দেশে সাইবার অপরাধ আগ্রাসী রূপ ধারণ করছে। প্রতিদিনই অপরাধীদের টার্গেটে পরিণত হচ্ছে শত শত মানুষ। এদের একটি ক্ষুদ্র অংশ আইনের আশ্রয় নিচ্ছে। সাইবার অপরাধের নির্দয় শিকার হচ্ছেন উঠতি বয়সের তরুণ-তরুণীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও প্রচারের অভিযোগে অনেকে সাইবার পুলিশ ইউনিটে অভিযোগ করছেন। এ ছাড়া বিভিন্ন পর্নো সাইটে আপত্তিকর ভিডিও আপলোডের ঘটনাও ঘটছে অহরহ। প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক ও বন্ধুত্বের সুযোগে ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন পর্নো সাইটে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটছে বেশি। এসব ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা যতটা হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে সাধারণ ডায়েরি। কারণ ভুক্তভোগীরা সামাজিক ও পারিবারিক কারণে মামলা নিয়ে বেশি দূর এগোতে চান না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, গত বছর ডিবির সাইবারে আসা ১৭১টি মামলার ২৯ দশমিক ২৩ শতাংশ অনলাইনে কেনাকাটায়, ২১ দশমিক ৫ শতাংশ অপপ্রচারের, ২০ দশমিক ৪৬ শতাংশ পর্নোগ্রাফি মামলা ও ১২ দশমিক ২৮ শতাংশ মোবাইল ব্যাংকিংয়ের মামলা। এর আগে ২০২১ সালে ডিবি সাইবারে ২০৬টি মামলা আসে। যার মধ্যে মোবাইল ব্যাংকিং প্রতারণা ২৭ দশমিক ৭৫ শতাংশ, ২০ দশমিক ৩৮ শতাংশ অপপ্রচারের, ১৭ দশমিক ৪৭ শতাংশ অনলাইন কেনাকাটায়, ১৪ দশমিক ৭ শতাংশ ছিল পর্নোগ্রাফি মামলা। ডিবি সাইবারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সচেতনতার অভাবে এসব অপরাধ বাড়ছে। সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে মানসম্মানের ভয়ে অনেক তরুণী বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। অনেকে অপরাধীদের ফাঁদে পড়ে তাদের সর্বস্ব তুলে দিচ্ছেন অপরাধীদের হাতে। যা প্রতারকদের আরও বেপরোয়া করে তুলছে। এ অপরাধ বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই। আইন প্রয়োগকারীদেরও অপরাধীদের ব্যাপারে কড়া হতে হবে।
শিরোনাম
- দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
- যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার: জাতিসংঘ
- ‘ইসিকে সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ’
- আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘কফিন মিছিল’
- ‘দেশে বারবার গণতন্ত্র হরণ হয়েছে, বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে’
- স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভালুকের ঠাঁই হলো সাফারি পার্কে
- ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ এজাজ
- ‘হাসিনা ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’
- ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে নষ্ট হওয়ার সুযোগ নেই: নূরুল ইসলাম বুলবুল
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : শিক্ষার্থীদের কাউন্সিলিং সেবা দেবে ইউজিসি ও ইউনেস্কো
- হত্যা মামলায় এসপি তানভীর সালেহীন কারাগারে
- ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর
- ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- শেখ হেলালের পিএস সোহেল চার দিনের রিমান্ডে
- আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
- শিশুধর্ষণের অভিযোগ, ২০ হাজার টাকায় আপস-মীমাংসার চেষ্টা ইউপি সদস্যের
- দিনাজপুরের ‘স্বপ্নপুরী’ থেকে ৪৮ বন্যপ্রাণী উদ্ধার
- বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ শের আলী সরদার আর নেই
- যে কারণে ১৮০ সন্তানের সেই বাবাকে সতর্ক করলেন আদালত
সাইবার অপরাধ
জনসচেতনতা গড়ে তুলতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর