দেশের আইনশৃঙ্খলার জন্য সাক্ষাৎ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা। শহর-গ্রাম সর্বত্রই এখন তাদের দাপট। সবচেয়ে আশঙ্কার কথা, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে প্রায় প্রতিটি এলাকার কোমলমতি শিক্ষার্থীরা। এলাকার মাস্তান অথবা রাজনৈতিক সংগঠনের নেতা-পাতি নেতাদের প্রশ্রয়ে প্রতিটি এলাকায় গড়ে উঠছে কিশোর গ্যাং। অপরাধ সংঘটনে তারা পেশাদার অপরাধীদের চেয়েও বেপরোয়া। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামেও সমানভাবে অনুভূত হচ্ছে তাদের দাপট। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়শই গ্রুপ বেঁধে যায় নেতার কাছে। নেতার নির্দেশে অনেকে জড়িয়ে পড়ে সন্ত্রাস ও ছিনতাইসহ নানা অপরাধে। কথিত নেতাদের প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এসব শিক্ষার্থী। বেশির ভাগ কিশোর গ্যাং গড়ে উঠছে কোচিং সেন্টারে পড়ার নামে বাসা থেকে বের হয়ে নানা ধরনের কিশোরের সঙ্গে পরিচয় ও চলাফেরায়। চট্টগ্রাম মহানগরীর চকবাজার, জামালখান এলাকায় কোচিং সেন্টারে পড়ার নামে বিভিন্ন আড্ডায় যোগ দেওয়ার মাধ্যমে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে অনেক কোমলমতি শিক্ষার্থী। এরপর নিজেরাই একটি গ্রুপ তৈরি করে স্থানীয় কোনো কথিত ‘বড়ভাই’য়ের শেল্টারে কাজ করে। নানা সময়ে সুবিধা-অসুবিধায় কথিত ‘বড়ভাই’দের কাছে গিয়ে নিজেদের সঁপে দেয়। আর এ সুযোগ কাজে লাগিয়ে নানা অপরাধে তাদের সম্পৃক্ত করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় ছুরি, চাকু, হকিস্টিক। কিশোরদের ব্যবহার করে শোডাউন দিয়ে কথিত বড়ভাইয়েরা মূলত চঁাঁদাবাজি, ছিনতাই, ইভ টিজিং এবং রাজনৈতিক আধিপত্য বিস্তার করে। ঘটনাটি শুধু চট্টগ্রাম মহানগরীর নয়। রাজধানী ঢাকাসহ সব শহর-নগরে কিশোর গ্যাং গড়ে উঠছে একই প্রক্রিয়ায়। কখনো কখনো এসব গ্যাং গড়ে উঠছে বস্তির কিশোরদের নেতৃত্বে। যারা শিশুবেলায়ই মাদকাসক্তির সঙ্গে যুক্ত হয়। কিশোর গ্যাংয়ের কারণে মেয়েদের স্কুলে যাওয়া বহু এলাকায় অনিরাপদ হয়ে উঠছে। মেয়েদের বাল্যবিয়ের পেছনে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকাংশে দায়ী। আইনশৃঙ্খলার সঙ্গে জড়িতদের এ ব্যাপারে আরও সক্রিয় হতে হবে।
শিরোনাম
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
কিশোর গ্যাং
আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর