তিস্তা সেচ প্রকল্পের সম্প্রসারিত অংশের কাজ ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না নানা জটিলতায়। ২০২২ সালের জানুয়ারিতে সম্প্রসারিত অংশের কাজ শুরু হয়। ২২ মাসের ব্যবধানে ১৫ থেকে ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রয়োজনীয় অর্থ না পাওয়ায় সময়মতো কাজ শেষ হবে না এবং সংশ্লিষ্ট এলাকায় এ বছরও সেচ মৌসুমে পানি স্বল্পতা থাকবে। স্মর্তব্য, তিস্তা সেচ প্রকল্পের পরিধি বাড়ানোর উদ্যোগ নেয় পানিসম্পদ মন্ত্রণালয়। ওই উদ্যোগের অংশ হিসেবে ২০২১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ’ প্রকল্প পাস হয়। প্রকল্প ব্যয় ধরা হয় ১ হাজার ৪৫২ কোটি ৩৩ লাখ টাকা। ২০২২ সালের জানুয়ারিতে কাজ শুরু হয়। কিন্তু পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রকল্প এলাকার ১ লাখ ১৬ হাজার হেক্টর জমিতে তৃণমূল পর্যায়ে সেচের পানি পৌঁছে দিতে ৭৫০ কিলোমিটার দীর্ঘ সেকেন্ডারি আর টারসিয়ারি সেচ ক্যানেল নির্মাণে বিশেষ এ প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি বছর অতিরিক্ত প্রায় ১০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হতো বলে মনে করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় কাজের গতি শ্লথ হয়ে পড়েছে। ফলে সেচ ক্যানেল এলাকার মানুষের স্বপ্ন ফিকে হতে বসেছে। তিস্তা ব্যারাজের মাধ্যমে ৮৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা থাকলেও সে লক্ষ্যমাত্রা কখনো পূরণ হয়নি। প্রতি বছর ২৫ থেকে ৩০ হাজার হেক্টর জমি সেচ সুবিধার বাইরে থাকছে। এমনিতেই পানির অভাবে শুষ্ক মৌসুমে তিস্তা সেচ প্রকল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। প্রকল্প এলাকায় সেচ দেওয়া নদীর প্রবাহমাত্রা ঠিক রাখতে দরকার ২০ হাজার কিউসেক পানি। এর মধ্যে সেচের জন্য দরকার ১৪ হাজার আর নদী রক্ষায় ৬ হাজার কিউসেক। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শুষ্ক মৌসুমে মাত্র ২ থেকে ৩ হাজার কিউসেক পানি পাওয়া যাচ্ছে। সেচ সুবিধা জিইয়ে রাখতে উজান থেকে পানি প্রত্যাহার নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
তিস্তা সেচ প্রকল্প
সম্প্রসারিত অংশের কাজ দ্রুত শেষ করুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর