দেশের আদালতগুলোয় জুডিশিয়াল-নন জুডিশিয়াল স্ট্যাম্প ও কোর্ট ফি সংকটে ভোগান্তির মুখে বিচারপ্রার্থীরা। বিলম্বিত বিচার এমনিতেই দেশের বিচারব্যবস্থার ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। জুডিশিয়াল-নন জুডিশিয়াল স্ট্যাম্প ও কোর্ট ফি সংকট বিচারপ্রার্থীদের বাড়তি বিড়ম্বনায় ফেলছে। সংকটের কারণে অতিরিক্ত দামে স্ট্যাম্প কোর্ট ফি কিনতে হচ্ছে। অনেক সময় কোর্ট ফি না পেয়ে আদালতের অনুমতি নিয়ে মামলা দাখিল করছেন তারা। পরে কোর্ট ফি সংগ্রহ করে তা আদালতে জমা দিতে হচ্ছে। স্ট্যাম্প ভেন্ডারদের অভিযোগ, ব্যাংকে টাকা জমা দিয়ে দু-তিন মাসেও চাহিদা অনুযায়ী কোর্ট ফি-স্ট্যাম্প পাওয়া যাচ্ছে না। তাই অনেক সময় বাধ্য হয়েই অতিরিক্ত দামে বিক্রি করতে হচ্ছে। সংকট মোচনে বিশেষ ব্যবস্থায় জুডিশিয়াল স্ট্যাম্প ও কোর্ট ফি সরবরাহ করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আদালত প্রাঙ্গণে সাধারণত ভেন্ডার ব্যবসায়ীরাই কোর্ট ফি ও জুডিশিয়াল স্ট্যাম্প সরবরাহ করেন। বর্তমানে বাজারে ৪, ৫ ও ১০ টাকার কোর্ট ফির সংকট বেশি। এগুলো তেমন পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বেশি দামে। ১০ টাকার কোর্ট ফি নেওয়া হচ্ছে ১২ থেকে ১৫ টাকা। বড় বড় কোর্ট ফির চালান ব্যাংকে জমা দিতে গেলে ফিরে আসতে হচ্ছে। আর ১০০ টাকার স্ট্যাম্প ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক সময় বেশি টাকা দিয়েও স্ট্যাম্প ও কোর্ট ফি পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সংকটাপন্ন অবস্থার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় যেসব এলাকায় কোর্ট ফি ও স্ট্যাম্পের অভাব রয়েছে সেসব জায়গায় আপাতত এগুলো ছাড়াই মামলা গ্রহণ করা হচ্ছে। শুনানির সময় কোর্ট ফি ও রেভিনিউ স্ট্যাম্প দাখিল করা হবে, এ শর্তে ওই ছাড় দেওয়া হচ্ছে। স্ট্যাম্প ও কোর্ট ফির সংকটে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা নকল কোর্ট ফি ছাপিয়ে ব্যবসা করছিল। গত বছর সুপ্রিম কোর্টের উদ্যোগে সারা দেশের আদালতে নকল কোর্ট ফি ও স্ট্যাম্প শনাক্ত ডিভাইস বসানোর পর তা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। স্ট্যাম্প ও কোর্ট ফি সংকটের দ্রুত সমাধান হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি