দেশের মোট ভূমির প্রায় ৭৫ শতাংশই উর্বরতা ঘাটতিতে ভুগছে। ক্রমাগত কমছে মাটির উর্বরতা। মাটিতে জরুরি পুষ্টি উপাদানের কমতি দেখা দিচ্ছে। জৈব সংকটে ভেঙে পড়ছে মাটির স্বাস্থ্য। দেশের বিপুল জনশক্তির খাদ্য চাহিদা মেটাতে বলা যায় নির্দয়ভাবে মাটি নিংড়ে ফলানো হচ্ছে ফসল। মাত্রাতিরিক্ত সার-কীটনাশক ব্যবহার করে এক জমিতেই বছরে ফলানো হচ্ছে চার-পাঁচটি ফসল। এতে আপাতদৃষ্টে ফসল উৎপাদন বাড়লেও, আখেরে ভয়াবহভাবে কমছে মাটির প্রাণশক্তি, উর্বরতা। মাটির প্রাকৃতিক পুষ্টিগুণ বিনষ্ট হওয়ায়, আবাদের ব্যয়ও বাড়ছে। ফসল উৎপাদনে চক্রবৃদ্ধি হারে অধিক সার ব্যবহারে বাধ্য হচ্ছেন কৃষক। এতে মাটির পিএইচ স্তর পরিবর্তিত হচ্ছে, যা স্বাভাবিক পুষ্টির ভারসাম্য নষ্ট করছে। হুমকির মুখে পড়ছে ভবিষ্যৎ কৃষি। মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, দেশে আবাদি, বনভূমি, নদী, লেক, সংরক্ষিত বনাঞ্চল, সুন্দরবন ইত্যাদি এলাকা মিলিয়ে জমির পরিমাণ ১ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার হেক্টর। প্রতিষ্ঠানটির সর্বশেষ সমীক্ষা অনুযায়ী ২০২০ সালে জৈব পদার্থের ঘাটতি পাওয়া যায় প্রায় সোয়া কোটি হেক্টর জমিতে। এ ছাড়া ফসফরাস ঘাটতিযুক্ত এলাকা ৬৬ লাখ হেক্টর। প্রায় ৫৩ লাখ হেক্টরে রয়েছে পটাসিয়াম ঘাটতি। সালফারের ঘাটতি ৬৫ লাখ হেক্টরে। বোরনের ঘাটতিযুক্ত এলাকা ৫১ লাখ হেক্টরেরও বেশি। অন্যান্য পুষ্টি উপাদানেরও সংকট রয়েছে মাটিতে। এসবের প্রভাবে, ধারাবাহিকভাবে উর্বরতা হ্রাস পাওয়ায় দেশে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভয়ানক দুশ্চিন্তার বিষয়! ২০৫০ সালের মধ্যে খাদ্য উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এ অবস্থা থেকে উত্তরণে প্রত্যন্ত এলাকার কৃষক পর্যায়ে ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাশাপাশি এ-সংক্রান্ত বিশেষজ্ঞ মহল ও সংস্থাকে মাটির স্বাস্থ্যরক্ষায় কার্যকর পদক্ষেপ প্রণয়ন ও বাস্তবায়নে সক্রিয় হতে হবে। পর্যাপ্ত ভর্তুকি দিয়ে হলেও জৈবসারের ব্যবহার বাড়াতে হবে। না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য উৎপাদন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
শিরোনাম
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি