পতিত স্বৈরশাসনের দেড় দশকে দুর্নীতি-দুঃশাসন, অর্থ পাচার, ঘুষ-আত্মসাৎ-লুটপাটের যে ভয়াবহ তথ্য প্রকাশ পেয়েছে, তা দুর্ভাগ্যজনক। শ্বেতপত্রের খসড়া আর গণশুনানির রায়ে দেখা যাচ্ছে, দুর্নীতির শীর্ষে আমলারা। যাঁরা শিক্ষাদীক্ষার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ, দেশবিদেশে উন্নত প্রশিক্ষণে সমৃদ্ধ এবং রাষ্ট্রীয় মর্যাদা, সুযোগসুবিধা ও নিরাপত্তাপ্রাপ্ত সুবিধাভোগী শ্রেণি। এঁরাই বড় চোর হয়ে গেলে তা লজ্জাজনক। দুর্নীতিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান রাজনীতিবিদদের। এটা জনগণের গা-সওয়া। দীর্ঘদিন ধরেই নষ্ট রাজনীতির দুষ্টচক্র অপরাধ-দুর্নীতির হাতিয়ারে পরিণত করেছে রাজনীতিকে। সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংক খাতে। মালিকরাই চুরি ও পাচার করেছেন গ্রাহকের আমানত। মোটাদাগে চুরি-জোচ্চুরি হয়েছে অবকাঠামো প্রকল্পে। সেখানে ৪০ শতাংশ পর্যন্ত অপচয়-লুটপাট হয়েছে। রয়েছে সম্পদ বণ্টনে চরম অসমতা। ১০ শতাংশ মানুষ ভোগ করেছে ৮৫ শতাংশ সম্পদ। আওয়ামী লীগের শাসনামলে পাচার হয়েছে ১৮ লাখ কোটি টাকা। প্রতি বছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি। যা জিডিপির প্রায় ৩ শতাংশ। প্রকল্প থেকে লুটপাট পৌনে ৩ লাখ কোটি। শেয়ারবাজার থেকে আত্মসাৎ ১ লাখ কোটি টাকা। তথ্যপ্রযুক্তি ও জ্বালানিতে ব্যাপক দুর্নীতি। রাজনৈতিক নেতারা ঘুষ নিয়েছেন প্রায় দেড় লাখ কোটি টাকা। আমলারা ১ লাখ কোটি। পাচারের টাকায় দুবাইয়ে বাংলাদেশিদের পাঁচ শতাধিক বিলাসী ভবন। মালয়েশিয়ার সেকেন্ড হোমে সাড়ে তিন হাজারের বেশি আলিশান আবাসন। সুশীল সমাজে খেদের সঙ্গে উচ্চারিত হচ্ছে- বিগত সরকারের সময় চামচাতন্ত্র আগ্রাসি হয়ে চোরতন্ত্র কয়েম করেছিল। আইনসভা, নির্বাহী বিভাগ সবই গোষ্ঠীভুক্ত হয়ে চোরচক্রে যুক্ত হয়েছিল। রাজনীতিক, আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক-বিমা-পুঁজিবাজার, ব্যবসাবাণিজ্য একাকার হয়ে গিয়েছিল সর্বব্যাপী সর্বগ্রাসী অপকর্মে। অনৈতিকতার মহামারি দেখা দিয়েছিল করোনার চেয়ে বিধ্বংসী আকারে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি চোর ও চুরির বর্ণনা দিয়েছে; এখন চোর ধরা ও ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যাদের, তারা সে দায়িত্ব কঠোরভাবে পালন করুক। পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, নীতি সংস্কার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিতকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দরকার।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল