প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের এক সাধারণ আলোচনায় বলেছেন, দেশে টিকা উৎপাদন এবং অন্য দেশকে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। জলবায়ু সম্মেলনেও তিনি টিকা উৎপাদনের আগ্রহের কথা বলে এসেছেন। টিকা তৈরিতে যে বাধাগুলো রয়েছে সেগুলো দূর করার প্রস্তাব দিয়েছেন। বলেছেন, টিকা উৎপাদন উন্মুক্ত করতে হবে। সুযোগ দেওয়া হলে বাংলাদেশ টিকা উৎপাদনে যাওয়ার প্রস্তুতিও রেখেছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যের দাবিদার। করোনাভাইরাস বুঝিয়ে দিয়েছে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার এই যুগেও মানুষ কতটা অসহায়। এ অসহায়ত্বের অবসানে করোনাভাইরাসের টিকা উৎপাদনে বাংলাদেশের মতো সক্ষম দেশগুলোকে ছাড় দিতে হবে। বাংলাদেশ টিকা উৎপাদনের সুযোগ পেলে শুধু দেশের চাহিদা মেটানোই নয়, অন্য দেশেও সাশ্রয়ী মূল্যে রপ্তানির বিষয়ে অঙ্গীকারবদ্ধ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানসম্মত ওষুধ তৈরির সাফল্যের অধিকারী। উন্নত দেশগুলোয়ও রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। করোনাভাইরাস মহামারী মোকাবিলায় টিকা উৎপাদনে সংরক্ষণশীল মনোভাব মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। কোনো দেশে এ ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়লে বিশ্বায়নের এই যুগে অন্য দেশেও তা দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু মানুষের জীবনহানি নয়, স্তব্ধ করে দিচ্ছে অর্থনৈতিক কর্মকান্ড। বিশ্ব অর্থনীতিতেও তা ধস নামিয়েছে। এ বিপদ মোকাবিলায় টিকা সহজলভ্য করার বিকল্প নেই। টিকা নিয়ে বাণিজ্যের প্রত্যাশা মানব জাতির জন্য বিপদ ডেকে আনছে। বাংলাদেশ করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও বন্ধু দেশগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়েছে। সব দেশকে এ মনোভাবে উদ্বুদ্ধ হতে হবে। বিশ্বকে ক্ষুধা ও দরিদ্রতার মুখে ঠেলে দিতে না চাইলে করোনাভাইরাস ও জলবায়ু পরিবর্তনের মতো বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলায় সব জাতিকে এক কাতারে এসে দাঁড়াতে হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল