দেশের আইনশৃঙ্খলার জন্য সাক্ষাৎ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা। শহর-গ্রাম সর্বত্রই এখন তাদের দাপট। সবচেয়ে আশঙ্কার কথা, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে প্রায় প্রতিটি এলাকার কোমলমতি শিক্ষার্থীরা। এলাকার মাস্তান অথবা রাজনৈতিক সংগঠনের নেতা-পাতি নেতাদের প্রশ্রয়ে প্রতিটি এলাকায় গড়ে উঠছে কিশোর গ্যাং। অপরাধ সংঘটনে তারা পেশাদার অপরাধীদের চেয়েও বেপরোয়া। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামেও সমানভাবে অনুভূত হচ্ছে তাদের দাপট। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়শই গ্রুপ বেঁধে যায় নেতার কাছে। নেতার নির্দেশে অনেকে জড়িয়ে পড়ে সন্ত্রাস ও ছিনতাইসহ নানা অপরাধে। কথিত নেতাদের প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এসব শিক্ষার্থী। বেশির ভাগ কিশোর গ্যাং গড়ে উঠছে কোচিং সেন্টারে পড়ার নামে বাসা থেকে বের হয়ে নানা ধরনের কিশোরের সঙ্গে পরিচয় ও চলাফেরায়। চট্টগ্রাম মহানগরীর চকবাজার, জামালখান এলাকায় কোচিং সেন্টারে পড়ার নামে বিভিন্ন আড্ডায় যোগ দেওয়ার মাধ্যমে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে অনেক কোমলমতি শিক্ষার্থী। এরপর নিজেরাই একটি গ্রুপ তৈরি করে স্থানীয় কোনো কথিত ‘বড়ভাই’য়ের শেল্টারে কাজ করে। নানা সময়ে সুবিধা-অসুবিধায় কথিত ‘বড়ভাই’দের কাছে গিয়ে নিজেদের সঁপে দেয়। আর এ সুযোগ কাজে লাগিয়ে নানা অপরাধে তাদের সম্পৃক্ত করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় ছুরি, চাকু, হকিস্টিক। কিশোরদের ব্যবহার করে শোডাউন দিয়ে কথিত বড়ভাইয়েরা মূলত চঁাঁদাবাজি, ছিনতাই, ইভ টিজিং এবং রাজনৈতিক আধিপত্য বিস্তার করে। ঘটনাটি শুধু চট্টগ্রাম মহানগরীর নয়। রাজধানী ঢাকাসহ সব শহর-নগরে কিশোর গ্যাং গড়ে উঠছে একই প্রক্রিয়ায়। কখনো কখনো এসব গ্যাং গড়ে উঠছে বস্তির কিশোরদের নেতৃত্বে। যারা শিশুবেলায়ই মাদকাসক্তির সঙ্গে যুক্ত হয়। কিশোর গ্যাংয়ের কারণে মেয়েদের স্কুলে যাওয়া বহু এলাকায় অনিরাপদ হয়ে উঠছে। মেয়েদের বাল্যবিয়ের পেছনে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকাংশে দায়ী। আইনশৃঙ্খলার সঙ্গে জড়িতদের এ ব্যাপারে আরও সক্রিয় হতে হবে।
শিরোনাম
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
কিশোর গ্যাং
আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর