উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ছোবল হেনেছে। বিশেষ করে সুনামগঞ্জ ও কুড়িগ্রামের বিপুল এলাকা এখন পানির নিচে। সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক। এতে চরম জনভোগান্তির সৃষ্টি হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অরক্ষিত অঞ্চলে তীব্র ভাঙনও শুরু হয়েছে। পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে জেলার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় সৃষ্ট বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের দুর্গাপুর, শক্তিয়ারখলা ও আনোয়ারপুর অংশ তিন দিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে। খেয়ানৌকায় নিমজ্জিত অংশ পার হচ্ছে সাধারণ মানুষ। কেউ কেউ হাঁটুপানি ভেঙে ঝুঁকি নিয়ে চালাচ্ছেন যানবাহন। গত দুই সপ্তাহের অবিরাম বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অনেক পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধিতে পানিবন্দি জীবন যাপন করছেন রৌমারী উপজেলার চার ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ। উপজেলা কৃষি বিভাগের হিসাবে, রৌমারীর প্রায় ২২৩ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জেলার নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি আরও বৃদ্ধি পেলে নদীতীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশে বর্ষা মৌসুমে নদীতে পানি বৃদ্ধি ও বন্যা নতুন কিছু নয়। তবে এ বছর বর্ষা মৌসুম শুরুর আগেই বিস্তীর্ণ এলাকা উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। বন্যা উপদ্রুত এলাকাগুলোয় সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এ পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনকে যেমন বন্যাদুগর্ত গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে তেমন এগিয়ে আসতে হবে সমাজের অবস্থাপন্ন মানুষদের।
শিরোনাম
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
বন্যার ছোবল
দুর্গতদের পাশে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর