পতিত স্বৈরশাসনের দেড় দশকে দুর্নীতি-দুঃশাসন, অর্থ পাচার, ঘুষ-আত্মসাৎ-লুটপাটের যে ভয়াবহ তথ্য প্রকাশ পেয়েছে, তা দুর্ভাগ্যজনক। শ্বেতপত্রের খসড়া আর গণশুনানির রায়ে দেখা যাচ্ছে, দুর্নীতির শীর্ষে আমলারা। যাঁরা শিক্ষাদীক্ষার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ, দেশবিদেশে উন্নত প্রশিক্ষণে সমৃদ্ধ এবং রাষ্ট্রীয় মর্যাদা, সুযোগসুবিধা ও নিরাপত্তাপ্রাপ্ত সুবিধাভোগী শ্রেণি। এঁরাই বড় চোর হয়ে গেলে তা লজ্জাজনক। দুর্নীতিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান রাজনীতিবিদদের। এটা জনগণের গা-সওয়া। দীর্ঘদিন ধরেই নষ্ট রাজনীতির দুষ্টচক্র অপরাধ-দুর্নীতির হাতিয়ারে পরিণত করেছে রাজনীতিকে। সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংক খাতে। মালিকরাই চুরি ও পাচার করেছেন গ্রাহকের আমানত। মোটাদাগে চুরি-জোচ্চুরি হয়েছে অবকাঠামো প্রকল্পে। সেখানে ৪০ শতাংশ পর্যন্ত অপচয়-লুটপাট হয়েছে। রয়েছে সম্পদ বণ্টনে চরম অসমতা। ১০ শতাংশ মানুষ ভোগ করেছে ৮৫ শতাংশ সম্পদ। আওয়ামী লীগের শাসনামলে পাচার হয়েছে ১৮ লাখ কোটি টাকা। প্রতি বছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি। যা জিডিপির প্রায় ৩ শতাংশ। প্রকল্প থেকে লুটপাট পৌনে ৩ লাখ কোটি। শেয়ারবাজার থেকে আত্মসাৎ ১ লাখ কোটি টাকা। তথ্যপ্রযুক্তি ও জ্বালানিতে ব্যাপক দুর্নীতি। রাজনৈতিক নেতারা ঘুষ নিয়েছেন প্রায় দেড় লাখ কোটি টাকা। আমলারা ১ লাখ কোটি। পাচারের টাকায় দুবাইয়ে বাংলাদেশিদের পাঁচ শতাধিক বিলাসী ভবন। মালয়েশিয়ার সেকেন্ড হোমে সাড়ে তিন হাজারের বেশি আলিশান আবাসন। সুশীল সমাজে খেদের সঙ্গে উচ্চারিত হচ্ছে- বিগত সরকারের সময় চামচাতন্ত্র আগ্রাসি হয়ে চোরতন্ত্র কয়েম করেছিল। আইনসভা, নির্বাহী বিভাগ সবই গোষ্ঠীভুক্ত হয়ে চোরচক্রে যুক্ত হয়েছিল। রাজনীতিক, আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক-বিমা-পুঁজিবাজার, ব্যবসাবাণিজ্য একাকার হয়ে গিয়েছিল সর্বব্যাপী সর্বগ্রাসী অপকর্মে। অনৈতিকতার মহামারি দেখা দিয়েছিল করোনার চেয়ে বিধ্বংসী আকারে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি চোর ও চুরির বর্ণনা দিয়েছে; এখন চোর ধরা ও ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যাদের, তারা সে দায়িত্ব কঠোরভাবে পালন করুক। পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, নীতি সংস্কার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিতকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দরকার।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
লুটপাটের ভয়ংকর চিত্র
চোরচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর