দুর্নীতির সূচকে দেশের অবস্থান বিব্রতকর। ১৮০ দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তালিকায় আরও দুই ধাপ নেমে বাংলাদেশ এখন ১৪তম। স্কোর হিসেবে গত ১৩ বছরের মধ্যে এটা সর্বনিম্ন। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪-এর সেপ্টেম্বর পর্যন্ত নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ স্কোর নির্ধারিত হয়েছে। এর মধ্যে শেষের দুই মাস ছাড়া পুরো সময়টা ছিল শেখ হাসিনার শাসনামলের আমলনামা। দুর্নীতিগ্রস্ত হিসেবে বাংলাদেশের স্কোর ২৩। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন। তালিকার উচ্চক্রম অনুযায়ী ১৫১তম। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের নিম্ন স্কোর প্রমাণ করে, গত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে। পাহাড়সমান দুর্নীতিতে ডুবে ছিলেন স্বয়ং সরকারপ্রধান থেকে শুরু করে তার নিকট ও দূরের সব আত্মীয়স্বজন এবং দলের প্রায় শতভাগ নেতা-কর্মী। দুর্নীতিবিরোধী বাগাড়ম্বর ছাড়া তাদের আর কোনো চিন্তা দেখা যায়নি। দুর্নীতিগ্রস্ত সরকার ও আমলাতন্ত্রের দৌরাত্ম্যে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। চরম দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকেও চারবার জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। হাসিনার আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সরকারি প্রকল্পের কেনাকাটায়। সেসব থলের বিড়াল গত আগস্টের পর থেকে বেরিয়ে আসছে। বিভিন্ন সময় ক্ষমতাসীন সরকারের দুর্নীতির কারণে বেশ কয়েকবার বাংলাদেশ দুর্নীতির শীর্ষেও চিহ্নিত হয়েছে; যা জাতিকে বিশ্বমঞ্চে বিব্রত, লজ্জিত ও অসম্মানিত করেছে। তারই নির্লজ্জ ধারাবাহিকতার ফলাফল বর্তমান অবস্থান। কিন্তু আর নয়, এবার ঘুরে দাঁড়াতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের পর, এখন যে নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে, সেখানে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দুর্নীতি প্রতিরোধে। জাতীয় অর্থনীতি পঙ্গু হয়েছে। ১৮ কোটি মানুষের ওপর মাথাপিছু ঋণ লাখ টাকা ছুঁয়েছে। দুর্নীতি এর অন্যতম কারণ। দুর্নীতিগ্রস্ত দেশের মানুষ হিসেবে অসম্মানের এ গ্লানি থেকে আমরা মুক্ত হতে চাই। সরকার যেন এ দায়িত্বটি দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল