ছাত্র-জনতার আন্দোলনে দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন অবসানের ছয় মাস পূর্ণ হয়েছে। হাজারো শহীদের প্রাণ আর অসংখ্য মানুষের রক্তঝরা ত্যাগে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। স্বৈরাচারের দুর্নীতি-দুঃশাসনে ধ্বংস হওয়া রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সংস্থার সংস্কার কর্মযজ্ঞ চলছে। এসব কিছুর মূল লক্ষ্য- অবাধ, সুষ্ঠু, সর্বজনগ্রাহ্য, অবিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া। তার প্রস্তুতি সরকার যেমন নিচ্ছে, একইভাবে তৎপরতা চলছে ছোট-বড় রাজনৈতিক দলগুলোতে। প্রধান রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। একই সঙ্গে চলছে তাদের দল গোছানোর কাজ। নির্বাচনি বৈতরণী পার হওয়ার জন্য সমমনাদের সঙ্গে জোট গঠনের প্রচেষ্টা চলছে। পরবর্তী সাধারণ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ ভোটের জটিল হিসাবনিকাশ শুরু হয়েছে দলগুলোতে। বাস্তব পরিস্থিতি বিশ্লেষণে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, আগামী সংসদ নির্বাচনে গেম চেঞ্জার হবেন তরুণ ভোটাররা। যাদের সিদ্ধান্তের ওপর অনেকাংশেই নির্ভর করবে ভোটের ফলাফল। রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার চাবি এখন তরুণ ভোটারদের হাতে। যারা সংখ্যায় প্রায় ৩ কোটি এবং বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। স্বভাবতই দলগুলোর লক্ষ্য থাকবে বিপুলসংখ্যক এই তরুণকে আকৃষ্ট করার দিকে। যাদের অনেকেই ভোটার হওয়ার পর একটা ভালো ভোট হতে দেখেনি। অনেকে ভোটই দিতে পারেনি। চরম বিরূপ ধারণা তৈরি হয়েছে নির্বাচন সম্পর্কে। এ বছরই বা আগামী বছরের মাঝামাঝি যখনই অনুষ্ঠিত হোক সংসদ নির্বাচন, ভোটপ্রার্থীদের এ সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ এ নির্বাচন হবে বিশ্বমঞ্চে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠন করা নির্বাচন কমিশনের পরিচালনায়। আর সেখানে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ থাকবে প্রায় ৩ কোটি তরুণ ভোটারের। যার অধিকাংশই জেন-জি। যারা শুধু মোবাইলে মুখ গুঁজে থাকে না, সারা বিশ্বের সর্বশেষ খবর রাখে। প্রয়োজনে পথে নামতে পারে। বন্দুক-গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে। স্বৈরাচারের পতন ঘটাতে পারে। এসব অনুষঙ্গ মিলিয়ে জাতি আশা করে, আগামী নির্বাচনে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও নিঃস্বার্থ জনসেবার পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য ব্যক্তিরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। যাঁরা দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করবেন। বন্ধ করবেন ফের কখনো স্বৈরাচার সৃষ্টির পথও।
শিরোনাম
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
ক্ষমতার চাবি তারুণ্যের হাতে
স্বৈরাচার সৃষ্টির পথ বন্ধ হবে এবার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর