টঙ্গীর বিশ্ব ইজতেমার আয়োজনকারী তাবলিগ জামাতের বিভক্তি এ জামাতের মর্যাদায় আঘাত হানছে। দাওয়াতি কার্যক্রমের বদলে যারা অন্তর্কোন্দলে লিপ্ত থাকাকে প্রাধান্য দিচ্ছেন, তাদের প্রতি সাধারণ মুসল্লিদের মনোভাবেও নেতিবাচক প্রভাব ফেলছে। আইনশৃঙ্খলার জন্যও তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে বিশ্ব ইজতেমার দুইপক্ষকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এ বিষয়ে মধ্যস্থতা করার জন্য ধর্মমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। স্মর্তব্য, এ বছরও তাবলিগ জামাতের দুই গ্রুপের উদ্যোগে আলাদা আলাদাভাবে ‘বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এক গ্রুপের উদ্যোগে ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং আরেক গ্রুপের উদ্যোগে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। তবে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভেদকামীরা সক্রিয় হয়ে উঠেছেন। গত রবিবার উত্তরায় সাদ পন্থিদের ওপর হামলা চালায় সাদ বিরোধীরা। এ হামলায় আহত এক মুসল্লিকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ব ইজতেমা দুই ভাগে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত সোমবার বিকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা-সংলগ্ন বাটাগেট রোডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আয়োজিত ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রথম পক্ষ তাদের ইজতেমা শেষে যাতে মাঠ বুঝিয়ে দেন সে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রথম পক্ষ যথাসময়ে মাঠ বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সংঘাত এড়ানোর জন্যও দুইপক্ষের প্রতিশ্রুতিবদ্ধ মনোভাব প্রকাশ পায় সভায়। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। বিশ্ব ইজতেমা দুনিয়াজুড়ে সে পরিচিতিকে সমৃদ্ধি করেছে। কিন্তু দাওয়াতি কার্যক্রমে বিভেদের দানব থাবা বিস্তার করায় তাবলিগ জামাতে যেমন বিভক্তি এসেছে; তেমনি বিভক্তি এসেছে বিশ্ব ইজতেমা আয়োজনেও। এ বিভক্তি বিভেদকামী শক্তি যারা ধর্মের নামে জঙ্গিবাদের অনুশীলনে ব্যস্ত- তাদেরই সুযোগ করে দিচ্ছে। সে প্রেক্ষাপটে তাবলিগ জামাতের ঐক্য প্রতিষ্ঠায় শীর্ষ মুরব্বিদের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটানো উচিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ