সরকারের ভিতর সক্রিয় রয়েছে আরেক সরকার। উৎকোচভোগী এ গোষ্ঠীর হাতে দেশের সবকিছুর নিয়ন্ত্রণ। দেশের মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতনভাতা জোগানো হয়। কিন্তু মানুষ তাদের প্রাপ্য সেবার জন্য কোনো সরকারি দপ্তরে গেলে উৎকোচের জন্য নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়। বিশেষ করে জমিজমার ক্ষেত্রে নানা অজুহাতে নাগরিকদের ঘোরানো ভূমি অফিসের পিয়ন থেকে শুরু করে পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রায় সবার মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ভূমি অফিসের বিভিন্ন সেবা অনলাইনে সম্পন্ন করার সিস্টেম চালু হওয়ার পর তা বানচালে শুরু হয়েছে মাদারির খেল। গত বছরের নভেম্বর থেকে রাজধানীসহ সারা দেশে ভূমিসেবার নাকাল দশা চলছে সার্ভার ত্রুটির অজুহাতে। দিনের পর দিন ভূমি অফিসে দৌড়ঝাঁপ করেও হচ্ছে না নামজারি। সরকার যখন অর্থাভাবে হায় হায় করছে, তখন অজুহাত তুলে পরিশোধ করা যাচ্ছে না খাজনা। পাওয়া যাচ্ছে না খতিয়ান, ডিসিআর। সার্ভার ত্রুটির অজুহাত দেখিয়ে স্থবির করা হচ্ছে জমি নিবন্ধন কার্যক্রম। ভুক্তভোগী অনেকে ভূমিসেবায় হঠাৎ এমন স্থবিরতার জন্য মতলববাজদের দায়ী করছেন। তাদের মতে, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একদল ভূমি কর্মচারী ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ বাড়াচ্ছেন। ভূমিসেবার ভোগান্তি নিয়ে মাঝেমধ্যে দুঃখ প্রকাশ করে দায় সারছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাজেট ঘাটতির জন্য শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানো হলেও সরকারের পাওনা ভূমিকর দিতে পারছে না দেশবাসী। এতে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সরকারের ভিতর আরেকটি সরকার কাজ করছে বলে মন্তব্য করছেন ভুক্তভোগীরা। ভূমিসেবা অনলাইনে চালু হলে আকাশছোঁয়া ঘুষ-দুর্নীতির রমরমা বাণিজ্য বন্ধ হবে আশঙ্কায় ঘুষ-উৎকোচভোগী সারমেয়রা উঠেপড়ে লেগেছে। অনলাইনে জমির খাজনা, নামজারি ও অন্যান্য কার্যক্রম কীভাবে বন্ধ করা যায়, সে ফন্দিফিকিরে তারা ব্যস্ত। সার্ভার ত্রুটির পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত হওয়া দরকার। ভূমিসেবায় স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রয়োজনে সরকারকে কঠোর হতে হবে। চোর জোচ্চোর এবং অযোগ্যদের হটাতে নিতে হবে শক্ত পদক্ষেপ।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা