মিয়ানমার বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে হঠাৎ করে রোহিঙ্গা পুনর্বাসনের তোড়জোড় শুরু করলেও এ উদ্যোগের মধ্যে রয়েছে শুভংকরের ফাঁকি। মিয়ানমার থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের ভয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সেনা অভিযানের মুখে। অনেক টালবাহানার পর মিয়ানমার প্রাথমিক পর্যায়ে মাত্র দেড় হাজার রোহিঙ্গাকে নেওয়ার পাইলট প্রকল্প নিয়েছে। বিশ্ব সমাজের চাপ কমাতে তারা যে লোক দেখানো প্রকল্প নিয়েছে তাতে আগামী ৫০ বছরেও সব রোহিঙ্গার স্বদেশে ফেরা সম্ভব হবে না। মনে করা হচ্ছে, চলতি এপ্রিল মাসে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের শুনানিতে সুবিধাজনক অবস্থান পেতেই ‘লোক দেখানো তৎপরতা’ শুরু করেছে মিয়ানমারের সামরিক সরকার। সামরিক সরকারপন্থি গণমাধ্যমগুলোর খবর, মিয়ানমার সরকার আগামী মাসে বাংলাদেশ থেকে ১৫০০ রোহিঙ্গা ফেরত নেওয়ার পরিকল্পনা করছে। তাদের আবাসন ব্যবস্থার জন্য ১৫টি নতুন গ্রাম তৈরি করতে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে তারা। ৭৫০টি প্লটের ওপর গ্রামগুলো প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ-ফেরত রোহিঙ্গাদের প্রথমে দুই মাসের জন্য হ্লা ফো খাউং অন্তর্বর্তী শিবিরে রাখা হবে। এর আগে মংডু শহরের তাউং পিয়ো লেটওয়ে ও নাগার খু ইয়া শরণার্থী শিবিরে তাদের যাচাই করা হবে। পরে তাদের নতুন গ্রামে পাঠানো হবে। জান্তা সরকারের তথ্য উপমন্ত্রী মেজর জেনারেল জাও মিন তুন বলেছেন, একটি পাইলট কর্মসূচির আওতায় প্রত্যাবাসন কাজ চলবে। এপ্রিলের মাঝামাঝিই এটি শুরু হতে পারে। পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে আরও ৫ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার পরিকল্পনা রয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমারের কোনো আগ্রহ আছে কি না তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। এ ব্যাপারে যে প্রকল্প নেওয়া হয়েছে তা মোটেও সুনির্দিষ্ট নয়। সবচেয়ে বড় কথা, রোহিঙ্গারা এমন প্রত্যাবাসনে আস্থা রাখতে পারছে না। জাতিসংঘ এবং দাতা সংস্থাগুলোও মিয়ানমারের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান। আমাদের বিশ্বাস, সরকার মিয়ানমারের প্রত্যাবাসন প্রকল্পে সায় দিলেও তাদের উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকবে। অতি দ্রুত সব রোহিঙ্গা যাতে দেশে ফিরতে পারে সে ব্যাপারে চাপ অব্যাহত রাখতে হবে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
রোহিঙ্গা প্রত্যাবাসন
মিয়ানমারের আন্তরিকতাই প্রশ্নবিদ্ধ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর