পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন তার সমর্থকরা। সে দেশের নওয়াজ শরিফ পরিবারের কর্তৃত্বাধীন রাজনৈতিক দল মুসলিম লীগ এবং ভুট্টো পরিবারের প্রোপার্টি পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন সরকারের ভিত কেঁপে উঠেছে ভয়ংকরভাবে। ভূমিকম্প শুরু হয়েছে পুতুল সরকারের কোমরের সুতা যাদের হাতে বাঁধা পাকিস্তানের ক্ষমতার আসল নিয়ন্তা সেনানিবাসে থাকা সেনাপতিদের মধ্যেও। কারণ পাকিস্তানের ৭৬ বছরের ইতিহাসে এই প্রথমবার সাধারণ মানুষ পুতুল নাচের পুতুল নয়, কুশীলবদেরও তাদের টার্গেট বানিয়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডিতে তারা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পুলিশের গাড়িসহ বিপুলসংখ্যক গাড়িতে অগ্নিসংযোগ করেছে জনতা। পাকিস্তানের চার প্রদেশের তিনটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের ইতিহাস খাকি ও চক্রবক্র ভূতদের হাতে ক্ষমতা নিয়ন্ত্রিত হওয়ার ইতিহাস। জন্মই আজন্ম পাপ পঙ্ক্তির প্রকৃষ্ট উদাহরণ পাকিস্তান। দ্বিজাতিতত্ত্ব ফেরি করে ঔপনিবেশিক শাসকদের মদদে পাকিস্তান নামের কিম্ভূতকার রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন জিন্নাহ। জিন্নাহ মৃত্যুর আগে পাকিস্তান সৃষ্টির জন্য অনুতাপ করেছেন। রোগাক্রান্ত হয়ে তার মৃত্যু হলেও প্রায় বিনা চিকিৎসায় তিনি প্রাণ হারান। প্রাণ হারাতে হয়েছে প্রাসাদ ষড়যন্ত্রের হোতা লিয়াকত আলী খান, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, জেনারেল জিয়াউল হকসহ আরও অনেককে। পাকিস্তানের পৌনে এক শতাব্দীর ইতিহাসে সেনানিবাসের আওতামুক্ত কোনো সরকার গঠিত হয়নি। খাকি ও চক্রবক্র ভূতদের আশীর্বাদ ছাড়া কেউ ক্ষমতায় আসেননি। প্লেবয় ক্রিকেটার ইমরান খান এবং তার দলও এর ব্যতিক্রম নয়। তবে ইমরান ক্ষমতায় গিয়ে পুতুল হওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। নিজের পায়ের নিচে মাটি পাওয়ার জন্য জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই অপরাধেই চক্রবক্র ভূতদের রোষানলে পড়ে ক্ষমতা হারান তিনি। সেনাতন্ত্রের খপ্পর থেকে পাকিস্তান গণতন্ত্রের পথে এগিয়ে গেলে তা হবে সে দেশের জনগণের জন্য এক বড় অর্জন। দক্ষিণ এশিয়াও রক্ষা পাবে জঙ্গিবাদের থাবা থেকে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা