প্রায় ১৭ কোটি মানুষের বাংলাদেশে ভোটার সংখ্যা এখন ১১ কোটি ৯১ লাখ। যারা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। গত বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। স্মর্তব্য, জনশুনারির চূড়ান্ত হিসাবে বাংলাদেশে জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। ভোটার সংখ্যা তার ৭০ শতাংশ। এবার হালনাগাদের পর চূড়ান্ত তালিকায় ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৫৭২ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন। গত বছর মে থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হয়। ১৫ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। এ বছর নতুন ভোটার হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন, ভোটার বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত্যু, দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে বাদ দেওয়া হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে। ছবিসহ ভোটার তালিকা চালুর পর ১৫ বছরে দেশে ভোটার বেড়েছে প্রায় সাড়ে ৩ কোটি। ছবিসহ ভোটার তালিকা চালুর পর নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ; দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১১ লাখ, একাদশ সংসদে ১০ কোটি ৪১ লাখ ভোটার ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সেই সংখ্যা ১১ কোটি ৯০ লাখে পরিণত হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের ফলে আগামী নির্বাচনে কারা ভোট দিতে পারবেন সে বিষয়টি স্পষ্ট হলো। তবে আসল বিষয় হলো সব পক্ষের অংশগ্রহণে নির্বাচনকে জনগণের ভোট উৎসবে পরিণত করা। এ জন্য দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সরকার ও বিরোধী দলের শুভবুদ্ধিই এ-সংক্রান্ত মতবিরোধের অবসান ঘটাতে পারে। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না পৌঁছায় সংকট রয়ে গেছে। দেশে সুষ্ঠু এবং সব পক্ষের অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ঐকমত্যে পৌঁছানোর কোনো বিকল্প নেই। অযথা পানি খোলা না করে কীভাবে সাংবিধানিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে সে পথ খুঁজতে হবে।
শিরোনাম
- মাছের বাজারে চড়া দাম, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
ভোটার তালিকা ঘোষণা
নির্বাচন প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর