প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের এক সাধারণ আলোচনায় বলেছেন, দেশে টিকা উৎপাদন এবং অন্য দেশকে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। জলবায়ু সম্মেলনেও তিনি টিকা উৎপাদনের আগ্রহের কথা বলে এসেছেন। টিকা তৈরিতে যে বাধাগুলো রয়েছে সেগুলো দূর করার প্রস্তাব দিয়েছেন। বলেছেন, টিকা উৎপাদন উন্মুক্ত করতে হবে। সুযোগ দেওয়া হলে বাংলাদেশ টিকা উৎপাদনে যাওয়ার প্রস্তুতিও রেখেছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যের দাবিদার। করোনাভাইরাস বুঝিয়ে দিয়েছে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার এই যুগেও মানুষ কতটা অসহায়। এ অসহায়ত্বের অবসানে করোনাভাইরাসের টিকা উৎপাদনে বাংলাদেশের মতো সক্ষম দেশগুলোকে ছাড় দিতে হবে। বাংলাদেশ টিকা উৎপাদনের সুযোগ পেলে শুধু দেশের চাহিদা মেটানোই নয়, অন্য দেশেও সাশ্রয়ী মূল্যে রপ্তানির বিষয়ে অঙ্গীকারবদ্ধ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানসম্মত ওষুধ তৈরির সাফল্যের অধিকারী। উন্নত দেশগুলোয়ও রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। করোনাভাইরাস মহামারী মোকাবিলায় টিকা উৎপাদনে সংরক্ষণশীল মনোভাব মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। কোনো দেশে এ ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়লে বিশ্বায়নের এই যুগে অন্য দেশেও তা দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু মানুষের জীবনহানি নয়, স্তব্ধ করে দিচ্ছে অর্থনৈতিক কর্মকান্ড। বিশ্ব অর্থনীতিতেও তা ধস নামিয়েছে। এ বিপদ মোকাবিলায় টিকা সহজলভ্য করার বিকল্প নেই। টিকা নিয়ে বাণিজ্যের প্রত্যাশা মানব জাতির জন্য বিপদ ডেকে আনছে। বাংলাদেশ করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও বন্ধু দেশগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়েছে। সব দেশকে এ মনোভাবে উদ্বুদ্ধ হতে হবে। বিশ্বকে ক্ষুধা ও দরিদ্রতার মুখে ঠেলে দিতে না চাইলে করোনাভাইরাস ও জলবায়ু পরিবর্তনের মতো বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলায় সব জাতিকে এক কাতারে এসে দাঁড়াতে হবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বিশ্বজনীন চ্যালেঞ্জ
সব জাতিকে এক কাতারে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর