দেশে সাইবার অপরাধ আগ্রাসী রূপ ধারণ করছে। প্রতিদিনই অপরাধীদের টার্গেটে পরিণত হচ্ছে শত শত মানুষ। এদের একটি ক্ষুদ্র অংশ আইনের আশ্রয় নিচ্ছে। সাইবার অপরাধের নির্দয় শিকার হচ্ছেন উঠতি বয়সের তরুণ-তরুণীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও প্রচারের অভিযোগে অনেকে সাইবার পুলিশ ইউনিটে অভিযোগ করছেন। এ ছাড়া বিভিন্ন পর্নো সাইটে আপত্তিকর ভিডিও আপলোডের ঘটনাও ঘটছে অহরহ। প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক ও বন্ধুত্বের সুযোগে ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন পর্নো সাইটে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটছে বেশি। এসব ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা যতটা হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে সাধারণ ডায়েরি। কারণ ভুক্তভোগীরা সামাজিক ও পারিবারিক কারণে মামলা নিয়ে বেশি দূর এগোতে চান না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, গত বছর ডিবির সাইবারে আসা ১৭১টি মামলার ২৯ দশমিক ২৩ শতাংশ অনলাইনে কেনাকাটায়, ২১ দশমিক ৫ শতাংশ অপপ্রচারের, ২০ দশমিক ৪৬ শতাংশ পর্নোগ্রাফি মামলা ও ১২ দশমিক ২৮ শতাংশ মোবাইল ব্যাংকিংয়ের মামলা। এর আগে ২০২১ সালে ডিবি সাইবারে ২০৬টি মামলা আসে। যার মধ্যে মোবাইল ব্যাংকিং প্রতারণা ২৭ দশমিক ৭৫ শতাংশ, ২০ দশমিক ৩৮ শতাংশ অপপ্রচারের, ১৭ দশমিক ৪৭ শতাংশ অনলাইন কেনাকাটায়, ১৪ দশমিক ৭ শতাংশ ছিল পর্নোগ্রাফি মামলা। ডিবি সাইবারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সচেতনতার অভাবে এসব অপরাধ বাড়ছে। সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে মানসম্মানের ভয়ে অনেক তরুণী বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। অনেকে অপরাধীদের ফাঁদে পড়ে তাদের সর্বস্ব তুলে দিচ্ছেন অপরাধীদের হাতে। যা প্রতারকদের আরও বেপরোয়া করে তুলছে। এ অপরাধ বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই। আইন প্রয়োগকারীদেরও অপরাধীদের ব্যাপারে কড়া হতে হবে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
সাইবার অপরাধ
জনসচেতনতা গড়ে তুলতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর