বিশ্বের জনসংখ্যা এখন ৮০০ কোটি। জাতিসংঘের হিসাবে গত ১৫ নভেম্বর জনসংখ্যা ৮০০ কোটির অঙ্ক ছুঁয়েছে। মাত্র ১২ বছরে আমাদের এই গ্রহে জনসংখ্যা বেড়েছে ১০০ কোটি। গত ২১৭ বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে ৮ গুণ। অর্থাৎ ২১৭ বছর আগে ১৮০৪ সালে জনসংখ্যা ছিল ১০০ কোটি। জনসংখ্যা বৃদ্ধির দিক থেকে এগিয়ে এশিয়া ও আফ্রিকা মহাদেশ। এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশ চীন। জাতিসংঘের তথ্যানুযায়ী আগামী বছর চীনকে টপকে পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশে পরিণত হবে ভারত। জাতিসংঘের মতে, বিশ্বব্যাপী স্বাস্থ্যব্যবস্থায় উন্নতি, পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং উন্নত ওষুধের কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। আর এ বিষয়টি জনসংখ্যা বাড়াতে সহায়ক হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা হবে ৯৭০ কোটি। জাতিসংঘের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট, ২০২২-এর প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর পরবর্তী ১০০ কোটি মানুষের বেশির ভাগের জন্ম হবে আটটি দেশে। সেগুলো হলো- কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়ায়। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের বাস মাত্র সাতটি দেশে। এগুলো হলো- চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া ও ব্রাজিল। জাতিসংঘের মতে, জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ কমে আসছে। বিশ্বে জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটি হতে লেগেছে প্রায় ১২ বছর। এ সংখ্যা ৯০০ কোটির মাইলফলক স্পর্শ করতে লাগবে ১৫ বছর। ২০৩৭ সালে জনসংখ্যা ৯০০ কোটিতে পৌঁছাবে। বিশ্বের জনসংখ্যা ১ হাজার কোটিতে স্পর্শ করবে ২০৮০ সালে। অর্থাৎ বিশ্বে জনসংখ্যা আগামীতে বৃদ্ধির বদলে কমবে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা জনআধিক্য। ধর্মান্ধতা এবং অশিক্ষার যে ঘেরাটোপ কাণ্ডজ্ঞানহীনভাবে জনসংখ্যা বাড়িয়ে তুলছে, তা নিয়ন্ত্রণে আনতে হবে।
শিরোনাম
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
৮০০ কোটির জনসংখ্যা
ধর্মান্ধতা ও অশিক্ষার ঘেরাটোপ টুটতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর