রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

টাইগারদের জয়

আইরিশ-বধে অভিনন্দন

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রাজকীয় জয় পেয়েছেন টাইগাররা। স্বাগতিক দল আয়ারল্যান্ডকে তারা হারিয়েছেন ৩ উইকেটে। আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ৩২০ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েও রক্ষা পাননি আইরিশরা। শুরুতে অধিনায়ক তামিম ইকবালকে অল্প রানে আউট করেন তারা। এরপর দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি সাকিব আল হাসান-লিটন দাসও। তাদের বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ভর করে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। এরপর মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যান টাইগাররা। চেমসফোর্ডে বৃষ্টির বাধায় ম্যাচ নেমে আসে ৪৫ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনিং জুটিকে হারিয়ে খানিকটা বিপাকে পড়ে আয়ারল্যান্ড। তবে তিনে নামা অ্যান্ডি বালবার্নিকে নিয়ে ঘুরে দাঁড়ান টেক্টর। বড় সংগ্রহের পথে এগিয়ে যান তারা। ৫৭ বলে ৪২ রান করে অ্যান্ডি ফিরলেও হাল ধরে থাকেন টেক্টর। লোরকান টাকার আর কার্টিস ক্যাম্ফার টেক্টরকে যোগ্য সঙ্গ দিতে না পারলেও ৭-এ নামা জর্জ ডকরেল টেক্টরের সঙ্গে হাল ধরেন। ৬৮ বলে ১১৫ রানের জুটি গড়েন তারা। ১১৩ বলে ১৪০ রান করে এবাদত হোসেনের শিকার হয়ে ফেরেন টেক্টর। আর ৪৭ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন ডকরেল। টাইগারদের পক্ষে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। বাকি ২টি উইকেট নেন তাজুল ও এবাদত। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল এবং লিটন দাস ও সাকিব আল হাসান যথাক্রমে ৭, ২১ ও ২৬ রানে আউট হলেও তা টাইগারদের মনে ভয় ঢোকাতে পারেনি। শান্ত অশান্ত হয়ে উঠেছিলেন আগ্রাসি মনোভাবে। ৯৩ বলে ১১৭ রান করে দলকে জেতার পথে নিয়ে যান তিনি। অভিজ্ঞ মুশফিক শেষ ওভারে ৩ বল থাকতেই দলের জয় নিশ্চিত করেন। বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড। দুই মাস আগে তাদের নিজ দেশে তুলাধুনা করেছেন টাইগাররা। ইংল্যান্ডে আয়ারল্যান্ডকে হারিয়ে তারা নিজেদের সামর্থ্যরে জানান দিয়েছেন। টাইগারদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর