খাদ্যশস্যের মজুত গত বছর এ সময়ের তুলনায় কম। খাদ্য আমদানিও তুলনামূলক কমেছে। আর দেড় মাস পর পবিত্র রমজান। রমজানে চাল, ডাল, তেল, ছোলা, খেজুর, চিনিসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিত কর্মসূচি নিয়েছে। রমজান মাসে ভোক্তারা বেশি ব্যবহার করে থাকেন এমন ১১টি পণ্য আমদানিতে বিশেষ শুল্কছাড় দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যমান বাজারব্যবস্থায় ভোক্তারা আশাবাদী হতে পারছেন না। তাঁরা অনুমান করছেন অতীত অভিজ্ঞতারই পুনরাবৃত্তি ঘটবে। এদিকে চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশে সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুত কম-বেশি ৪০ শতাংশ কমেছে। গত জুলাইয়ে খাদ্যশস্যের মোট মজুত ছিল ১৯ লাখ টনের মতো। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১২ লাখ টনে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ধান ও অন্যান্য কৃষি উৎপাদন কম হয়েছে। খোলাবাজারে এর প্রভাব পড়েছে। প্রয়োজনের তুলনায় কম খাদ্য আমদানি, ডলারের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতি প্রভৃতি খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ। অপ্রিয় হলেও সত্যি যে খাদ্যশস্যের বাজারে সরকারের কোনো কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ নেই। পুরনো সিন্ডিকেটগুলো এখনো ক্রিয়াশীল। তারাই কলকাঠি নাড়ছে। এ অবস্থায় কেবল আমদানি শুল্ক ছাড় নয়, সেই সঙ্গে মনিটরিং বাড়াতে হবে। বড়-ছোট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, আলোচনা ও মতবিনিময় করতে হবে। বেসরকারি পর্যায়ে চাল আমদানিতে কেন নিরুৎসাহিত হচ্ছে ব্যবসায়ীরা- তা খুঁজে বের করে সমস্যার দ্রুত সমাধান করতে হবে। না হলে খাদ্যশস্যের মজুত কমতেই থাকবে এবং তা দ্রুত বাড়ানো ক্রমেই দুরূহ হয়ে পড়বে। খাদ্যশস্যের মজুত বাড়াতে আমদানি পর্যায়ে প্রণোদনা দেওয়া যায় কি না, তা-ও ভাবা প্রয়োজন। আসন্ন রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের এখনই সময়।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
খাদ্য মজুত
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর