বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মেডিকেল উচ্চশিক্ষা

কোর্স ফি সামঞ্জস্যপূর্ণ করা স্বস্তিদায়ক

মেডিকেল উচ্চশিক্ষার ফি ৫০ শতাংশেরও বেশি বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নভেম্বরে উচ্চশিক্ষার কোর্স ব্যাপক হারে বাড়ানোর বিজ্ঞপ্তি প্রত্যাহার করে ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থকমিটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, গত ১৫ বছর এমডি, এমফিল, ডিপ্লোমা কোর্সে পরীক্ষা ফি বাড়েনি। খরচ সমন্বয় করতে দ্বিগুণ নয় ২০ শতাংশ ফি বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি এই সুপারিশ করেছে। যেসব শিক্ষার্থী আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ফি জমা দিয়েছেন তাদের বাড়তি টাকা ফেরত দেওয়া হবে। স্মর্তব্য, দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর চিকিৎসকরা উচ্চশিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে এমডি, এমফিল, ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। এমডি কোর্স পাঁচ বছর মেয়াদি, ডিপ্লোমা কোর্স দুই বছর এবং এমফিল কোর্স দেড়-দুই বছর মেয়াদি। কিন্তু এসব কোর্সে পাসের হার কম হওয়ায় শিক্ষার্থীদের কোর্স সম্পন্ন করতে সময় আরও বেশি লেগে যায়। বিএসএমএমইউর আওতায় বিভিন্ন ইনস্টিটিউটে বছরে দুবার এসব কোর্সে ভর্তির সুযোগ থাকে। এ জন্য আবেদন করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে ভর্তির সুযোগ পেতে হয়। গত ৯ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে এমফিল পার্ট-১, ২ এর পরীক্ষার্থীদের ফি ১০ হাজার ২৫০ টাকা, এমফিল ফাইনাল পার্টে ১০ হাজার ৬৫০ টাকা, এমডি ফাইনাল পার্টে ১১ হাজার ৪৫০ টাকা ফি নির্ধারণ করা হয়। ডিপ্লোমা পরীক্ষার্থীদের ১১ হাজার ৭৫০ টাকা এবং অকৃতকার্য হলে পুনরায় পরীক্ষা দিতে ৫০০ টাকা জরিমানা দিতে হবে জানিয়ে নোটিস দেওয়া হয়। চার মাসের ব্যবধানে হঠাৎ করে পরীক্ষার ফি বাড়িয়ে দেয় বিশ্ববিদ্যালয়। গত ৮ নভেম্বরের বিজ্ঞপ্তিতে কোর্স ফি বিপুলভাবে বাড়ানোর সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ সরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন মেডিকেলের উচ্চশিক্ষার্থীরা। তাদের মতে, সরকারি চাকরিজীবীরা প্রেষণে কোর্স করতে পারেন,  অন্যদের বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পাওয়া অর্থের ওপর নির্ভর করতে হয়। উচ্চশিক্ষার কোর্স ফি সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এ ব্যাপারে সৃষ্ট উৎকণ্ঠা থেকে তারা কিছুটা হলেও রক্ষা পাবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর