গণপিটুনির সহস্রাধিক ঘটনায় গত ১০ বছরে দেশে প্রায় ৮০০ মানুষ প্রাণ হারিয়েছে। এ বছর প্রথম দুই মাসেই ৩০টি ঘটনায় প্রাণ হারায় ১৯ জন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাসে গণপিটুনির ১১৪ ঘটনায় প্রাণ হারায় ১১৯ জন। এ ভয়াবহ তথ্য গতকাল ছাপা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ সংবাদে। বর্তমানে বহুল আলোচিত একটা শব্দবন্ধ হচ্ছে ‘মব জাস্টিস’। মানে উত্তাল বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। উচ্ছৃঙ্খল জনতার বিচার কখনো সুবিচার হতে পারে না। আর এভাবে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। এটা শাস্তিযোগ্য অপরাধ। এ কথা সব পর্যায় থেকে সব সময় বলা হয়। তারপরও এ ধরনের নৃশংস ঘটনা ঘটেই চলেছে। মব জাস্টিস সমাজে এক নতুন আতঙ্ক হয়ে উঠেছে। এর থাবা থেকে পুলিশও রক্ষা পাচ্ছে না। এ নিয়ে চরম উদ্বিগ্ন সাধারণ মানুষ। তদন্তে দেখা গেছে, বেশির ভাগ ঘটনাই ঘটানো হচ্ছে টার্গেট করে। চালিয়ে দেওয়া হচ্ছে গণপিটুনি বা গণতল্লাশির নামে। ব্যক্তি বা দলগত বিদ্বেষ কিংবা পূর্বশত্রুতার কারণেও কেউ কেউ জনতাকে উসকে দিয়ে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। প্রতারক চক্র দুদকের নামে বিভিন্ন ব্যক্তির বাড়ি বা প্রতিষ্ঠান তল্লাশি চালিয়ে লুটপাট ও অর্থ আদায় করেছে- এমনও হয়েছে। এসব কারণে জনগণ শঙ্কিত। স্বভাবতই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এখনই এর রাশ টানতে না পারলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। কিন্তু এ ধরনের অরাজকতাকে কিছুতেই প্রশ্রয় দেওয়া চলবে না। বিশেষজ্ঞের মতে, মূলত পুলিশের প্রতি মানুষের আস্থাহীনতা এবং অপরাধ বেড়ে যাওয়ায় গণপিটুনির ঘটনা ঘটছে। এগুলো আইনশৃৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ। দ্রুত পদক্ষেপ নিয়ে এই সর্বনাশা পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে। পুলিশকে নৈতিক ও পেশাগত দৃঢ়তা নিয়ে স্বমহিমায় ফিরতে হবে। পুলিশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হবে না। এজন্য তাদের উদ্দীপ্ত করতে হবে। জনগণকেও সচেতন হতে হবে। প্রয়োজনে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হলে এ জঘন্য অপরাধের অরাজকতা এবং তার গ্লানি থেকে মুক্তি নেই।
শিরোনাম
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার