দুর্নীতির সূচকে দেশের অবস্থান বিব্রতকর। ১৮০ দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তালিকায় আরও দুই ধাপ নেমে বাংলাদেশ এখন ১৪তম। স্কোর হিসেবে গত ১৩ বছরের মধ্যে এটা সর্বনিম্ন। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪-এর সেপ্টেম্বর পর্যন্ত নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ স্কোর নির্ধারিত হয়েছে। এর মধ্যে শেষের দুই মাস ছাড়া পুরো সময়টা ছিল শেখ হাসিনার শাসনামলের আমলনামা। দুর্নীতিগ্রস্ত হিসেবে বাংলাদেশের স্কোর ২৩। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন। তালিকার উচ্চক্রম অনুযায়ী ১৫১তম। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের নিম্ন স্কোর প্রমাণ করে, গত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে। পাহাড়সমান দুর্নীতিতে ডুবে ছিলেন স্বয়ং সরকারপ্রধান থেকে শুরু করে তার নিকট ও দূরের সব আত্মীয়স্বজন এবং দলের প্রায় শতভাগ নেতা-কর্মী। দুর্নীতিবিরোধী বাগাড়ম্বর ছাড়া তাদের আর কোনো চিন্তা দেখা যায়নি। দুর্নীতিগ্রস্ত সরকার ও আমলাতন্ত্রের দৌরাত্ম্যে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। চরম দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকেও চারবার জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। হাসিনার আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সরকারি প্রকল্পের কেনাকাটায়। সেসব থলের বিড়াল গত আগস্টের পর থেকে বেরিয়ে আসছে। বিভিন্ন সময় ক্ষমতাসীন সরকারের দুর্নীতির কারণে বেশ কয়েকবার বাংলাদেশ দুর্নীতির শীর্ষেও চিহ্নিত হয়েছে; যা জাতিকে বিশ্বমঞ্চে বিব্রত, লজ্জিত ও অসম্মানিত করেছে। তারই নির্লজ্জ ধারাবাহিকতার ফলাফল বর্তমান অবস্থান। কিন্তু আর নয়, এবার ঘুরে দাঁড়াতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের পর, এখন যে নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে, সেখানে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দুর্নীতি প্রতিরোধে। জাতীয় অর্থনীতি পঙ্গু হয়েছে। ১৮ কোটি মানুষের ওপর মাথাপিছু ঋণ লাখ টাকা ছুঁয়েছে। দুর্নীতি এর অন্যতম কারণ। দুর্নীতিগ্রস্ত দেশের মানুষ হিসেবে অসম্মানের এ গ্লানি থেকে আমরা মুক্ত হতে চাই। সরকার যেন এ দায়িত্বটি দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে।
শিরোনাম
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
সর্বগ্রাসী দুর্নীতি
জাতি মুক্ত হোক এ গ্লানি থেকে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর