আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পরামর্শ মানলে খেলাপি ঋণ কমার বদলে বাড়তে পারে এমন আশঙ্কায় ভুগছেন দেশের ব্যবসায়ীরা। দীর্ঘমেয়াদি ঋণ শ্রেণিকরণ হিসেবে তালিকা করার সময় ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করার আইএমএফ প্রেসক্রিপশন ইতোমধ্যে গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে খেলাপি ঋণ নিয়ে গভীর সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, ঋণ নিয়ে ব্যবসায়ীরা যখন ঋণপত্র খুলেছেন, তখন প্রতি ডলারের দাম ছিল ৮৫ টাকা। সেই এলসির অর্থ এখন প্রতি ডলারে ১০৮ টাকা পরিশোধ করতে হচ্ছে। পাশাপাশি করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে নাস্তানাবুদ হয়ে পড়েছেন বেশির ভাগ ব্যবসায়ী। এর সঙ্গে ব্যবসা-প্রতিষ্ঠান ও শিল্প-কারখানাগুলোর বিদ্যমান সংকট মোকাবিলায় অসহায় হয়ে পড়েছেন তারা। ওভারডিউ ঋণ শ্রেণিকরণের সময় ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করা হলে খেলাপি ঋণের পরিমাণ ব্যাপক বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। অনেক ক্ষেত্রে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হবে। হুমকিতে পড়বে বেসরকারি খাত। কভিডের কারণে ২০২০ সালে ব্যবসায়ীরা কোনো ধরনের ঋণ পরিশোধ না করেও খেলাপি থেকে মুক্তি পেয়েছিলেন। ২০২১ সালে ঋণের মাত্র ১৫ শতাংশ পরিশোধ করে তারা খেলাপি অবস্থা থেকে রেহাই পান। ২০২২ সালের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পরিশোধের এই বিশেষ ছাড় তুলে নেয়। এ প্রেক্ষাপটে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অপপ্রভাব প্রতিরোধে দেশের শীর্ষ ব্যবসায়ীরা ব্যবসা কার্যক্রম সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ পরিশোধে ছাড় দেওয়ার আবেদন জানান। সে আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের ঋণ পরিশোধে ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। এমনকি চলতি বছরও এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে ব্যবসায়ীদের ছাড় দিয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্যে যে সময় গভীর সংকট চলছে সে সময় ব্যবসার স্বার্থে দীর্ঘমেয়াদি ঋণ শ্রেণিকরণ তালিকাভুক্ত করার সময় কমানো হলে তা হবে ব্যবসায়ীদের সংকটের মুখে ঠেলে দেওয়ার শামিল। ব্যবসা-বাণিজ্যের ওপর দেশের সমৃদ্ধি নির্ভরশীল। কর্মসংস্থানের স্বার্থেও ব্যবসাবান্ধব নীতিকে উৎসাহ দান করা বাংলাদেশ ব্যাংক তথা সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। আইএমএফের শর্ত মানতে গিয়ে দেশের অর্থনীতিকে জিম্মি করলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।
শিরোনাম
                        - একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ নভেম্বর)
 - আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি
 - যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল
 - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 - চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
 - কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
 - মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
 - টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
 - জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
 - সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
 - টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
 - কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
 - নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
 - সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
 
দাতাদের পরামর্শ
ব্যবসা-বাণিজ্যে যেন বাধা হয়ে না দাঁড়ায়
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর