দেশে সামাজিক অপরাধ ভয়াবহ আকার ধারণ করছে। মাদক ও অভাবের দোলাচলে বাড়ছে সামাজিক অপরাধের থাবা। বলা হয় ক্ষুধা মানুষের বিবেককেও জিম্মি করে। মাদকাসক্তদের মধ্যে প্রায়ই বিবেক বলে কিছু থাকে না। নেশার জন্য হেন অপরাধ নেই যা তারা করতে পিছপা হয়। রাজধানীতে যেসব ছিনতাই ঘটে তার প্রায় সিংহভাগের সঙ্গে মাদকাসক্তির সম্পর্ক রয়েছে। অভাবে পড়েও মানুষ একের পর এক সামাজিক ও পারিবারিক অপরাধে জড়াচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে সারা দেশে পারিবারিক সহিংসতায় খুনোখুনির সংখ্যা ৫০টির বেশি। এর মধ্যে স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, ভাইয়ের হাতে ভাই, সন্তানের হাতে বাবা কিংবা বাবার দ্বারা সন্তান খুন রয়েছেন। ঢাকায় বছরে গড়ে ২৫০টি হত্যাকাণ্ড ঘটে। সারা দেশে প্রায় ৪ হাজার। ঢাকা মহানগর পুলিশের ৫০ থানার জানুয়ারি ও ফেব্রুয়ারির বিভিন্ন মামলার তথ্য বিশ্লেষণে দেখা যায় রাজধানীতে খুন, চাঁদাবাজি, গাড়ি চুরি ও দস্যুতার মতো অপরাধ বেড়েছে। ছিনতাইয়ের ঘটনায়ও রাশ টেনে ধরা যায়নি। এ বছরের জানুয়ারিতে রাজধানীতে খুন হন নয়জন। ফেব্রুয়ারিতে ১২ জন। এর পাঁচজনই মিরপুরে। খুনের পাশাপাশি বেড়েছে মোটরসাইকেল ও গাড়ি চুরি। ফেব্রুয়ারিতে এ রকম ৩৬টি ঘটনায় মামলা হয়েছে। এর আগে জানুয়ারিতে মোটরসাইকেল ও গাড়ি চুরির মামলা হয়েছিল ৩১টি। চাঁদাবাজির ঘটনায় গত দুই মাসে ঢাকায় মামলা হয়েছে ১৬টি। বাস্তবে চাঁদাবাজির ঘটনা শতগুণের বেশি। শুধু রাজধানী নয়, দেশের এমন কোনো এলাকা নেই যেখানে চাঁদাবাজ নামের মানুষ শকুনদের দৌরাত্ম্য নেই। অপরাধ দমনে অপরাধের মূল কারণ মাদকের ওপর আঘাত হানতে হবে। পাশাপাশি অভাবী মানুষের কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ ব্যাপারে চোখ-কান খোলা রাখতে হবে।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
সামাজিক অপরাধ
মাদকের ওপর আঘাত হানতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর