সরকারের ভিতর সক্রিয় রয়েছে আরেক সরকার। উৎকোচভোগী এ গোষ্ঠীর হাতে দেশের সবকিছুর নিয়ন্ত্রণ। দেশের মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতনভাতা জোগানো হয়। কিন্তু মানুষ তাদের প্রাপ্য সেবার জন্য কোনো সরকারি দপ্তরে গেলে উৎকোচের জন্য নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়। বিশেষ করে জমিজমার ক্ষেত্রে নানা অজুহাতে নাগরিকদের ঘোরানো ভূমি অফিসের পিয়ন থেকে শুরু করে পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রায় সবার মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ভূমি অফিসের বিভিন্ন সেবা অনলাইনে সম্পন্ন করার সিস্টেম চালু হওয়ার পর তা বানচালে শুরু হয়েছে মাদারির খেল। গত বছরের নভেম্বর থেকে রাজধানীসহ সারা দেশে ভূমিসেবার নাকাল দশা চলছে সার্ভার ত্রুটির অজুহাতে। দিনের পর দিন ভূমি অফিসে দৌড়ঝাঁপ করেও হচ্ছে না নামজারি। সরকার যখন অর্থাভাবে হায় হায় করছে, তখন অজুহাত তুলে পরিশোধ করা যাচ্ছে না খাজনা। পাওয়া যাচ্ছে না খতিয়ান, ডিসিআর। সার্ভার ত্রুটির অজুহাত দেখিয়ে স্থবির করা হচ্ছে জমি নিবন্ধন কার্যক্রম। ভুক্তভোগী অনেকে ভূমিসেবায় হঠাৎ এমন স্থবিরতার জন্য মতলববাজদের দায়ী করছেন। তাদের মতে, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একদল ভূমি কর্মচারী ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ বাড়াচ্ছেন। ভূমিসেবার ভোগান্তি নিয়ে মাঝেমধ্যে দুঃখ প্রকাশ করে দায় সারছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাজেট ঘাটতির জন্য শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানো হলেও সরকারের পাওনা ভূমিকর দিতে পারছে না দেশবাসী। এতে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সরকারের ভিতর আরেকটি সরকার কাজ করছে বলে মন্তব্য করছেন ভুক্তভোগীরা। ভূমিসেবা অনলাইনে চালু হলে আকাশছোঁয়া ঘুষ-দুর্নীতির রমরমা বাণিজ্য বন্ধ হবে আশঙ্কায় ঘুষ-উৎকোচভোগী সারমেয়রা উঠেপড়ে লেগেছে। অনলাইনে জমির খাজনা, নামজারি ও অন্যান্য কার্যক্রম কীভাবে বন্ধ করা যায়, সে ফন্দিফিকিরে তারা ব্যস্ত। সার্ভার ত্রুটির পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত হওয়া দরকার। ভূমিসেবায় স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রয়োজনে সরকারকে কঠোর হতে হবে। চোর জোচ্চোর এবং অযোগ্যদের হটাতে নিতে হবে শক্ত পদক্ষেপ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ভূমির সার্ভারে ত্রুটি
কারসাজি কি না, খুঁজুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর