রাজধানীর মৃতপ্রায় ছয়টি খাল দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ঘটা করে তিন উপদেষ্টার উপস্থিতিতে রবিবার বাউনিয়া, রূপনগর, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল ও কড়াইল লেক দখল এবং দূষণমুক্ত করার কাজ শুরুও হয়েছে। বলা হচ্ছে শিগগিরই শুরু হবে আরও ১৩টি খাল উদ্ধারের কার্যক্রম। একসময় রাজধানীজুড়ে ছিল অসংখ্য খালের উপস্থিতি। রাজধানীর পানি নিষ্কাশন ও পরিবেশ সুরক্ষায় খালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কালের বিবর্তনে রাজধানী খালশূন্য নগরীতে পরিণত হতে চলেছে। বিভিন্ন কর্তৃপক্ষ খাল উদ্ধারের নামে সংবাদমাধ্যমে অসংখ্যবার শিরোনাম হলেও কাজের কাজ কিছুই হয়নি। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসা থেকে ২৬টি খাল বুঝে নেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় খাল রয়েছে কাঁটাসুর, হাজারীবাগ, ইব্রাহিমপুর, কল্যাণপুর, আবদুল্লাহপুর, রামচন্দ্রপুর, সুতিভোলা, বাউনিয়া, দ্বিগুণ, দিয়াবাড়ী, রায়েরবাজার, বাইশটেকি ও শাহজাহানপুর খাল। আর দক্ষিণ এলাকায় খাল রয়েছে জিরানী, মান্ডা, মেরাদিয়া, গজারিয়া, কসাইবাড়ী, শাহজাদপুর, ডুমনি, শ্যামপুর, বোয়ালিয়া, রামপুরা, ধোলাইখাল, গোবিন্দপুর, সেগুনবাগিচা ও খিলগাঁও-বাসাবো খাল। এসব খালের মধ্যে একটিও উদ্ধার করতে পারেনি দুই সিটি করপোরেশন। যদিও মাঝেমধ্যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে সংস্থা দুটি। সিটি করপোরেশনের হিসাবে, রাজধানীতে খাল রয়েছে ৬৯টি। এর মধ্যে ঢাকা ওয়াসা সিটি করপোরেশনের কাছে ২৬টি খাল হস্তান্তরের পর পাঁচ বছর অতিক্রম হতে চলছে। এখন পর্যন্ত একটি খালও উদ্ধার করতে পারেনি দুই সিটি করপোরেশন। বিভিন্ন সময় লোকদেখানো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন মেয়ররা। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রশাসন খাল উদ্ধারের যে উদ্যোগ নিয়েছে তা নানা কারণে জনমনে আশাবাদ সৃষ্টি করেছে। কারণ খাল দখল-দূষণের সঙ্গে রাজনৈতিক টাউটদের সংশ্লিষ্টতা ওপেন সিক্রেট। আমরা আশা করব নিজেদের সুনামের স্বার্থে রাজধানীর দখল-দূষণাক্রান্ত খালগুলো উদ্ধারে সরকার সক্রিয় ভূমিকা রাখবে। খাল উদ্ধার অভিযান যাতে অতীতের মতো আইওয়াশে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার