পতিত স্বৈরশাসনের দেড় দশকে দুর্নীতি-দুঃশাসন, অর্থ পাচার, ঘুষ-আত্মসাৎ-লুটপাটের যে ভয়াবহ তথ্য প্রকাশ পেয়েছে, তা দুর্ভাগ্যজনক। শ্বেতপত্রের খসড়া আর গণশুনানির রায়ে দেখা যাচ্ছে, দুর্নীতির শীর্ষে আমলারা। যাঁরা শিক্ষাদীক্ষার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ, দেশবিদেশে উন্নত প্রশিক্ষণে সমৃদ্ধ এবং রাষ্ট্রীয় মর্যাদা, সুযোগসুবিধা ও নিরাপত্তাপ্রাপ্ত সুবিধাভোগী শ্রেণি। এঁরাই বড় চোর হয়ে গেলে তা লজ্জাজনক। দুর্নীতিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান রাজনীতিবিদদের। এটা জনগণের গা-সওয়া। দীর্ঘদিন ধরেই নষ্ট রাজনীতির দুষ্টচক্র অপরাধ-দুর্নীতির হাতিয়ারে পরিণত করেছে রাজনীতিকে। সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংক খাতে। মালিকরাই চুরি ও পাচার করেছেন গ্রাহকের আমানত। মোটাদাগে চুরি-জোচ্চুরি হয়েছে অবকাঠামো প্রকল্পে। সেখানে ৪০ শতাংশ পর্যন্ত অপচয়-লুটপাট হয়েছে। রয়েছে সম্পদ বণ্টনে চরম অসমতা। ১০ শতাংশ মানুষ ভোগ করেছে ৮৫ শতাংশ সম্পদ। আওয়ামী লীগের শাসনামলে পাচার হয়েছে ১৮ লাখ কোটি টাকা। প্রতি বছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি। যা জিডিপির প্রায় ৩ শতাংশ। প্রকল্প থেকে লুটপাট পৌনে ৩ লাখ কোটি। শেয়ারবাজার থেকে আত্মসাৎ ১ লাখ কোটি টাকা। তথ্যপ্রযুক্তি ও জ্বালানিতে ব্যাপক দুর্নীতি। রাজনৈতিক নেতারা ঘুষ নিয়েছেন প্রায় দেড় লাখ কোটি টাকা। আমলারা ১ লাখ কোটি। পাচারের টাকায় দুবাইয়ে বাংলাদেশিদের পাঁচ শতাধিক বিলাসী ভবন। মালয়েশিয়ার সেকেন্ড হোমে সাড়ে তিন হাজারের বেশি আলিশান আবাসন। সুশীল সমাজে খেদের সঙ্গে উচ্চারিত হচ্ছে- বিগত সরকারের সময় চামচাতন্ত্র আগ্রাসি হয়ে চোরতন্ত্র কয়েম করেছিল। আইনসভা, নির্বাহী বিভাগ সবই গোষ্ঠীভুক্ত হয়ে চোরচক্রে যুক্ত হয়েছিল। রাজনীতিক, আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক-বিমা-পুঁজিবাজার, ব্যবসাবাণিজ্য একাকার হয়ে গিয়েছিল সর্বব্যাপী সর্বগ্রাসী অপকর্মে। অনৈতিকতার মহামারি দেখা দিয়েছিল করোনার চেয়ে বিধ্বংসী আকারে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি চোর ও চুরির বর্ণনা দিয়েছে; এখন চোর ধরা ও ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যাদের, তারা সে দায়িত্ব কঠোরভাবে পালন করুক। পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, নীতি সংস্কার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিতকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দরকার।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি