দেশে সামাজিক অপরাধ ভয়াবহ আকার ধারণ করছে। মাদক ও অভাবের দোলাচলে বাড়ছে সামাজিক অপরাধের থাবা। বলা হয় ক্ষুধা মানুষের বিবেককেও জিম্মি করে। মাদকাসক্তদের মধ্যে প্রায়ই বিবেক বলে কিছু থাকে না। নেশার জন্য হেন অপরাধ নেই যা তারা করতে পিছপা হয়। রাজধানীতে যেসব ছিনতাই ঘটে তার প্রায় সিংহভাগের সঙ্গে মাদকাসক্তির সম্পর্ক রয়েছে। অভাবে পড়েও মানুষ একের পর এক সামাজিক ও পারিবারিক অপরাধে জড়াচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে সারা দেশে পারিবারিক সহিংসতায় খুনোখুনির সংখ্যা ৫০টির বেশি। এর মধ্যে স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, ভাইয়ের হাতে ভাই, সন্তানের হাতে বাবা কিংবা বাবার দ্বারা সন্তান খুন রয়েছেন। ঢাকায় বছরে গড়ে ২৫০টি হত্যাকাণ্ড ঘটে। সারা দেশে প্রায় ৪ হাজার। ঢাকা মহানগর পুলিশের ৫০ থানার জানুয়ারি ও ফেব্রুয়ারির বিভিন্ন মামলার তথ্য বিশ্লেষণে দেখা যায় রাজধানীতে খুন, চাঁদাবাজি, গাড়ি চুরি ও দস্যুতার মতো অপরাধ বেড়েছে। ছিনতাইয়ের ঘটনায়ও রাশ টেনে ধরা যায়নি। এ বছরের জানুয়ারিতে রাজধানীতে খুন হন নয়জন। ফেব্রুয়ারিতে ১২ জন। এর পাঁচজনই মিরপুরে। খুনের পাশাপাশি বেড়েছে মোটরসাইকেল ও গাড়ি চুরি। ফেব্রুয়ারিতে এ রকম ৩৬টি ঘটনায় মামলা হয়েছে। এর আগে জানুয়ারিতে মোটরসাইকেল ও গাড়ি চুরির মামলা হয়েছিল ৩১টি। চাঁদাবাজির ঘটনায় গত দুই মাসে ঢাকায় মামলা হয়েছে ১৬টি। বাস্তবে চাঁদাবাজির ঘটনা শতগুণের বেশি। শুধু রাজধানী নয়, দেশের এমন কোনো এলাকা নেই যেখানে চাঁদাবাজ নামের মানুষ শকুনদের দৌরাত্ম্য নেই। অপরাধ দমনে অপরাধের মূল কারণ মাদকের ওপর আঘাত হানতে হবে। পাশাপাশি অভাবী মানুষের কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ ব্যাপারে চোখ-কান খোলা রাখতে হবে।
শিরোনাম
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
সামাজিক অপরাধ
মাদকের ওপর আঘাত হানতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর