পতিত স্বৈরশাসনের দেড় দশকে দুর্নীতি-দুঃশাসন, অর্থ পাচার, ঘুষ-আত্মসাৎ-লুটপাটের যে ভয়াবহ তথ্য প্রকাশ পেয়েছে, তা দুর্ভাগ্যজনক। শ্বেতপত্রের খসড়া আর গণশুনানির রায়ে দেখা যাচ্ছে, দুর্নীতির শীর্ষে আমলারা। যাঁরা শিক্ষাদীক্ষার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ, দেশবিদেশে উন্নত প্রশিক্ষণে সমৃদ্ধ এবং রাষ্ট্রীয় মর্যাদা, সুযোগসুবিধা ও নিরাপত্তাপ্রাপ্ত সুবিধাভোগী শ্রেণি। এঁরাই বড় চোর হয়ে গেলে তা লজ্জাজনক। দুর্নীতিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান রাজনীতিবিদদের। এটা জনগণের গা-সওয়া। দীর্ঘদিন ধরেই নষ্ট রাজনীতির দুষ্টচক্র অপরাধ-দুর্নীতির হাতিয়ারে পরিণত করেছে রাজনীতিকে। সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংক খাতে। মালিকরাই চুরি ও পাচার করেছেন গ্রাহকের আমানত। মোটাদাগে চুরি-জোচ্চুরি হয়েছে অবকাঠামো প্রকল্পে। সেখানে ৪০ শতাংশ পর্যন্ত অপচয়-লুটপাট হয়েছে। রয়েছে সম্পদ বণ্টনে চরম অসমতা। ১০ শতাংশ মানুষ ভোগ করেছে ৮৫ শতাংশ সম্পদ। আওয়ামী লীগের শাসনামলে পাচার হয়েছে ১৮ লাখ কোটি টাকা। প্রতি বছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি। যা জিডিপির প্রায় ৩ শতাংশ। প্রকল্প থেকে লুটপাট পৌনে ৩ লাখ কোটি। শেয়ারবাজার থেকে আত্মসাৎ ১ লাখ কোটি টাকা। তথ্যপ্রযুক্তি ও জ্বালানিতে ব্যাপক দুর্নীতি। রাজনৈতিক নেতারা ঘুষ নিয়েছেন প্রায় দেড় লাখ কোটি টাকা। আমলারা ১ লাখ কোটি। পাচারের টাকায় দুবাইয়ে বাংলাদেশিদের পাঁচ শতাধিক বিলাসী ভবন। মালয়েশিয়ার সেকেন্ড হোমে সাড়ে তিন হাজারের বেশি আলিশান আবাসন। সুশীল সমাজে খেদের সঙ্গে উচ্চারিত হচ্ছে- বিগত সরকারের সময় চামচাতন্ত্র আগ্রাসি হয়ে চোরতন্ত্র কয়েম করেছিল। আইনসভা, নির্বাহী বিভাগ সবই গোষ্ঠীভুক্ত হয়ে চোরচক্রে যুক্ত হয়েছিল। রাজনীতিক, আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক-বিমা-পুঁজিবাজার, ব্যবসাবাণিজ্য একাকার হয়ে গিয়েছিল সর্বব্যাপী সর্বগ্রাসী অপকর্মে। অনৈতিকতার মহামারি দেখা দিয়েছিল করোনার চেয়ে বিধ্বংসী আকারে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি চোর ও চুরির বর্ণনা দিয়েছে; এখন চোর ধরা ও ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যাদের, তারা সে দায়িত্ব কঠোরভাবে পালন করুক। পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, নীতি সংস্কার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিতকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দরকার।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
লুটপাটের ভয়ংকর চিত্র
চোরচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর