সরকারের ভিতর সক্রিয় রয়েছে আরেক সরকার। উৎকোচভোগী এ গোষ্ঠীর হাতে দেশের সবকিছুর নিয়ন্ত্রণ। দেশের মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতনভাতা জোগানো হয়। কিন্তু মানুষ তাদের প্রাপ্য সেবার জন্য কোনো সরকারি দপ্তরে গেলে উৎকোচের জন্য নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়। বিশেষ করে জমিজমার ক্ষেত্রে নানা অজুহাতে নাগরিকদের ঘোরানো ভূমি অফিসের পিয়ন থেকে শুরু করে পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রায় সবার মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ভূমি অফিসের বিভিন্ন সেবা অনলাইনে সম্পন্ন করার সিস্টেম চালু হওয়ার পর তা বানচালে শুরু হয়েছে মাদারির খেল। গত বছরের নভেম্বর থেকে রাজধানীসহ সারা দেশে ভূমিসেবার নাকাল দশা চলছে সার্ভার ত্রুটির অজুহাতে। দিনের পর দিন ভূমি অফিসে দৌড়ঝাঁপ করেও হচ্ছে না নামজারি। সরকার যখন অর্থাভাবে হায় হায় করছে, তখন অজুহাত তুলে পরিশোধ করা যাচ্ছে না খাজনা। পাওয়া যাচ্ছে না খতিয়ান, ডিসিআর। সার্ভার ত্রুটির অজুহাত দেখিয়ে স্থবির করা হচ্ছে জমি নিবন্ধন কার্যক্রম। ভুক্তভোগী অনেকে ভূমিসেবায় হঠাৎ এমন স্থবিরতার জন্য মতলববাজদের দায়ী করছেন। তাদের মতে, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একদল ভূমি কর্মচারী ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ বাড়াচ্ছেন। ভূমিসেবার ভোগান্তি নিয়ে মাঝেমধ্যে দুঃখ প্রকাশ করে দায় সারছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাজেট ঘাটতির জন্য শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানো হলেও সরকারের পাওনা ভূমিকর দিতে পারছে না দেশবাসী। এতে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সরকারের ভিতর আরেকটি সরকার কাজ করছে বলে মন্তব্য করছেন ভুক্তভোগীরা। ভূমিসেবা অনলাইনে চালু হলে আকাশছোঁয়া ঘুষ-দুর্নীতির রমরমা বাণিজ্য বন্ধ হবে আশঙ্কায় ঘুষ-উৎকোচভোগী সারমেয়রা উঠেপড়ে লেগেছে। অনলাইনে জমির খাজনা, নামজারি ও অন্যান্য কার্যক্রম কীভাবে বন্ধ করা যায়, সে ফন্দিফিকিরে তারা ব্যস্ত। সার্ভার ত্রুটির পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত হওয়া দরকার। ভূমিসেবায় স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রয়োজনে সরকারকে কঠোর হতে হবে। চোর জোচ্চোর এবং অযোগ্যদের হটাতে নিতে হবে শক্ত পদক্ষেপ।
শিরোনাম
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ
- মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ বিদেশি কর্মী আটক
- দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি বরং উন্নতি হয়েছে : অর্থ উপদেষ্টা
- ‘রায়ের মাধ্যমেই প্রমাণিত হবে ফ্যাসিবাদীরা এ দেশের রাজনীতিতে স্থান পাবে না’
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেমিনার
- বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: খোকন
- খাগড়াছড়িতে ‘পদোন্নতি বঞ্চিত’ প্রভাষকদের কর্মবিরতি শুরু
- কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
- ১২৪ রানের ছোট লক্ষ্য পূরণে ব্যর্থ ভারত, ঘরের মাঠেই লজ্জার হার
- প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি