সিএনজিতে সরকারের ভর্তুকি কার স্বার্থে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভর্তুকিতে যাতে সমাজের পিছিয়ে পড়া অংশ কিংবা সাধারণ মানুষ লাভবান হয় এমনটিই বিবেচনায় আনা উচিত। কিন্তু যেখানে কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ডিজেলের দাম বাড়ানো হয়েছে, সেখানে সংকুচিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজিতে ভর্তুকি অব্যাহত রাখা কোন উদ্দেশ্যে ঘটছে সে বিতর্ক মোটেও প্রত্যাশিত নয়। অন্যান্য জ্বালানির তুলনায় দাম কম থাকার সুযোগ নিয়ে সিএনজি ব্যবসার নামে হরিলুট চলছে। আর এতে সরকার শুধু ভর্তুকিই গুনছে না, বিষয়টি ব্যাপকভাবে জ্বালানি খাতকেও প্রশ্নবিদ্ধ করছে। দূরপাল্লার বাস, ট্রাক, লরিসহ বিভিন্ন পরিবহনে সিএনজি ব্যবহারের কারণে এ ছাড় দেওয়া হয়েছে কি না তা তদন্ত করে দেখার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অনেক প্রভাবশালী ট্রাক ও লরি ব্যবসার সঙ্গে জড়িত। অনেক এমপির আছে সিএনজি স্টেশন। তেলের মূল্যবৃদ্ধির কারণে গুরুত্ব বেড়েছে সিএনজির। আভাস দেওয়া হচ্ছিল জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই সিএনজির দামও বাড়বে। কিন্তু শেষ পর্যন্ত সিএনজির দাম বাড়ানো হয়নি। এতে জ্বালানি খাতে তৈরি হয়েছে বৈষম্য, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিভিন্ন খাতে। গণপরিবহনে সিএনজি ব্যবহার করা হলেও ভাড়া বাড়ানো হয়েছে তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে। এ পরিপ্রেক্ষিতে বিষেশজ্ঞরা মনে করেন, সিএনজির দাম বাড়ানো উচিত, আর তা না হলে এ খাত নিয়ে প্রশ্ন বাড়তেই থাকবে। অন্য সব জ্বালানির দাম বাড়লেও সিএনজির দাম না বাড়ায় এ সিএনজির ব্যবহার বেড়েছে। স্বভাবতই সরকারকে আগের চেয়ে বেশি ভর্তুকি দিতে হচ্ছে। সরকারের কোষাগারের ওপর তা চাপ সৃষ্টি করছে। এ বিড়ম্বনার অবসানে সিএনজির বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অভিযোগ রয়েছে, সিএনজি স্টেশনগুলো থেকে ভিন্ন খাতেও সরবরাহ করা হচ্ছে এ জ্বালানি। জ্বালানির মূল্যবৃদ্ধির সময় ডিজেল ও কেরোসিনের দাম না বাড়ালে অথবা বৃদ্ধির পরিমাণ সীমিত করলে তাতে আমজনতার লাভ হতো। কৃষি উৎপাদন খরচ যেভাবে বাড়ছে তা ঠেকানো সম্ভব হতো। কিন্তু সে ক্ষেত্রে ছাড় না দিয়ে সিএনজিতে ভর্তুকি কতটা যৌক্তিক তা ভেবে দেখা উচিত।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
সিএনজিতে ভর্তুকি
প্রশ্নবিদ্ধ হচ্ছে জ্বালানি খাত
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর