চলতি বছর যথাযথ প্রস্তুতি না নিলে গ্রীষ্মে তীব্র লোডশেডিংয়ের মুখোমুখি হতে পারে দেশ- এমন আশঙ্কা বিদ্যুৎ সংশ্লিষ্ট বোদ্ধাজনদের ভাবিয়ে তুলছে। বিশেষ করে মার্চে মাহে রমজানে লোডশেডিং এড়ানো না গেলে তা সরকারের সুনামের জন্য বিড়ম্বনা ডেকে আনবে। আশার কথা, দেশে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি নিশ্চিত করা গেলে লোডশেডিংয়ের আশঙ্কা সহজেই দূর করা যাবে। দেশে এখন চলছে শীত মৌসুম। এ সময়ে বিদ্যুতের চাহিদা অন্য সময়ের চেয়ে অনেক কম থাকে। এ মুহূর্তে বিদ্যুতের চাহিদা ১১ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনও হচ্ছে। তার পরও ঢাকাসহ বিভিন্ন স্থানে লোডশেডিং হচ্ছে। কখনো বিদ্যুতের ঘাটতি ১০০ মেগাওয়াটের বেশি ছাড়িয়ে যাচ্ছে। গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে যথাযথভাবে জ্বালানি সরবরাহ করা না গেলে লোডশেডিংও সহনীয় পর্যায়ে রাখা যাবে না। পরিস্থিতি সহনীয় রাখতে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে যে টাকা পায় তা দ্রুত পরিশোধের তাগিদ দিচ্ছে। তা না হলে বিদ্যুৎ উৎপাদন বহাল রাখা অসম্ভব হয়ে পড়বে। গ্রীষ্মের শুরুতেই ২ থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা দেখা দেবে। মার্চে দেশে গরম পড়তে শুরু করবে। একই মাসে শুরু হবে পবিত্র রমজান। শিগগিরই শুরু হচ্ছে সেচ মৌসুম। রমজানে বিদ্যুতের চাহিদা কিছুটা বাড়ে। এই তিনে মিলে এবারের গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাপ থাকবে। স্বভাবতই বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হলে লোডশেডিং বাড়বে। এবার গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশে বিদ্যুৎ চাহিদার এক বড় অংশ আসে বেসরকারি খাত থেকে। ভারত থেকেও আমদানি হয়। দেশি উদ্যোক্তাদের অভিযোগ, সরকারের কাছে পাওনা বকেয়া পড়ায় তারা জ্বালানি কিনতে পারছেন না। ভারতের আদানির পক্ষ থেকেও বকেয়া পরিশোধের চাপ রয়েছে। আজকের যুগে বিদ্যুৎ মানুষের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ। দেশের শিল্পোৎপাদনের জন্যও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার। এ ক্ষেত্রে যাতে সংকট না হয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এর কোনো বিকল্প নেই।
শিরোনাম
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার