দেশে সামাজিক অপরাধ ভয়াবহ আকার ধারণ করছে। মাদক ও অভাবের দোলাচলে বাড়ছে সামাজিক অপরাধের থাবা। বলা হয় ক্ষুধা মানুষের বিবেককেও জিম্মি করে। মাদকাসক্তদের মধ্যে প্রায়ই বিবেক বলে কিছু থাকে না। নেশার জন্য হেন অপরাধ নেই যা তারা করতে পিছপা হয়। রাজধানীতে যেসব ছিনতাই ঘটে তার প্রায় সিংহভাগের সঙ্গে মাদকাসক্তির সম্পর্ক রয়েছে। অভাবে পড়েও মানুষ একের পর এক সামাজিক ও পারিবারিক অপরাধে জড়াচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে সারা দেশে পারিবারিক সহিংসতায় খুনোখুনির সংখ্যা ৫০টির বেশি। এর মধ্যে স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, ভাইয়ের হাতে ভাই, সন্তানের হাতে বাবা কিংবা বাবার দ্বারা সন্তান খুন রয়েছেন। ঢাকায় বছরে গড়ে ২৫০টি হত্যাকাণ্ড ঘটে। সারা দেশে প্রায় ৪ হাজার। ঢাকা মহানগর পুলিশের ৫০ থানার জানুয়ারি ও ফেব্রুয়ারির বিভিন্ন মামলার তথ্য বিশ্লেষণে দেখা যায় রাজধানীতে খুন, চাঁদাবাজি, গাড়ি চুরি ও দস্যুতার মতো অপরাধ বেড়েছে। ছিনতাইয়ের ঘটনায়ও রাশ টেনে ধরা যায়নি। এ বছরের জানুয়ারিতে রাজধানীতে খুন হন নয়জন। ফেব্রুয়ারিতে ১২ জন। এর পাঁচজনই মিরপুরে। খুনের পাশাপাশি বেড়েছে মোটরসাইকেল ও গাড়ি চুরি। ফেব্রুয়ারিতে এ রকম ৩৬টি ঘটনায় মামলা হয়েছে। এর আগে জানুয়ারিতে মোটরসাইকেল ও গাড়ি চুরির মামলা হয়েছিল ৩১টি। চাঁদাবাজির ঘটনায় গত দুই মাসে ঢাকায় মামলা হয়েছে ১৬টি। বাস্তবে চাঁদাবাজির ঘটনা শতগুণের বেশি। শুধু রাজধানী নয়, দেশের এমন কোনো এলাকা নেই যেখানে চাঁদাবাজ নামের মানুষ শকুনদের দৌরাত্ম্য নেই। অপরাধ দমনে অপরাধের মূল কারণ মাদকের ওপর আঘাত হানতে হবে। পাশাপাশি অভাবী মানুষের কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ ব্যাপারে চোখ-কান খোলা রাখতে হবে।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার