সরকারের ভিতর সক্রিয় রয়েছে আরেক সরকার। উৎকোচভোগী এ গোষ্ঠীর হাতে দেশের সবকিছুর নিয়ন্ত্রণ। দেশের মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতনভাতা জোগানো হয়। কিন্তু মানুষ তাদের প্রাপ্য সেবার জন্য কোনো সরকারি দপ্তরে গেলে উৎকোচের জন্য নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়। বিশেষ করে জমিজমার ক্ষেত্রে নানা অজুহাতে নাগরিকদের ঘোরানো ভূমি অফিসের পিয়ন থেকে শুরু করে পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রায় সবার মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ভূমি অফিসের বিভিন্ন সেবা অনলাইনে সম্পন্ন করার সিস্টেম চালু হওয়ার পর তা বানচালে শুরু হয়েছে মাদারির খেল। গত বছরের নভেম্বর থেকে রাজধানীসহ সারা দেশে ভূমিসেবার নাকাল দশা চলছে সার্ভার ত্রুটির অজুহাতে। দিনের পর দিন ভূমি অফিসে দৌড়ঝাঁপ করেও হচ্ছে না নামজারি। সরকার যখন অর্থাভাবে হায় হায় করছে, তখন অজুহাত তুলে পরিশোধ করা যাচ্ছে না খাজনা। পাওয়া যাচ্ছে না খতিয়ান, ডিসিআর। সার্ভার ত্রুটির অজুহাত দেখিয়ে স্থবির করা হচ্ছে জমি নিবন্ধন কার্যক্রম। ভুক্তভোগী অনেকে ভূমিসেবায় হঠাৎ এমন স্থবিরতার জন্য মতলববাজদের দায়ী করছেন। তাদের মতে, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একদল ভূমি কর্মচারী ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ বাড়াচ্ছেন। ভূমিসেবার ভোগান্তি নিয়ে মাঝেমধ্যে দুঃখ প্রকাশ করে দায় সারছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাজেট ঘাটতির জন্য শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানো হলেও সরকারের পাওনা ভূমিকর দিতে পারছে না দেশবাসী। এতে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সরকারের ভিতর আরেকটি সরকার কাজ করছে বলে মন্তব্য করছেন ভুক্তভোগীরা। ভূমিসেবা অনলাইনে চালু হলে আকাশছোঁয়া ঘুষ-দুর্নীতির রমরমা বাণিজ্য বন্ধ হবে আশঙ্কায় ঘুষ-উৎকোচভোগী সারমেয়রা উঠেপড়ে লেগেছে। অনলাইনে জমির খাজনা, নামজারি ও অন্যান্য কার্যক্রম কীভাবে বন্ধ করা যায়, সে ফন্দিফিকিরে তারা ব্যস্ত। সার্ভার ত্রুটির পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত হওয়া দরকার। ভূমিসেবায় স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রয়োজনে সরকারকে কঠোর হতে হবে। চোর জোচ্চোর এবং অযোগ্যদের হটাতে নিতে হবে শক্ত পদক্ষেপ।
শিরোনাম
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
ভূমির সার্ভারে ত্রুটি
কারসাজি কি না, খুঁজুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর