♦ সব কাজই নিয়তের ওপর নির্ভর করে, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়।
(সহিহ বুখারি : ০১-মুসলিম : ১৯০৭)
♦ মীজানের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে অধিক ভারী আর কিছুই নেই।
[সুনানে আবু দাউদ-৪৭৯৯]
♦ বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচাইতে নিকটবর্তী হয়।