স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছিল ১১ জেলার বিস্তীর্ণ এলাকা। অর্ধশতাধিক প্রাণহানির পাশাপাশি প্রায় কোটি মানুষের দুঃসহ কষ্টের কারণ হয় এই হঠাৎ বন্যা। খেতের ফসল, ঘরবাড়ি-স্থাপনার কী বিপুল ক্ষতি হয়েছে ক্রমান্বয়ে তা স্পষ্ট হচ্ছে বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যাওয়ার পর। দেখা যাচ্ছে, নিজের উঠোন, চেনা জনপদের দৃশ্যপট পাল্টে গেছে; চেনার উপায় নেই। মৃত পশু-প্রাণীর উৎকট দুর্গন্ধে দুর্বিষহ পরিবেশ। বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছেন বন্যার্তরা। শিশু-বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারীরা রয়েছেন বিশেষ ঝুঁকির মুখে। খাদ্য, পানীয়, স্বাস্থ্যসেবার প্রাথমিক উপকরণ নিয়ে এদের পাশে দাঁড়ানো জরুরি। অনেক স্থানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রুত এটা হওয়া দরকার। না হলে বন্যা-উত্তর কৃষি কার্যক্রম, শিল্পোৎপাদন, ব্যবসা-বাণিজ্যে গতি ফেরানো সম্ভব হবে না। বন্যাদুর্গত মানুষ যেন ভিটায় ফিরে ঘর-গেরস্থালি গুছিয়ে নিতে পারেন, সে সহযোগিতা দিতে হবে। কৃষি পুনর্বাসনে প্রয়োজনীয় সার-বীজের জোগান নিশ্চিত করা আবশ্যক। গ্রামীণ জনপদের ক্ষতিগ্রস্ত পোলট্রি-ডেইরিসহ ছোট বড় কলকারখানা যেন পূর্ণোদ্যমে উৎপাদন শুরু করতে পারে- তার উপযোগী প্রণোদনার ব্যবস্থা করা প্রশাসনের অগ্রাধিকারভিত্তিক কাজ হওয়া উচিত। এ কল্যাণ-কর্মকাণ্ড গতিশীলভাবে এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়াতে হবে সব শ্রেণিপেশার মানুষকে। বিত্তবানদের দায়িত্ব কর্তব্য স্বভাবতই বেশি। সবার সাহায্য-সহযোগিতার সুষ্ঠু ও সুশৃঙ্খল বিতরণের মাধ্যমে আশা করি বানভাসি লাখ লাখ মানুষ স্বাভাবিক জীবনপ্রবাহে ফিরে আসার পাথেয় লাভ করবেন। বন্যা অনেক প্রাণ ও প্রাণীর জীবন কেড়ে নিয়েছে, শস্য-সম্পদের ব্যাপক ক্ষতি করেছে- এটা কঠিন বাস্তবতা। তবে এটাও সত্য যে, বন্যার পানি বিস্তীর্ণ জমিনে মোটা পলির পরতও রেখে যাচ্ছে। এ পলির উর্বরতা কাজে লাগিয়ে মাঠে মাঠে ফলাতে হবে অধিক ফসল। মাথা তুলে দাঁড়াতে হবে চরম ক্ষতিগ্রস্ত কৃষি খাতকে। ঘুরে দাঁড়াতে হবে দ্রুত।
শিরোনাম
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন