বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেন যুদ্ধ

শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি

ইউক্রেন যুদ্ধ শুধু সে দেশ কিংবা ইউরোপ নয়, সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে। বিশ্ব অর্থনীতিকে ফেলেছে বিপর্যস্ত অবস্থায়। এ যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বে খাদ্যাভাব দেখা দিতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। বাংলাদেশ প্রথম থেকেই এ কান্ডজ্ঞানহীন যুদ্ধাবসানের আহ্বান জানিয়েছে দুই পক্ষকে। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই যুদ্ধ বিশ্বব্যাপী সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক রিচার্ড কোয়েস্টকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও ঋণ দেওয়ার মাধ্যমে চীনের সৃষ্ট মরণফাঁদ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে বিশ্বের এগিয়ে আসা উচিত। যুদ্ধে বাংলাদেশের অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে বাংলাদেশ। কোনো বিরোধ থাকলে সংলাপের মাধ্যমে সমাধান করা যায়। বাংলাদেশ কখনোই কোনো ধরনের আগ্রাসন সমর্থন করে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট- সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়। বাংলাদেশ এটি অনুসরণ করছে। তাই যখন আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন বা আক্রমণ দেখি, অবশ্যই এর বিরোধিতা করি। যুদ্ধ এক পক্ষের দ্বারা সংঘটিত হতে পারে না, উভয় পক্ষের সম্পৃক্ততা প্রয়োজন। প্রতিটি দেশের নিজস্ব ভূখন্ডে বসবাস করার এবং তাদের নিজস্ব অঞ্চল রক্ষার অধিকার রয়েছে। সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সময়োপযোগী এবং প্রাসঙ্গিক। এ যুদ্ধ বিশ্বজুড়ে যে সংকট তৈরি করেছে তা কমবেশি বাংলাদেশের মানুষকেও ভোগাচ্ছে। ফলে যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এক হয়ে কাজ করতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর