রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

স্কুল বাস চালুর উদ্যোগ

যানজট নিয়ন্ত্রণে সহায়ক হবে

যানজটে বিপর্যস্ত রাজধানীতে স্বস্তি ফিরিয়ে আনতে স্কুল বাস নামানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পরীক্ষামূলকভাবে জানুয়ারিতে চারটি স্কুলের জন্য বাস নামানো হবে। যানজট নিয়ন্ত্রণের এ কৌশলের সব দিক বিবেচনা করে পরবর্তীতে বড় সব স্কুলের জন্যও নামানো হবে স্কুল বাস। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনা-নেওয়ায় যে বিপুলসংখ্যক প্রাইভেটকার ব্যবহৃত হয় সেগুলোর যাতায়াত হ্রাস পাবে ও নিয়ন্ত্রণে আসবে যানজট। এ বিষয়ে কর্মকৌশল নির্ধারণে রাজধানীর চারটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এখন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এ চারটি স্কুল হলো- ঢাকার চিটাগং গ্রামার স্কুল, স্কলাস্টিকা, স্যার জন উইলসন স্কুল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল। বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে এ বাস সার্ভিস। ঢাকা উত্তর সিটি মেয়রের মতে, পরীক্ষামূলক স্কুল বাস সার্ভিস চালুর অংশীজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আশা করা হচ্ছে, দ্রুতই শিক্ষার্থীদের জন্য স্কুল বাস সার্ভিস চালু করা সম্ভব হবে। শিক্ষার্থীরা সবাই মিলে স্কুল বাসে যাওয়া-আসা করলে যানজট কমার পাশাপাশি তারা আনন্দ পাবে এবং শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রায় ১৪ হাজার প্রাইভেট কার দিনে অন্তত চারবার শিক্ষাঙ্গনে যাওয়া-আসা করে। এর ফলে রাজধানীর সড়ক-সংলগ্ন ভালো স্কুলগুলোর সামনে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্কুলের শিক্ষার্থীদের জন্য বাস চালুর সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক ও প্রশংসনীয়। তবে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্ন মানসম্মত এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। স্কুল বাস যদি নিরাপদ পরিচ্ছন্ন ও সাশ্রয়ী হয় তবে অভিভাবকরা তাঁদের সন্তানদের অবশ্যই বাসে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে আগ্রহী হবেন। স্কুল বাস যাতে রাস্তায় পার্কিং করে যানজট বাড়াতে ভূমিকা না রাখে সে বিষয়টিও নিশ্চিত করা দরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর