ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় আরও একধাপ অগ্রগতির আভাস পাওয়া গেল সে দেশের তথাকথিত সরকার এবং বিদ্রোহীদের মধ্যে বন্দিবিনিময়ের ঘটনায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দখলে আছে রাজধানী সানাসহ বিস্তীর্ণ এলাকা। আর সরকারের নিয়ন্ত্রণে আছে বন্দরনগরী এডেন ও ধারেকাছের কিছু অঞ্চল। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ধর্মবিশ্বাসের দিক থেকে ইসলামের শিয়া সম্প্রদায়ের। তাদের প্রতি আছে ইরানের সমর্থন। আর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের অর্থ ও অস্ত্রে পরিচালিত হচ্ছে সানা থেকে ক্ষমতাচ্যুত এবং এডেনে ঘাঁটি গেড়ে থাকা সুন্নিপন্থি ইয়েমেন সরকার। বলা যায়, সৌদি আরব এবং পশ্চিমা বিশ্বের সমর্থনে টিকে আছে সে দেশের তথাকথিত এডেনভিত্তিক সরকার। কয়েক বছর ধরে চলা এই গৃহযুদ্ধে হাজার হাজার শিশুর মৃত্যু হয়েছে অর্ধাহারে-অনাহারে। সৌদি সেনাবাহিনী এ যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়েও এ যাবৎ কোনো সফলতাই অর্জন করতে পারেনি। চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথ ধরে ইয়েমেন যুদ্ধ থেকে সরে আসার চেষ্টা করছে সৌদি আরব। শান্তি আলোচনায় অগ্রগতি হিসেবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ও সৌদি আরবের মধ্যে প্রথমবারের মতো বন্দিবিনিময় হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের মাধ্যমে শুক্রবার উভয়পক্ষের প্রায় ৯০০ বন্দিকে মুক্তি ও বিনিময় করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে প্রথম দুটি ফ্লাইট একযোগে সরকার-নিয়ন্ত্রিত শহর এডেনে ৩৫ জন এবং হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় ১২৫ জনকে নিয়ে অবতরণ করে। রেডক্রস বলেছে, আগামী কয়েক দিন ইয়েমেন ও সৌদি আরবের ছয়টি শহরে মুক্তিপ্রাপ্ত বন্দিদের নিয়ে যাওয়ার জন্য তাদের বিমানগুলো ব্যবহার করা হবে। ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলো গত মাসে সুইজারল্যান্ডে এক বৈঠকে ৮৮৭ বন্দির মুক্তির বিষয়ে রাজি হয়। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ দেশটির গৃহযুদ্ধ বন্ধ ও লাখ লাখ মানুষকে জিম্মি অবস্থা থেকে মুক্ত করবে। অনাহার ও অর্ধাহারের ইতি ঘটাবে বলে আশা করা যায়।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল