দেশের আইনশৃঙ্খলার জন্য সাক্ষাৎ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা। শহর-গ্রাম সর্বত্রই এখন তাদের দাপট। সবচেয়ে আশঙ্কার কথা, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে প্রায় প্রতিটি এলাকার কোমলমতি শিক্ষার্থীরা। এলাকার মাস্তান অথবা রাজনৈতিক সংগঠনের নেতা-পাতি নেতাদের প্রশ্রয়ে প্রতিটি এলাকায় গড়ে উঠছে কিশোর গ্যাং। অপরাধ সংঘটনে তারা পেশাদার অপরাধীদের চেয়েও বেপরোয়া। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামেও সমানভাবে অনুভূত হচ্ছে তাদের দাপট। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়শই গ্রুপ বেঁধে যায় নেতার কাছে। নেতার নির্দেশে অনেকে জড়িয়ে পড়ে সন্ত্রাস ও ছিনতাইসহ নানা অপরাধে। কথিত নেতাদের প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এসব শিক্ষার্থী। বেশির ভাগ কিশোর গ্যাং গড়ে উঠছে কোচিং সেন্টারে পড়ার নামে বাসা থেকে বের হয়ে নানা ধরনের কিশোরের সঙ্গে পরিচয় ও চলাফেরায়। চট্টগ্রাম মহানগরীর চকবাজার, জামালখান এলাকায় কোচিং সেন্টারে পড়ার নামে বিভিন্ন আড্ডায় যোগ দেওয়ার মাধ্যমে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে অনেক কোমলমতি শিক্ষার্থী। এরপর নিজেরাই একটি গ্রুপ তৈরি করে স্থানীয় কোনো কথিত ‘বড়ভাই’য়ের শেল্টারে কাজ করে। নানা সময়ে সুবিধা-অসুবিধায় কথিত ‘বড়ভাই’দের কাছে গিয়ে নিজেদের সঁপে দেয়। আর এ সুযোগ কাজে লাগিয়ে নানা অপরাধে তাদের সম্পৃক্ত করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় ছুরি, চাকু, হকিস্টিক। কিশোরদের ব্যবহার করে শোডাউন দিয়ে কথিত বড়ভাইয়েরা মূলত চঁাঁদাবাজি, ছিনতাই, ইভ টিজিং এবং রাজনৈতিক আধিপত্য বিস্তার করে। ঘটনাটি শুধু চট্টগ্রাম মহানগরীর নয়। রাজধানী ঢাকাসহ সব শহর-নগরে কিশোর গ্যাং গড়ে উঠছে একই প্রক্রিয়ায়। কখনো কখনো এসব গ্যাং গড়ে উঠছে বস্তির কিশোরদের নেতৃত্বে। যারা শিশুবেলায়ই মাদকাসক্তির সঙ্গে যুক্ত হয়। কিশোর গ্যাংয়ের কারণে মেয়েদের স্কুলে যাওয়া বহু এলাকায় অনিরাপদ হয়ে উঠছে। মেয়েদের বাল্যবিয়ের পেছনে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকাংশে দায়ী। আইনশৃঙ্খলার সঙ্গে জড়িতদের এ ব্যাপারে আরও সক্রিয় হতে হবে।
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের