টঙ্গীর বিশ্ব ইজতেমার আয়োজনকারী তাবলিগ জামাতের বিভক্তি এ জামাতের মর্যাদায় আঘাত হানছে। দাওয়াতি কার্যক্রমের বদলে যারা অন্তর্কোন্দলে লিপ্ত থাকাকে প্রাধান্য দিচ্ছেন, তাদের প্রতি সাধারণ মুসল্লিদের মনোভাবেও নেতিবাচক প্রভাব ফেলছে। আইনশৃঙ্খলার জন্যও তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে বিশ্ব ইজতেমার দুইপক্ষকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এ বিষয়ে মধ্যস্থতা করার জন্য ধর্মমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। স্মর্তব্য, এ বছরও তাবলিগ জামাতের দুই গ্রুপের উদ্যোগে আলাদা আলাদাভাবে ‘বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এক গ্রুপের উদ্যোগে ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং আরেক গ্রুপের উদ্যোগে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। তবে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভেদকামীরা সক্রিয় হয়ে উঠেছেন। গত রবিবার উত্তরায় সাদ পন্থিদের ওপর হামলা চালায় সাদ বিরোধীরা। এ হামলায় আহত এক মুসল্লিকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ব ইজতেমা দুই ভাগে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত সোমবার বিকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা-সংলগ্ন বাটাগেট রোডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আয়োজিত ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রথম পক্ষ তাদের ইজতেমা শেষে যাতে মাঠ বুঝিয়ে দেন সে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রথম পক্ষ যথাসময়ে মাঠ বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সংঘাত এড়ানোর জন্যও দুইপক্ষের প্রতিশ্রুতিবদ্ধ মনোভাব প্রকাশ পায় সভায়। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। বিশ্ব ইজতেমা দুনিয়াজুড়ে সে পরিচিতিকে সমৃদ্ধি করেছে। কিন্তু দাওয়াতি কার্যক্রমে বিভেদের দানব থাবা বিস্তার করায় তাবলিগ জামাতে যেমন বিভক্তি এসেছে; তেমনি বিভক্তি এসেছে বিশ্ব ইজতেমা আয়োজনেও। এ বিভক্তি বিভেদকামী শক্তি যারা ধর্মের নামে জঙ্গিবাদের অনুশীলনে ব্যস্ত- তাদেরই সুযোগ করে দিচ্ছে। সে প্রেক্ষাপটে তাবলিগ জামাতের ঐক্য প্রতিষ্ঠায় শীর্ষ মুরব্বিদের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটানো উচিত।
শিরোনাম
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
বিশ্ব ইজতেমা
বিভেদ নয় ঐক্যবদ্ধ হোন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর