>> গোলাপ গাছে কাঁটা থাকে বলে আমরা অভিযোগ করতেই পারি; কিংবা কাঁটাওয়ালা গাছে গোলাপ জন্মে-এটা ভেবে আনন্দিতও হতে পারি।
>> প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক।
>> কষ্ট দিয়ে নয় বরং কাউকে ক্ষমতা দিয়ে দেখো তার আসল চরিত্র জানতে হলে।
>> “সংবিধানের কোনো কিছুতেই হস্তক্ষেপ করবেন না। এটি অবশ্যই বজায় রাখা উচিত, কারণ এটি আমাদের স্বাধীনতার একমাত্র রক্ষাকবচ।”