দুর্নীতির সূচকে দেশের অবস্থান বিব্রতকর। ১৮০ দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তালিকায় আরও দুই ধাপ নেমে বাংলাদেশ এখন ১৪তম। স্কোর হিসেবে গত ১৩ বছরের মধ্যে এটা সর্বনিম্ন। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪-এর সেপ্টেম্বর পর্যন্ত নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ স্কোর নির্ধারিত হয়েছে। এর মধ্যে শেষের দুই মাস ছাড়া পুরো সময়টা ছিল শেখ হাসিনার শাসনামলের আমলনামা। দুর্নীতিগ্রস্ত হিসেবে বাংলাদেশের স্কোর ২৩। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন। তালিকার উচ্চক্রম অনুযায়ী ১৫১তম। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের নিম্ন স্কোর প্রমাণ করে, গত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে। পাহাড়সমান দুর্নীতিতে ডুবে ছিলেন স্বয়ং সরকারপ্রধান থেকে শুরু করে তার নিকট ও দূরের সব আত্মীয়স্বজন এবং দলের প্রায় শতভাগ নেতা-কর্মী। দুর্নীতিবিরোধী বাগাড়ম্বর ছাড়া তাদের আর কোনো চিন্তা দেখা যায়নি। দুর্নীতিগ্রস্ত সরকার ও আমলাতন্ত্রের দৌরাত্ম্যে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। চরম দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকেও চারবার জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। হাসিনার আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সরকারি প্রকল্পের কেনাকাটায়। সেসব থলের বিড়াল গত আগস্টের পর থেকে বেরিয়ে আসছে। বিভিন্ন সময় ক্ষমতাসীন সরকারের দুর্নীতির কারণে বেশ কয়েকবার বাংলাদেশ দুর্নীতির শীর্ষেও চিহ্নিত হয়েছে; যা জাতিকে বিশ্বমঞ্চে বিব্রত, লজ্জিত ও অসম্মানিত করেছে। তারই নির্লজ্জ ধারাবাহিকতার ফলাফল বর্তমান অবস্থান। কিন্তু আর নয়, এবার ঘুরে দাঁড়াতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের পর, এখন যে নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে, সেখানে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দুর্নীতি প্রতিরোধে। জাতীয় অর্থনীতি পঙ্গু হয়েছে। ১৮ কোটি মানুষের ওপর মাথাপিছু ঋণ লাখ টাকা ছুঁয়েছে। দুর্নীতি এর অন্যতম কারণ। দুর্নীতিগ্রস্ত দেশের মানুষ হিসেবে অসম্মানের এ গ্লানি থেকে আমরা মুক্ত হতে চাই। সরকার যেন এ দায়িত্বটি দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
সর্বগ্রাসী দুর্নীতি
জাতি মুক্ত হোক এ গ্লানি থেকে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর