মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

জাতিসংঘ শান্তিসেনা

সবার শীর্ষে বাংলাদেশ

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ এখন অনন্য উচ্চতায়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গত তিন বছর শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশের শান্তিসেনারা। শান্তির জন্য আত্মোৎসর্গকারীর তালিকায়ও এগিয়ে তারা। বাংলাদেশি সেনারা শান্তিরক্ষার মিশনে যেখানেই গেছেন সেবার মধ্য দিয়ে সে দেশের মানুষের হৃদয়রাজ্যে ঠাঁই পাওয়ার চেষ্টা করেছেন। বিশ্বের ১২২টি দেশের মধ্যে জাতিসংঘ বাহিনীতে রয়েছেন বাংলাদেশের ৭ হাজার ৪৩৬ জন শান্তিরক্ষী। এ সংখ্যা যে কোনো দেশের চেয়ে বেশি। বাংলাদেশ বিশ্বশান্তি রক্ষায় ৩৪ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে রয়েছেন ৬ হাজার ৯২৪ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য। বাকিরা ফরমড পুলিশ, মিশন এক্সপার্ট ও স্টাফ অফিসার। এর আগেও সামরিক ও পুলিশ শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ অনেক বছর শীর্ষ অবস্থান ধরে রাখে। জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ শীর্ষ অবস্থানে ছিল। এর আগে ও পরে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী প্রথম সারির দেশগুলোর তালিকায় নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। ৩৪ বছর ধরে ব্লু হেলমেট পরে আফ্রিকার সংঘাতপূর্ণ দেশসহ বিশ্বের ৪০টি দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। বর্তমানে সেন্ট্রাল আফ্রিকা, মালি, দক্ষিণ

সুদান, কঙ্গো, সাইপ্রাস, লেবাননসহ ১৪টি দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। বিশ্বশান্তি রক্ষায় এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১৪৪ জন সদস্য জীবন দিয়েছেন। ২৩ পুলিশ সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন শান্তির জন্য। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সেনারাই এখন জাতিসংঘের প্রথম পছন্দ। কারণ বাংলাদেশের শান্তিসেনারা বন্দুকের বদলে সম্প্রীতি দিয়ে শান্তি বিঘিœত এলাকার মানুষের মন জয় করার চেষ্টা করেন। ইতোমধ্যে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের শহীদ শান্তিসেনাদের জাতিসংঘ পদকে সম্মানিত করা হয়েছে। বাংলাদেশের শান্তিসেনারা দেশের জন্য বয়ে আনছেন মূল্যবান বৈদেশিক মুদ্রা। যে কোনো পরিবেশে দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা তারা অর্জন করছেন দেশ প্রতিরক্ষায় তার মূল্য ঢের বেশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর