পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন তার সমর্থকরা। সে দেশের নওয়াজ শরিফ পরিবারের কর্তৃত্বাধীন রাজনৈতিক দল মুসলিম লীগ এবং ভুট্টো পরিবারের প্রোপার্টি পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন সরকারের ভিত কেঁপে উঠেছে ভয়ংকরভাবে। ভূমিকম্প শুরু হয়েছে পুতুল সরকারের কোমরের সুতা যাদের হাতে বাঁধা পাকিস্তানের ক্ষমতার আসল নিয়ন্তা সেনানিবাসে থাকা সেনাপতিদের মধ্যেও। কারণ পাকিস্তানের ৭৬ বছরের ইতিহাসে এই প্রথমবার সাধারণ মানুষ পুতুল নাচের পুতুল নয়, কুশীলবদেরও তাদের টার্গেট বানিয়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডিতে তারা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পুলিশের গাড়িসহ বিপুলসংখ্যক গাড়িতে অগ্নিসংযোগ করেছে জনতা। পাকিস্তানের চার প্রদেশের তিনটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের ইতিহাস খাকি ও চক্রবক্র ভূতদের হাতে ক্ষমতা নিয়ন্ত্রিত হওয়ার ইতিহাস। জন্মই আজন্ম পাপ পঙ্ক্তির প্রকৃষ্ট উদাহরণ পাকিস্তান। দ্বিজাতিতত্ত্ব ফেরি করে ঔপনিবেশিক শাসকদের মদদে পাকিস্তান নামের কিম্ভূতকার রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন জিন্নাহ। জিন্নাহ মৃত্যুর আগে পাকিস্তান সৃষ্টির জন্য অনুতাপ করেছেন। রোগাক্রান্ত হয়ে তার মৃত্যু হলেও প্রায় বিনা চিকিৎসায় তিনি প্রাণ হারান। প্রাণ হারাতে হয়েছে প্রাসাদ ষড়যন্ত্রের হোতা লিয়াকত আলী খান, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, জেনারেল জিয়াউল হকসহ আরও অনেককে। পাকিস্তানের পৌনে এক শতাব্দীর ইতিহাসে সেনানিবাসের আওতামুক্ত কোনো সরকার গঠিত হয়নি। খাকি ও চক্রবক্র ভূতদের আশীর্বাদ ছাড়া কেউ ক্ষমতায় আসেননি। প্লেবয় ক্রিকেটার ইমরান খান এবং তার দলও এর ব্যতিক্রম নয়। তবে ইমরান ক্ষমতায় গিয়ে পুতুল হওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। নিজের পায়ের নিচে মাটি পাওয়ার জন্য জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই অপরাধেই চক্রবক্র ভূতদের রোষানলে পড়ে ক্ষমতা হারান তিনি। সেনাতন্ত্রের খপ্পর থেকে পাকিস্তান গণতন্ত্রের পথে এগিয়ে গেলে তা হবে সে দেশের জনগণের জন্য এক বড় অর্জন। দক্ষিণ এশিয়াও রক্ষা পাবে জঙ্গিবাদের থাবা থেকে।
শিরোনাম
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
উত্তপ্ত পাকিস্তান
পুতুল নাচের কুশীলবরাও টার্গেটে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর