বিশ্বের জনসংখ্যা এখন ৮০০ কোটি। জাতিসংঘের হিসাবে গত ১৫ নভেম্বর জনসংখ্যা ৮০০ কোটির অঙ্ক ছুঁয়েছে। মাত্র ১২ বছরে আমাদের এই গ্রহে জনসংখ্যা বেড়েছে ১০০ কোটি। গত ২১৭ বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে ৮ গুণ। অর্থাৎ ২১৭ বছর আগে ১৮০৪ সালে জনসংখ্যা ছিল ১০০ কোটি। জনসংখ্যা বৃদ্ধির দিক থেকে এগিয়ে এশিয়া ও আফ্রিকা মহাদেশ। এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশ চীন। জাতিসংঘের তথ্যানুযায়ী আগামী বছর চীনকে টপকে পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশে পরিণত হবে ভারত। জাতিসংঘের মতে, বিশ্বব্যাপী স্বাস্থ্যব্যবস্থায় উন্নতি, পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং উন্নত ওষুধের কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। আর এ বিষয়টি জনসংখ্যা বাড়াতে সহায়ক হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা হবে ৯৭০ কোটি। জাতিসংঘের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট, ২০২২-এর প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর পরবর্তী ১০০ কোটি মানুষের বেশির ভাগের জন্ম হবে আটটি দেশে। সেগুলো হলো- কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়ায়। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের বাস মাত্র সাতটি দেশে। এগুলো হলো- চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া ও ব্রাজিল। জাতিসংঘের মতে, জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ কমে আসছে। বিশ্বে জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটি হতে লেগেছে প্রায় ১২ বছর। এ সংখ্যা ৯০০ কোটির মাইলফলক স্পর্শ করতে লাগবে ১৫ বছর। ২০৩৭ সালে জনসংখ্যা ৯০০ কোটিতে পৌঁছাবে। বিশ্বের জনসংখ্যা ১ হাজার কোটিতে স্পর্শ করবে ২০৮০ সালে। অর্থাৎ বিশ্বে জনসংখ্যা আগামীতে বৃদ্ধির বদলে কমবে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা জনআধিক্য। ধর্মান্ধতা এবং অশিক্ষার যে ঘেরাটোপ কাণ্ডজ্ঞানহীনভাবে জনসংখ্যা বাড়িয়ে তুলছে, তা নিয়ন্ত্রণে আনতে হবে।
শিরোনাম
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
৮০০ কোটির জনসংখ্যা
ধর্মান্ধতা ও অশিক্ষার ঘেরাটোপ টুটতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর