ডেঙ্গু আতঙ্কে ভুগছে রাজধানীসহ সারা দেশের মানুষ। মঙ্গলবার ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৪ জন। ওই দিন হাসপাতালগুলোয় ভর্তি ছিলেন ৮৫০ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্তের সিংহভাগ বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ায় অনুমান করা যায় আক্রান্তের সংখ্যা আরও বিপুল। স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের মতে, রাজধানীতে ডেঙ্গুজ্বর ঘিরে দুশ্চিন্তা বাড়ছে। এডিস মশার লার্ভার ঘনত্ব নির্ণয়ে মৌসুমি জরিপ চালানো হয়েছে। সেখানে লার্ভার উপস্থিতি গত বছরের চেয়ে বেশি। এটা সুখকর নয়। দ্রুত ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে এডিস মশা নিয়ন্ত্রণ না করতে পারলে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে। সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত ২৮৪ জনের মধ্যে ২২৪ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। বর্তমানে ভর্তি ৮৫০ জনের মধ্যে ৭১১ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আর ঢাকার বাইরে ভর্তি রয়েছেন সর্বমোট ১৩৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৩৯৭ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৪৮ ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১ হাজার ৩৪৯ জন। রাজধানীতে এ বছর এডিস মশার বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত বছর দুই সিটি করপোরেশন থেকে জরিপে দৈবচয়নের ভিত্তিতে ৩ হাজার ১৫০টি বাড়িতে জরিপ করে ১৫০টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এ বছর পাওয়া গেছে দ্বিগুণের বেশি ৩৫০ বাড়িতে। মশা নিধনে যথাযোগ্য পদক্ষেপ না নেওয়ায় নগরবাসীর জন্য ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়েছে। স্মর্তব্য নির্মাণাধীন ভবনের মেঝেতে জমা স্বচ্ছ পানি এডিস মশার প্রধান উৎসস্থল। একটি স্ত্রী মশা তার পূর্ণ জীবৎকালে পাঁচবার ১ হাজার মশার জন্ম দিতে পারে। ডেঙ্গু আতঙ্ক থেকে নগরবাসীকে সুরক্ষায় মশা নিধন বাড়াতে হবে। পাশাপাশি বাড়াতে হবে নাগরিক সচেতনতাও।
শিরোনাম
- খাগড়াছড়িতে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে নতুন ডিসির মতবিনিময়
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
মশা নিধনের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর