সরকারের ভিতর সক্রিয় রয়েছে আরেক সরকার। উৎকোচভোগী এ গোষ্ঠীর হাতে দেশের সবকিছুর নিয়ন্ত্রণ। দেশের মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতনভাতা জোগানো হয়। কিন্তু মানুষ তাদের প্রাপ্য সেবার জন্য কোনো সরকারি দপ্তরে গেলে উৎকোচের জন্য নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়। বিশেষ করে জমিজমার ক্ষেত্রে নানা অজুহাতে নাগরিকদের ঘোরানো ভূমি অফিসের পিয়ন থেকে শুরু করে পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রায় সবার মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ভূমি অফিসের বিভিন্ন সেবা অনলাইনে সম্পন্ন করার সিস্টেম চালু হওয়ার পর তা বানচালে শুরু হয়েছে মাদারির খেল। গত বছরের নভেম্বর থেকে রাজধানীসহ সারা দেশে ভূমিসেবার নাকাল দশা চলছে সার্ভার ত্রুটির অজুহাতে। দিনের পর দিন ভূমি অফিসে দৌড়ঝাঁপ করেও হচ্ছে না নামজারি। সরকার যখন অর্থাভাবে হায় হায় করছে, তখন অজুহাত তুলে পরিশোধ করা যাচ্ছে না খাজনা। পাওয়া যাচ্ছে না খতিয়ান, ডিসিআর। সার্ভার ত্রুটির অজুহাত দেখিয়ে স্থবির করা হচ্ছে জমি নিবন্ধন কার্যক্রম। ভুক্তভোগী অনেকে ভূমিসেবায় হঠাৎ এমন স্থবিরতার জন্য মতলববাজদের দায়ী করছেন। তাদের মতে, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একদল ভূমি কর্মচারী ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ বাড়াচ্ছেন। ভূমিসেবার ভোগান্তি নিয়ে মাঝেমধ্যে দুঃখ প্রকাশ করে দায় সারছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাজেট ঘাটতির জন্য শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানো হলেও সরকারের পাওনা ভূমিকর দিতে পারছে না দেশবাসী। এতে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সরকারের ভিতর আরেকটি সরকার কাজ করছে বলে মন্তব্য করছেন ভুক্তভোগীরা। ভূমিসেবা অনলাইনে চালু হলে আকাশছোঁয়া ঘুষ-দুর্নীতির রমরমা বাণিজ্য বন্ধ হবে আশঙ্কায় ঘুষ-উৎকোচভোগী সারমেয়রা উঠেপড়ে লেগেছে। অনলাইনে জমির খাজনা, নামজারি ও অন্যান্য কার্যক্রম কীভাবে বন্ধ করা যায়, সে ফন্দিফিকিরে তারা ব্যস্ত। সার্ভার ত্রুটির পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত হওয়া দরকার। ভূমিসেবায় স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রয়োজনে সরকারকে কঠোর হতে হবে। চোর জোচ্চোর এবং অযোগ্যদের হটাতে নিতে হবে শক্ত পদক্ষেপ।
শিরোনাম
- বাজেট জনকল্যাণে কাজে লাগাতে সচিবদের প্রতি অর্থ উপদেষ্টার আহ্বান
- সরকার নিয়ন্ত্রিত অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নেই: নুর
- বিরলে বিএনপির আনন্দ মিছিল ও র্যালি
- ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশকে জরুরি উপকরণ প্রদান
- যান্ত্রিক ত্রুটি, ২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল
- শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার
- ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম নিয়ে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে : ফারুকী
- কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না: সারজিস আলম
- শহিদুল হক ও আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানোর নির্দেশ
- ঈদে আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদেরও ৯ দিন ছুটি
- গৃহবধূর লাশ রেখে পালিয়েছে স্বামী, বিচারের দাবিতে মানববন্ধন
- নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান
- গাইবান্ধা বিএনপির যৌথ কর্মীসভা
- স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে : নবীউল্লাহ নবী
- মির্জা আজম দম্পতির জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৮ মে
- আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি
- হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিল : রিজভী
- ঈদের পরপরই ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম
ভূমির সার্ভারে ত্রুটি
কারসাজি কি না, খুঁজুন
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর