চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাই কোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই ঐতিহাসিক রায় দিয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউেেত আওয়ামী লীগের সমাবেশে সংঘটিত গ্রেনেড হামলা ইতিহাসের এক কলঙ্কিত ঘটনা। এতে আওয়ামী লীগ সভাপতি ও সংসদে বিরোধী দলের তৎকালীন নেতা শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে যান। পৈশাচিক এই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন তিন শতাধিক নেতা-কর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। তদন্ত শেষে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১১ জুন দেওয়া অভিযোগপত্রে বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিন, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনকে আসামি করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনের পর অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। দুই বছর তদন্তের পর ২০১১ সালের ৩ জুলাই ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। এর ফলে এ মামলায় মোট আসামির সংখ্যা হয় ৫২। যাঁদের মধ্যে অন্য মামলায় তিনজনের ফাঁসি এবং একজন কারাগারে মারা যান। বাকি ৪৮ জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। কারণ গ্রেনেড হামলার সঙ্গে তাঁদের জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ বাদীপক্ষ হাজির করতে পারেনি। স্মর্তব্য, অপরাধের গুরুত্ব ও নৃশংসতা যত ভয়াবহ হোক না কেন কাউকে অভিযুক্ত করতে হলে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ থাকতে হয়। আদালতের দৃষ্টিতে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালত যে প্রক্রিয়ায় বিচার করেছেন, সেটিই ছিল অবৈধ। ২১ আগস্টের পৈশাচিক হামলা অবশ্যই নিন্দাযোগ্য। তবে বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে মামলার সম্পূরক অভিযোগপত্রের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার যে প্রয়াস চলে, তা ছিল দুঃখজনক। মূল অপরাধীদের পাশ কাটিয়ে রাজনৈতিক জিঘাংসা পূরণ যে গ্রহণযোগ্য নয়, আদালতের রায়ে তা প্রমাণিত হলো।
শিরোনাম
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
২১ আগস্ট ট্র্যাজেডি
রাজনৈতিক জিঘাংসা গ্রহণযোগ্য নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
২৩ মিনিট আগে | কর্পোরেট কর্নার
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান
৩২ মিনিট আগে | জাতীয়