায়। এ অসহায়ত্বের অবসানে করোনাভাইরাসের টিকা উৎপাদনে বাংলাদেশের মতো সক্ষম দেশগুলোকে ছাড় দিতে হবে। বাংলাদেশ টিকা উৎপাদনের সুযোগ পেলে শুধু দেশের চাহিদা মেটানোই নয়, অন্য দেশেও সাশ্রয়ী মূল্যে রপ্তানির বিষয়ে অঙ্গীকারবদ্ধ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানসম্মত ওষুধ তৈরির সাফল্যের অধিকারী। উন্নত দেশগুলোয়ও রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। করোনাভাইরাস মহামারী মোকাবিলায় টিকা উৎপাদনে সংরক্ষণশীল মনোভাব মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। কোনো দেশে এ ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়লে বিশ্বায়নের এই যুগে অন্য দেশেও তা দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু মানুষের জীবনহানি নয়, স্তব্ধ করে দিচ্ছে অর্থনৈতিক কর্মকান্ড। বিশ্ব অর্থনীতিতেও তা ধস নামিয়েছে। এ বিপদ মোকাবিলায় টিকা সহজলভ্য করার বিকল্প নেই। টিকা নিয়ে বাণিজ্যের প্রত্যাশা মানব জাতির জন্য বিপদ ডেকে আনছে। বাংলাদেশ করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও বন্ধু দেশগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়েছে। সব দেশকে এ মনোভাবে উদ্বুদ্ধ হতে হবে। বিশ্বকে ক্ষুধা ও দরিদ্রতার মুখে ঠেলে দিতে না চাইলে করোনাভাইরাস ও জলবায়ু পরিবর্তনের মতো বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলায় সব জাতিকে এক কাতারে এসে দাঁড়াতে হবে।
শিরোনাম
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
বিশ্বজনীন চ্যালেঞ্জ
সব জাতিকে এক কাতারে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর