বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাংলাওয়াশ!

অনন্য উচ্চতায় টাইগাররা

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ সিরিজে বাংলাওয়াশ করেছে টাইগাররা। প্রত্যাশার চেয়েও ভালো খেলে দেশবাসীর জন্য বয়ে এনেছে এক অনন্য অর্জন। বাংলাদেশ ওয়ানডেতে মধ্যমানের দল হিসেবে বিবেচিত। টি-২০ ফরম্যাটে টাইগারদের গর্জন সে তুলনায় স্তিমিত। কিন্তু স্বাগতিকদের বিরুদ্ধে ওয়ানডেতে ইংল্যান্ড সিরিজ জয় করতে সক্ষম হলেও টি-২০-তে এক নতুন বাংলাদেশের দেখা পেয়েছে সাত সাগর তেরো নদী পারের অতিথিরা। তিন ম্যাচেই বাংলাদেশ জিতেছে শক্তিমত্তা দেখিয়ে। মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। শুরুতে যে গতিতে রান উঠছিল তাতে টাইগাররা অন্তত ১৮০ রান করবে এমন আশাই করা হচ্ছিল। কিন্তু বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১৫৮ রানে। ব্যাটিং পিচে ১৫৯ রানের টার্গেট পূরণে বাংলাদেশের বিরুদ্ধে ১৩.১ ওভার পর্যন্ত মনে হয়েছে ইংল্যান্ডের জয় অনিবার্য। ওই সময় তাদের রান ছিল ১০০।

কিন্তু পরের ৮ উইকেটের পতন ঘটে মাত্র ৪২ রানে। ১৬ রানে পরাজিত হয় বিশ্বচ্যাম্পিয়নরা। হোয়াইটওয়াশের লজ্জাও তাদের সঙ্গী হয়ে দাঁড়ায়। লাল জার্সির ইংলিশরা যখন মাথা নিচু করে ড্রেসিংরুমের দিকে যাচ্ছিল তখন মাঠের মাঝে চলছিল লাল সবুজের বিপ্লব! উৎসবে মাতোয়ারা বাংলাদেশ দল। বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাওয়াশ। টানা তিন টি-২০-তে ইংল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে টাইগাররা। গত নভেম্বরে মেলবোর্নে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার পর এটিই ছিল ইংল্যান্ডের প্রথম টি-২০ সিরিজ। আর এ সিরিজেই টাইগারদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ঘরের মাঠে টানা সাত ওয়ানডে সিরিজ জয়ের পর ইংলিশদের কাছে ৫০ ওভারের সিরিজ হারিয়ে টাইগাররা টি-২০ সিরিজ শুরু করে আগ্রাসি মনোভাবে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল স্বাগতিকরা। মঙ্গলবার হোয়াইটওয়াশ করে যেন ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় যোগ করেছে টাইগাররা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কোনো দল দুবারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারেনি। এশিয়ার তিন বিশ্বচ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা যা পারেনি তা-ই এবার করে দেখাল বাংলাদেশ। বাংলাদেশ দলকে অভিনন্দিত করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সারা জাতি। সাকিব বাহিনীকে আমাদের উষ্ণ অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর