আইনশৃঙ্খলার উন্নয়নকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে দেশের বেশ কয়েকটি কারাগার ভেঙে বেরিয়ে আসে চিহ্নিত অপরাধীরা। থানা ও কারাগার থেকে লুট হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। আইনশৃঙ্খলার জন্য যা ইতোমধ্যে হুমকি সৃষ্টি করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে থানাভিত্তিক অপরাধীদের তালিকা হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি ও টহল। গ্রেপ্তার করা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যদের। চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী, মাদক ও চোরাকারবারিদের ধরতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বাড়ানো ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ে ওয়ার্কশপ হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি ও অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। টার্গেট এলাকায় জোরদার অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। নৌবাহিনী এবং কোস্টগার্ডের অতিরিক্ত প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, কিশোর গ্যাংসহ অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের টার্গেটে পরিণত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পতিত সরকারের হুকুম পালন করতে গিয়ে তারা সাধারণ মানুষের ওপর যে নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন, তার বদলা নিতে বিক্ষুব্ধ জনতা বিপুলসংখ্যক পুলিশ স্থাপনায় হামলা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেয় এসব ঘটনা। পরিণতিতে অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। পতিত সরকারের সহযোগীরা কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে অপরাধী চক্রকে সহায়তা করছে, এমন অভিযোগও রয়েছে। এ প্রেক্ষাপটে অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আশা করা যায়, থানাভিত্তিক অপরাধীদের তালিকা তৈরি এবং তল্লাশি চৌকির সংখ্যা বৃদ্ধি অপরাধ দমনে ভূমিকা রাখবে।
শিরোনাম
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক