মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ট্রেন দুর্ঘটনা

দায়িত্বহীনদের সরিয়ে দিন

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনে রবিবার সন্ধ্যায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের ওপর ভুল সিগন্যালের কারণে যাত্রীবাহী ট্রেন চড়াও হলে অর্ধশতাধিক যাত্রী আহত হন। আহতের সবাই চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রী। যাত্রীরা যখন ইফতারে ব্যস্ত ঠিক সে মুহূর্তে ট্রেনটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের ওপর হামলে পড়লে দুর্ঘটনা অনিবার্য হয়ে দাঁড়ায়। ইফতারের সময় বিকট শব্দে দুই ট্রেনের সংঘর্ষে স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা লাফিয়ে নামতে গিয়ে অনেকে আহত হন। দুর্ঘটনার পর হাসানপুর রেলস্টেশনের মাস্টারসহ অন্যরা পালিয়ে যান। তাদের স্টেশনে খুঁজে পাওয়া যায়নি। হাসানপুর রেলস্টেশন মাস্টারের দায়িত্বে অবহেলায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন নির্দিষ্ট সময়ে ২ নম্বর লাইনে সিগন্যাল পয়েন্ট ঠিক করতে দেরি হওয়ায় স্টেশনে দাঁড়ানো মালবাহী ট্রেনের ওপর উঠে পড়ে। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। সোনার বাংলার একজন যাত্রীর ভাষ্য, ইফতার শেষ করার সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দ। মনে হলো আমরা আকাশে উঠে যাচ্ছি। পরে মানুষের চিৎকার কানে এলো। দেখলাম আমাদের ট্রেন অন্য ট্রেনের ওপরে উঠে গেছে। সারা দুনিয়ায় রেলপথে ভ্রমণকে সবচেয়ে নিরাপদ ভাবা হয়। আমাদের দেশে ব্যতিক্রম। একের পর এক ট্রেন দুর্ঘটনায় রেলপথে ভ্রমণে যাদের আগ্রহ তারা নিরাশ হচ্ছেন। ভুল সিগন্যালের কারণে রেলস্টেশনে অপেক্ষমাণ মালবাহী ট্রেনের ওপর যাত্রীবাহী ট্রেনের চড়াও হওয়ার ঘটনা রেল কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীন আচরণের একটি সাধারণ চিত্র বললেও অত্যুক্তি হবে না। আমরা আশা করব, দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। রেলভ্রমণ নিরাপদ করতে দুর্নীতিগ্রস্ত ও দায়িত্বহীন লোকজনকে সরিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগের কথা ভাবতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর