স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছিল ১১ জেলার বিস্তীর্ণ এলাকা। অর্ধশতাধিক প্রাণহানির পাশাপাশি প্রায় কোটি মানুষের দুঃসহ কষ্টের কারণ হয় এই হঠাৎ বন্যা। খেতের ফসল, ঘরবাড়ি-স্থাপনার কী বিপুল ক্ষতি হয়েছে ক্রমান্বয়ে তা স্পষ্ট হচ্ছে বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যাওয়ার পর। দেখা যাচ্ছে, নিজের উঠোন, চেনা জনপদের দৃশ্যপট পাল্টে গেছে; চেনার উপায় নেই। মৃত পশু-প্রাণীর উৎকট দুর্গন্ধে দুর্বিষহ পরিবেশ। বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছেন বন্যার্তরা। শিশু-বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারীরা রয়েছেন বিশেষ ঝুঁকির মুখে। খাদ্য, পানীয়, স্বাস্থ্যসেবার প্রাথমিক উপকরণ নিয়ে এদের পাশে দাঁড়ানো জরুরি। অনেক স্থানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রুত এটা হওয়া দরকার। না হলে বন্যা-উত্তর কৃষি কার্যক্রম, শিল্পোৎপাদন, ব্যবসা-বাণিজ্যে গতি ফেরানো সম্ভব হবে না। বন্যাদুর্গত মানুষ যেন ভিটায় ফিরে ঘর-গেরস্থালি গুছিয়ে নিতে পারেন, সে সহযোগিতা দিতে হবে। কৃষি পুনর্বাসনে প্রয়োজনীয় সার-বীজের জোগান নিশ্চিত করা আবশ্যক। গ্রামীণ জনপদের ক্ষতিগ্রস্ত পোলট্রি-ডেইরিসহ ছোট বড় কলকারখানা যেন পূর্ণোদ্যমে উৎপাদন শুরু করতে পারে- তার উপযোগী প্রণোদনার ব্যবস্থা করা প্রশাসনের অগ্রাধিকারভিত্তিক কাজ হওয়া উচিত। এ কল্যাণ-কর্মকাণ্ড গতিশীলভাবে এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়াতে হবে সব শ্রেণিপেশার মানুষকে। বিত্তবানদের দায়িত্ব কর্তব্য স্বভাবতই বেশি। সবার সাহায্য-সহযোগিতার সুষ্ঠু ও সুশৃঙ্খল বিতরণের মাধ্যমে আশা করি বানভাসি লাখ লাখ মানুষ স্বাভাবিক জীবনপ্রবাহে ফিরে আসার পাথেয় লাভ করবেন। বন্যা অনেক প্রাণ ও প্রাণীর জীবন কেড়ে নিয়েছে, শস্য-সম্পদের ব্যাপক ক্ষতি করেছে- এটা কঠিন বাস্তবতা। তবে এটাও সত্য যে, বন্যার পানি বিস্তীর্ণ জমিনে মোটা পলির পরতও রেখে যাচ্ছে। এ পলির উর্বরতা কাজে লাগিয়ে মাঠে মাঠে ফলাতে হবে অধিক ফসল। মাথা তুলে দাঁড়াতে হবে চরম ক্ষতিগ্রস্ত কৃষি খাতকে। ঘুরে দাঁড়াতে হবে দ্রুত।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
বন্যার ক্ষত
ঘুরে দাঁড়াতে হবে দ্রুত
Not defined
প্রিন্ট ভার্সন
