দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে এবং ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে কাক্সিক্ষত ভোট উৎসব। তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এবার ভোট দেবেন ১১ কোটি ৯৭ লাখ ভোটার। ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে। প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনে সব রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিদ্যমান মতপার্থক্য নিরসনে তিনি রাজনৈতিক দলগুলোকে সংঘাত পরিহার করে সমাধানের পথ অন্বেষণে সনির্বন্ধ আবেদন জানিয়েছেন। বলেছেন, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য কাক্সিক্ষত অনুকূল রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু নির্বাচন প্রশ্নে, বিশেষ করে নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতির প্রশ্নে দীর্ঘ সময় ধরে দেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্বে মতভেদ পরিলক্ষিত হচ্ছে। বহুদলীয় রাজনীতিতে মতাদর্শগত বিভাজন থাকতেই পারে। কিন্তু মতভেদ থেকে সংঘাত ও সহিংতা হলে তা থেকে সৃষ্ট অস্থিতিশীলতা নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব বিস্তার করতে পারে। এ আশঙ্কার অবসানে সিইসি রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন প্রশ্নে মতৈক্য প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন। সংলাপের মাধ্যমে তা যে সম্ভব এমন আস্থাও রেখেছেন। নির্বাচন হলো দেশের মালিক মোক্তার জনগণের উৎসব। এ উৎসবের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে ন্যস্ত হবে তারা সে বিষয়ে ভোটাধিকার প্রয়োগ করে। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কারণে গত দুটি নির্বাচনে জনগণের উৎসব করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। সে অনুদার মনোভাব থেকে বেরিয়ে এসে শতভাগ সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সব পক্ষকে ভোটযুদ্ধে অংশ নেওয়ার সদিচ্ছা দেখাতে হবে। নির্বাচন বর্জনের অক্ষমতার বদলে জনগণের শক্তির প্রতিফলন ঘটাতে তাদের রায় মেনে নেওয়ার সাহস দেখাতে হবে।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
নির্বাচনি তফসিল
ভোট উৎসবে জেগে উঠুক দেশ
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর