চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাই কোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই ঐতিহাসিক রায় দিয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউেেত আওয়ামী লীগের সমাবেশে সংঘটিত গ্রেনেড হামলা ইতিহাসের এক কলঙ্কিত ঘটনা। এতে আওয়ামী লীগ সভাপতি ও সংসদে বিরোধী দলের তৎকালীন নেতা শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে যান। পৈশাচিক এই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন তিন শতাধিক নেতা-কর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। তদন্ত শেষে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১১ জুন দেওয়া অভিযোগপত্রে বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিন, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনকে আসামি করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনের পর অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। দুই বছর তদন্তের পর ২০১১ সালের ৩ জুলাই ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। এর ফলে এ মামলায় মোট আসামির সংখ্যা হয় ৫২। যাঁদের মধ্যে অন্য মামলায় তিনজনের ফাঁসি এবং একজন কারাগারে মারা যান। বাকি ৪৮ জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। কারণ গ্রেনেড হামলার সঙ্গে তাঁদের জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ বাদীপক্ষ হাজির করতে পারেনি। স্মর্তব্য, অপরাধের গুরুত্ব ও নৃশংসতা যত ভয়াবহ হোক না কেন কাউকে অভিযুক্ত করতে হলে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ থাকতে হয়। আদালতের দৃষ্টিতে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালত যে প্রক্রিয়ায় বিচার করেছেন, সেটিই ছিল অবৈধ। ২১ আগস্টের পৈশাচিক হামলা অবশ্যই নিন্দাযোগ্য। তবে বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে মামলার সম্পূরক অভিযোগপত্রের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার যে প্রয়াস চলে, তা ছিল দুঃখজনক। মূল অপরাধীদের পাশ কাটিয়ে রাজনৈতিক জিঘাংসা পূরণ যে গ্রহণযোগ্য নয়, আদালতের রায়ে তা প্রমাণিত হলো।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ