আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদার অপরাধীরা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জামিনে জেল থেকে বেরিয়েই তারা জড়িত হয়ে পড়ছে অপরাধে। এমনকি প্রভাব বিস্তারের লড়াইয়ে খুনাখুনিতেও লিপ্ত হচ্ছে তারা। নগর শহর গ্রামগঞ্জ সর্বত্র বেড়েছে কিশোর অপরাধীদের দৌরাত্ম্য। বাংলাদেশ প্রতিদিনে পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে ২৮৯টি মামলায় ৭৫৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে ১১৫ জনই জামিনে বেরিয়ে গেছেন। ১৬ জানুয়ারি সূত্রাপুর থানার দস্যুতার এক মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরদিনই তিনি জামিন পেয়ে যান। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, জামিন পাওয়ার অধিকার সবার রয়েছে। তবে গ্রেপ্তার অপরাধীদের স্ট্যাটাসের বিষয়টি সরকারি কৌঁসুলিকে অবহিত করা উচিত। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিরা কথা বলে করণীয় ঠিক করা উচিত। শীর্ষ অপরাধী থেকে শুরু করে যারা নানান ধরনের অপরাধ করছে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা প্রয়োজন। সাধারণ মানুষ যাতে স্বস্তি নিয়ে নিরাপদে কর্মস্থলে যেতে পারে এবং তার প্রিয়জনের কাছে ফিরতে পারে সেই নিশ্চয়তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে হবে। র্যাবের ডিজি গণমাধ্যমকে বলেছেন, কয়েক শ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। কিন্তু তারা আবার আদালত থেকে জামিন নিয়ে একই কার্যকলাপে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলার উন্নয়নে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধে যারা জড়িত, তারা যাতে সহজে জামিন না পায়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সচেতন হতে হবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অপরাধীদের হালনাগাদ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায়, সঠিকভাবে তালিকা প্রণয়ন করা হলে অপরাধীদের আইনের আওতায় আনা সহজ হবে। একের পর এক অপরাধ করে অপরাধীরা পার পেয়ে যাওয়ায় দেশজুড়ে তথাকথিত মব জাস্টিস বা আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা মাথা চাড়া দিয়ে উঠেছে। জনমনে সৃষ্টি হচ্ছে উদ্বেগ। যা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা ফিরিয়ে আনার দিকেও নজর দেওয়া দরকার।
শিরোনাম
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
অপরাধীদের জামিন
বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া উচিত
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর