বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
ইতিহাস

মরো লিবারেশন ফ্রন্ট

১৮৯৯ সালে আমেরিকা ফিলিপাইনের শক্তিশালী মুসলিম সালতানাত সুলু দ্বীপপুঞ্জে আক্রমণ করে। মরো মুসলিমরা এ আক্রমণের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। সে প্রতিরোধ আমেরিকার পক্ষে ভাঙা সম্ভব হয়নি। ১৮৯৯ সাল থেকে ১৯২১ সাল পর্যন্ত মরো মুসলিমদের ওপর আমেরিকানদের পুনঃপুন আক্রমণ অব্যাহত থাকে। যার ফলে ধীরে ধীরে মরো সালতানাত দুর্বল হতে থাকে, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায়নি। আমেরিকানরা পরবর্তীতে ফিলিপাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করার লক্ষ্যে কমনওয়েলথ স্টেটের মর্যাদা দেয় এবং ১৯৪৬ সালে স্বাধীন দেশের মর্যাদা দিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করে। যাওয়ার পূর্বমুহূর্তে সুলু দ্বীপপুঞ্জকে ফিলিপাইনের কাছে হস্তান্তর করে যায়। তারপরও মরো মুসলিমদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। তখন তাদের জন্য অপেক্ষা করছিল ফিলিপিনীয়দের রক্তচক্ষু। ইতিপূর্বে স্পেনীয় আর আমেরিকানরা মরো মুসলিমদের নিয়ে ফিলিপাইনের খ্রিস্টানদের মনে এক ধরনের হিংসার বীজ রোপণ করে দিতে সক্ষম হয়। খ্রিস্টানদের অস্ত্র সহায়তা এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয়। এতে খ্রিস্টানরা মরো মুসলিমদের ওপর আগ্রাসী তৎপরতা চালাতে থাকে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মরো মুসলিমরা তখন মরো লিবারেশন ফ্রন্ট এবং মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট নামের দুটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর