দেশে সামাজিক অপরাধ ভয়াবহ আকার ধারণ করছে। মাদক ও অভাবের দোলাচলে বাড়ছে সামাজিক অপরাধের থাবা। বলা হয় ক্ষুধা মানুষের বিবেককেও জিম্মি করে। মাদকাসক্তদের মধ্যে প্রায়ই বিবেক বলে কিছু থাকে না। নেশার জন্য হেন অপরাধ নেই যা তারা করতে পিছপা হয়। রাজধানীতে যেসব ছিনতাই ঘটে তার প্রায় সিংহভাগের সঙ্গে মাদকাসক্তির সম্পর্ক রয়েছে। অভাবে পড়েও মানুষ একের পর এক সামাজিক ও পারিবারিক অপরাধে জড়াচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে সারা দেশে পারিবারিক সহিংসতায় খুনোখুনির সংখ্যা ৫০টির বেশি। এর মধ্যে স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, ভাইয়ের হাতে ভাই, সন্তানের হাতে বাবা কিংবা বাবার দ্বারা সন্তান খুন রয়েছেন। ঢাকায় বছরে গড়ে ২৫০টি হত্যাকাণ্ড ঘটে। সারা দেশে প্রায় ৪ হাজার। ঢাকা মহানগর পুলিশের ৫০ থানার জানুয়ারি ও ফেব্রুয়ারির বিভিন্ন মামলার তথ্য বিশ্লেষণে দেখা যায় রাজধানীতে খুন, চাঁদাবাজি, গাড়ি চুরি ও দস্যুতার মতো অপরাধ বেড়েছে। ছিনতাইয়ের ঘটনায়ও রাশ টেনে ধরা যায়নি। এ বছরের জানুয়ারিতে রাজধানীতে খুন হন নয়জন। ফেব্রুয়ারিতে ১২ জন। এর পাঁচজনই মিরপুরে। খুনের পাশাপাশি বেড়েছে মোটরসাইকেল ও গাড়ি চুরি। ফেব্রুয়ারিতে এ রকম ৩৬টি ঘটনায় মামলা হয়েছে। এর আগে জানুয়ারিতে মোটরসাইকেল ও গাড়ি চুরির মামলা হয়েছিল ৩১টি। চাঁদাবাজির ঘটনায় গত দুই মাসে ঢাকায় মামলা হয়েছে ১৬টি। বাস্তবে চাঁদাবাজির ঘটনা শতগুণের বেশি। শুধু রাজধানী নয়, দেশের এমন কোনো এলাকা নেই যেখানে চাঁদাবাজ নামের মানুষ শকুনদের দৌরাত্ম্য নেই। অপরাধ দমনে অপরাধের মূল কারণ মাদকের ওপর আঘাত হানতে হবে। পাশাপাশি অভাবী মানুষের কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ ব্যাপারে চোখ-কান খোলা রাখতে হবে।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
সামাজিক অপরাধ
মাদকের ওপর আঘাত হানতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর