সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের অঙ্গীকারের প্রেক্ষাপটে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এ ঘোষণাকে স্বাগত জানায়। একই দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে দেশের প্রধান তিন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। এ বৈঠকে সুষ্ঠু নির্বাচনের পক্ষে প্রধান তিন দলের দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে। মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরা হয়। বৈঠকে বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিনিধিরাও যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিকে স্বাগত জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের পক্ষে তিন প্রধান রাজনৈতিক দলের ঐকমত্যের দৃষ্টিভঙ্গি দেশের পরবর্তী নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না এমন অনভিপ্রেত বিতর্কে বাদ সেধেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রথম থেকেই বলে আসছে তাদের সাড়ে সাত দশকের ইতিহাস গণতন্ত্রের জন্য উৎসর্গিত। পক্ষান্তরে যারা তাদের বিরোধী ভূমিকায় অবতীর্ণ সেসব দেশের কোনো কোনোটির নাড়ি পোঁতা ক্যান্টনমেন্টে। ফলে সুষ্ঠু নির্বাচনে সরকার বদ্ধপরিকর। এটি নিশ্চিত করতে সব দলকে নির্বাচনে আসতে হবে। আওয়ামী লীগবিরোধীরা মনে করছে, মার্কিন ভিসানীতি নির্বাচনী কারচুপি রুখে দিতে সক্ষম হবে। নির্বাচন নিয়ে বিতর্ক যে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণœ রাখার বিষয়ে সংশয় সৃষ্টি করছিল সন্দেহ নেই। সংশয়ের ঘেরাটোপ থেকে রাজনৈতিক দলগুলো বেরিয়ে এলে তা হবে জাতির জন্য বড় অর্জন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল