প্রায় ১৭ কোটি মানুষের বাংলাদেশে ভোটার সংখ্যা এখন ১১ কোটি ৯১ লাখ। যারা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। গত বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। স্মর্তব্য, জনশুনারির চূড়ান্ত হিসাবে বাংলাদেশে জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। ভোটার সংখ্যা তার ৭০ শতাংশ। এবার হালনাগাদের পর চূড়ান্ত তালিকায় ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৫৭২ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন। গত বছর মে থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হয়। ১৫ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। এ বছর নতুন ভোটার হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন, ভোটার বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত্যু, দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে বাদ দেওয়া হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে। ছবিসহ ভোটার তালিকা চালুর পর ১৫ বছরে দেশে ভোটার বেড়েছে প্রায় সাড়ে ৩ কোটি। ছবিসহ ভোটার তালিকা চালুর পর নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ; দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১১ লাখ, একাদশ সংসদে ১০ কোটি ৪১ লাখ ভোটার ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সেই সংখ্যা ১১ কোটি ৯০ লাখে পরিণত হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের ফলে আগামী নির্বাচনে কারা ভোট দিতে পারবেন সে বিষয়টি স্পষ্ট হলো। তবে আসল বিষয় হলো সব পক্ষের অংশগ্রহণে নির্বাচনকে জনগণের ভোট উৎসবে পরিণত করা। এ জন্য দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সরকার ও বিরোধী দলের শুভবুদ্ধিই এ-সংক্রান্ত মতবিরোধের অবসান ঘটাতে পারে। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না পৌঁছায় সংকট রয়ে গেছে। দেশে সুষ্ঠু এবং সব পক্ষের অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ঐকমত্যে পৌঁছানোর কোনো বিকল্প নেই। অযথা পানি খোলা না করে কীভাবে সাংবিধানিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে সে পথ খুঁজতে হবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
ভোটার তালিকা ঘোষণা
নির্বাচন প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর