তিস্তা সেচ প্রকল্পের সম্প্রসারিত অংশের কাজ ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না নানা জটিলতায়। ২০২২ সালের জানুয়ারিতে সম্প্রসারিত অংশের কাজ শুরু হয়। ২২ মাসের ব্যবধানে ১৫ থেকে ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রয়োজনীয় অর্থ না পাওয়ায় সময়মতো কাজ শেষ হবে না এবং সংশ্লিষ্ট এলাকায় এ বছরও সেচ মৌসুমে পানি স্বল্পতা থাকবে। স্মর্তব্য, তিস্তা সেচ প্রকল্পের পরিধি বাড়ানোর উদ্যোগ নেয় পানিসম্পদ মন্ত্রণালয়। ওই উদ্যোগের অংশ হিসেবে ২০২১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ’ প্রকল্প পাস হয়। প্রকল্প ব্যয় ধরা হয় ১ হাজার ৪৫২ কোটি ৩৩ লাখ টাকা। ২০২২ সালের জানুয়ারিতে কাজ শুরু হয়। কিন্তু পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রকল্প এলাকার ১ লাখ ১৬ হাজার হেক্টর জমিতে তৃণমূল পর্যায়ে সেচের পানি পৌঁছে দিতে ৭৫০ কিলোমিটার দীর্ঘ সেকেন্ডারি আর টারসিয়ারি সেচ ক্যানেল নির্মাণে বিশেষ এ প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি বছর অতিরিক্ত প্রায় ১০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হতো বলে মনে করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় কাজের গতি শ্লথ হয়ে পড়েছে। ফলে সেচ ক্যানেল এলাকার মানুষের স্বপ্ন ফিকে হতে বসেছে। তিস্তা ব্যারাজের মাধ্যমে ৮৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা থাকলেও সে লক্ষ্যমাত্রা কখনো পূরণ হয়নি। প্রতি বছর ২৫ থেকে ৩০ হাজার হেক্টর জমি সেচ সুবিধার বাইরে থাকছে। এমনিতেই পানির অভাবে শুষ্ক মৌসুমে তিস্তা সেচ প্রকল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। প্রকল্প এলাকায় সেচ দেওয়া নদীর প্রবাহমাত্রা ঠিক রাখতে দরকার ২০ হাজার কিউসেক পানি। এর মধ্যে সেচের জন্য দরকার ১৪ হাজার আর নদী রক্ষায় ৬ হাজার কিউসেক। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শুষ্ক মৌসুমে মাত্র ২ থেকে ৩ হাজার কিউসেক পানি পাওয়া যাচ্ছে। সেচ সুবিধা জিইয়ে রাখতে উজান থেকে পানি প্রত্যাহার নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
তিস্তা সেচ প্রকল্প
সম্প্রসারিত অংশের কাজ দ্রুত শেষ করুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর