দুর্নীতির সূচকে দেশের অবস্থান বিব্রতকর। ১৮০ দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তালিকায় আরও দুই ধাপ নেমে বাংলাদেশ এখন ১৪তম। স্কোর হিসেবে গত ১৩ বছরের মধ্যে এটা সর্বনিম্ন। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪-এর সেপ্টেম্বর পর্যন্ত নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ স্কোর নির্ধারিত হয়েছে। এর মধ্যে শেষের দুই মাস ছাড়া পুরো সময়টা ছিল শেখ হাসিনার শাসনামলের আমলনামা। দুর্নীতিগ্রস্ত হিসেবে বাংলাদেশের স্কোর ২৩। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন। তালিকার উচ্চক্রম অনুযায়ী ১৫১তম। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের নিম্ন স্কোর প্রমাণ করে, গত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে। পাহাড়সমান দুর্নীতিতে ডুবে ছিলেন স্বয়ং সরকারপ্রধান থেকে শুরু করে তার নিকট ও দূরের সব আত্মীয়স্বজন এবং দলের প্রায় শতভাগ নেতা-কর্মী। দুর্নীতিবিরোধী বাগাড়ম্বর ছাড়া তাদের আর কোনো চিন্তা দেখা যায়নি। দুর্নীতিগ্রস্ত সরকার ও আমলাতন্ত্রের দৌরাত্ম্যে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। চরম দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকেও চারবার জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। হাসিনার আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সরকারি প্রকল্পের কেনাকাটায়। সেসব থলের বিড়াল গত আগস্টের পর থেকে বেরিয়ে আসছে। বিভিন্ন সময় ক্ষমতাসীন সরকারের দুর্নীতির কারণে বেশ কয়েকবার বাংলাদেশ দুর্নীতির শীর্ষেও চিহ্নিত হয়েছে; যা জাতিকে বিশ্বমঞ্চে বিব্রত, লজ্জিত ও অসম্মানিত করেছে। তারই নির্লজ্জ ধারাবাহিকতার ফলাফল বর্তমান অবস্থান। কিন্তু আর নয়, এবার ঘুরে দাঁড়াতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের পর, এখন যে নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে, সেখানে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দুর্নীতি প্রতিরোধে। জাতীয় অর্থনীতি পঙ্গু হয়েছে। ১৮ কোটি মানুষের ওপর মাথাপিছু ঋণ লাখ টাকা ছুঁয়েছে। দুর্নীতি এর অন্যতম কারণ। দুর্নীতিগ্রস্ত দেশের মানুষ হিসেবে অসম্মানের এ গ্লানি থেকে আমরা মুক্ত হতে চাই। সরকার যেন এ দায়িত্বটি দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে।
শিরোনাম
- নেতানিয়াহু ও গ্যালান্টের গ্রেফতারি পরোয়ানা বিষয়ে আপিল প্রত্যাখ্যান আইসিসির
- মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা: দ্য টেলিগ্রাফ
- শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন, বিশৃঙ্খলা সৃষ্টিতে হুঁশিয়ারি
- কম্বোডিয়ায় আটক ৬৪ দক্ষিণ কোরীয় নাগরিককে দেশে ফেরার পর গ্রেফতার
- ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক : ইইউ
- কলম্বিয়ায় পুলিশের ওপর হামলা ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের
- আরও এক জিম্মির মরদেহ ফেরত দিল হামাস
- যেভাবে ট্রাম্পের ‘দুর্বল জায়গায়’ আঘাত করল চীন
- শীর্ষ ৯ জেনারেলকে বরখাস্ত করলো চীনের কমিউনিস্ট পার্টি
- নিকাব নিষিদ্ধে পার্লামেন্টে বিল পাস করল পর্তুগাল
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন ট্রাফিক নির্দেশনা
- রবিবার ২টা থেকে শুরু হবে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম
- রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের আরও তিন গ্রাম
- ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিচ্ছেন না ট্রাম্প
- আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত বেড়ে ৪০
- লঙ্কানদের উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে প্রোটিয়ারা
- ১০১ বছর বয়সে মারা গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী মুরাইয়ামা
- যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প
- পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ বর্জন আফগানিস্তানের
- ঘুম থেকে জেগে মুমিনের করণীয়