বাংলাদেশে হার্ট অ্যাটাকে প্রতি বছর মারা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। উদ্বেগ বেড়েছে শিশুমৃত্যুর হারে। বাংলাদেশ বিশ্ববাসীর কাছে গর্ব করত স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে শিশুমৃত্যুর হার বাংলাদেশে কম। ভারত পাকিস্তানের জন্যও বাংলাদেশের সাফল্য ছিল ঈর্ষার। কিন্তু করোনাঘাতের পর সে ক্ষেত্রে নেতিবাচক পরিবর্তন ঘটছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে মৃত্যুর শীর্ষ যে ১০টি কারণ দেখানো হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় ‘হার্ট অ্যাটাকে’। অন্য কারণগুলো হলো-মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন স্ট্রোক, শ্বাসতন্ত্রের রোগ, যকৃতের ক্যান্সার, অ্যাজমা, সাধারণ জ্বর, উচ্চরক্তচাপ, নিউমোনিয়া, হৃদরোগ ও ডায়াবেটিস। ২৪ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে হার্ট অ্যাটাকে প্রতি ১ হাজারে ১ দশমিক শূন্য ২ জন মারা গেছেন, ২০২২ সালেও ১ দশমিক শূন্য ২ জন মারা গেছেন, ২০২১ সালে এ সংখ্যা ছিল ১ দশমিক শূন্য ৩। বিবিএস বলছে, ২০২২ সালে দেশে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ছিল হাজারে ২৫ জন, যা ২০২৩ সালে বেড়ে হয়েছে ২৭। পাঁচ বছর আগে এ সংখ্যা ছিল ২১। অন্যদিকে এক মাসের কম বয়সী নবজাতকের মৃত্যুহার হঠাৎ বেড়ে গেছে। প্রতি ১ হাজার জীবিত নবজাতকের মধ্যে ২০ জন মারা যায়। ২০২২ সালে এই সংখ্যা ছিল ১৬। পাঁচ বছর আগে ছিল ১৫। এ ছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার প্রতি হাজারে ৩৩ জন। ২০২২ সালে ছিল ৩১ জন। পাঁচ বছর আগে ছিল আরও কম, ২৮ জন। বিশেষজ্ঞদের মতে, দেশে অসংক্রামক রোগে মৃত্যু বাড়ছে। এসব রোগ প্রতিরোধযোগ্য। এসব রোগে মৃত্যু কমিয়ে আনতে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা নেই। গ্রামে কমিউনিটি ক্লিনিক থাকলেও সেখানে জনবল সংকট। প্রাথমিক স্বাস্থ্যসেবা মানে শুধু ওষুধ কিংবা টিকা দেওয়া নয়, আরও অনেক ধরনের সেবা অন্তর্ভুক্ত। শিশুদের পুষ্টি, গর্ভবতী নারীদের বিভিন্ন পরামর্শ প্রয়োজন হয়। সামাজিক সুরক্ষার আওতায় থাকা ৩-৪ কোটি মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনা গেলে ইতিবাচক পরিবর্তন আসবে। শিশুমৃত্যুর হার রোধে শিশুর মায়ের পুষ্টি ও পরিচর্যায় যত্নবান হতে হবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
হার্ট অ্যাটাক ও শিশুমৃত্যু
উদ্বেগ থামাতে স্বাস্থ্যসেবা বাড়াতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর