রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেহাল অর্থনীতি

শৃঙ্খলা প্রতিষ্ঠায় সফল হতে হবে

দেশের অর্থনীতি বেহাল হয়ে উঠেছে বৈশ্বিক মন্দা, ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি ও ডলারের বিপরীতে টাকার দাম হ্রাস পাওয়ার কারণে। মাত্র এক বছরে দেশের রিজার্ভ কমেছে আশঙ্কাজনকভাবে। এ প্রতিকূলতা কাটিয়ে ওঠা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হতাশার মধ্যে আশার খবর মূল্যস্ফীতি কিছুটা হলেও কমতে শুরু করেছে। এ সাফল্যের পেছনে বাজারে নতুন সবজি ওঠার বিষয়টি ভূমিকা রেখেছে। গরুর মাংস, ব্রয়লার মুরগি এবং ডিমের দাম কমে যাওয়া স্বস্তি সৃষ্টি করেছে। আলু ও পিঁয়াজের দাম মাত্রা ছাড়া হলেও এক মাসের মধ্যে এ দুটি পণ্যের দাম সহনীয় হবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে চালের দাম কমলে মূল্যস্ফীতি সহনীয় হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে, এডিপি বাস্তবায়নে গতি আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রেমিট্যান্স ও রপ্তানি আয়ে গতি ফেরানো এবং মূল্যস্ফীতির চাপ কমিয়ে আনা এ মুহূর্তে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির চাপে সামগ্রিক অর্থনীতি চাপের মুখে। দুই বছর ধরে নানা চেষ্টায়ও অর্থনীতিতে গতি আসেনি। আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করেও ব্যয় কমানো যায়নি। আমদানি ব্যয় বাড়ার ফলে ডলার সংকটও বেড়েছে। ফলে রিজার্ভ নেমেছে ২০ বিলিয়নের ঘরে। অথচ এক বছর আগেও রিজার্ভ ছিল প্রায় ৩৪ বিলিয়ন ডলার। বর্তমানে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছুঁইছুঁই করছে। আর খাদ্যে মূল্যস্ফীতি ১২ শতাংশেরও বেশি। অর্থনীতির এ বেহাল দশা কাটাতে নতুন করে পরিকল্পনা করছে অর্থ বিভাগ। এ উদ্দেশে বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ সংশ্লিষ্টদের সঙ্গে সিরিজ বৈঠক করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ মুহূর্তে সরকার সংশ্লিষ্টরা দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার যেন অর্থনীতি পুনরুদ্ধারের কাজে হাত দিতে পারে- সে জন্য এখন থেকেই প্রস্তুতি চলছে। দেরিতে হলেও অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ একটি ইতিবাচক দিক। এ ব্যাপারে সফল হতে হলে খেলাপি ঋণের লাগাম কঠোর হাতে টেনে ধরতে হবে। বিদেশে অর্থ পাচারের সুযোগ বন্ধ করা দরকার। আর্থিক খাতকে নিয়ম মেনেই চালাতে হবে।

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর