প্রায় ১৭ কোটি মানুষের বাংলাদেশে ভোটার সংখ্যা এখন ১১ কোটি ৯১ লাখ। যারা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। গত বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। স্মর্তব্য, জনশুনারির চূড়ান্ত হিসাবে বাংলাদেশে জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। ভোটার সংখ্যা তার ৭০ শতাংশ। এবার হালনাগাদের পর চূড়ান্ত তালিকায় ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৫৭২ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন। গত বছর মে থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হয়। ১৫ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। এ বছর নতুন ভোটার হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন, ভোটার বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত্যু, দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে বাদ দেওয়া হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে। ছবিসহ ভোটার তালিকা চালুর পর ১৫ বছরে দেশে ভোটার বেড়েছে প্রায় সাড়ে ৩ কোটি। ছবিসহ ভোটার তালিকা চালুর পর নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ; দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১১ লাখ, একাদশ সংসদে ১০ কোটি ৪১ লাখ ভোটার ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সেই সংখ্যা ১১ কোটি ৯০ লাখে পরিণত হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের ফলে আগামী নির্বাচনে কারা ভোট দিতে পারবেন সে বিষয়টি স্পষ্ট হলো। তবে আসল বিষয় হলো সব পক্ষের অংশগ্রহণে নির্বাচনকে জনগণের ভোট উৎসবে পরিণত করা। এ জন্য দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সরকার ও বিরোধী দলের শুভবুদ্ধিই এ-সংক্রান্ত মতবিরোধের অবসান ঘটাতে পারে। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না পৌঁছায় সংকট রয়ে গেছে। দেশে সুষ্ঠু এবং সব পক্ষের অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ঐকমত্যে পৌঁছানোর কোনো বিকল্প নেই। অযথা পানি খোলা না করে কীভাবে সাংবিধানিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে সে পথ খুঁজতে হবে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
ভোটার তালিকা ঘোষণা
নির্বাচন প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর