জ্বালানির ক্ষেত্রে আমদানিনির্ভর দেশগুলো রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে কঠিন সমস্যায় পড়েছে। জ্বালানি তেল, গ্যাস ও কয়লার দাম আন্তর্জাতিক বাজারে কয়েক গুণ বেড়ে যাওয়ায় তা কেনা অনেক দেশের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও এখন এ অপ্রত্যাশিত সংকটের শিকার। বাংলাদেশের স্থলভাগে ও সমুদ্রসীমায় গ্যাস, তেল ও কয়লার ভালো মজুদ রয়েছে বলে মনে করা হয়। কিন্তু জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে যথাযথ গতি না থাকায় গত এক যুগে স্থলভাগে কিংবা সমুদ্র প্রান্তে তেল, গ্যাস কিংবা কয়লার নতুন ক্ষেত্র যেমন আবিষ্কৃত হয়নি তেমন তা উত্তোলনের কাজও এগোইনি। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের সবশেষ তথ্যে, প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের বিপরীতে বর্তমানে প্রায় ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ২০২২ সালে যেখানে গ্যাসের ঘাটতি প্রায় ১ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট, ২০৩০ সালে তা ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছতে পারে। গত ২০ বছরে প্রায় ১৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহারের বিপরীতে বাংলাদেশ মাত্র ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আবিষ্কার করতে সক্ষম হয়েছে। কনোকো ফিলিপসকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশে গভীর সাগরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু অনেক কিছু বহুজাতিক কোম্পানিটির মনমতো না হওয়ায় তারা কিছু শর্ত বদলাতে চেয়েছিল। তা না পারায় তারা চলে যায়। ভারতীয় একটি কোম্পানি এ মুহূর্তে অনুসন্ধান কাজ করছে। কয়লার ক্ষেত্রে বড়পুকুরিয়া ছাড়া অন্যগুলোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়নি। বর্তমান বৈশ্বিক সংকট আমাদের আরেকবার স্মরণ করিয়ে দিল জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি অনুসন্ধান ও উত্তোলনে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। বাংলাদেশের সমুদ্রসীমার সন্নিকটে মিয়ানমার গ্যাসের সন্ধান পেয়েছে ও তা উত্তোলন করছে। ভারতও তার সমুদ্রসীমায় তেলের বিপুল মজুদ আবিষ্কার করেছে। বাংলাদেশের সমুদ্রসীমায়ও তেল, গ্যাস পাওয়া যেতে পারে এমন অনুমান বিশেষজ্ঞদের। কিন্তু বহুজাতিক কোম্পানিগুলোর অতিরিক্ত সুবিধা দাবির সামনে মাথা নত না করায় বাংলাদেশকে জ্বালানি অনুসন্ধানে পিছিয়ে পড়তে হচ্ছে। এ সংকট কাটাতে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার পাশাপাশি বন্ধু দেশগুলোর সহযোগিতা নিশ্চিত করতে উদ্যোগী হতে হবে।
শিরোনাম
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
তেল গ্যাস অনুসন্ধান
নিজেদের সক্ষমতা বাড়াতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর