সারা দেশেই সরকারি হাসপাতালগুলোর করুণ দশা। প্রশংসা সনদ দেওয়ার মতো একটাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। বন্দরনগরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ড রোগীতে পূর্ণ। মেঝেতেও রোগী। তাদের পাশে ছড়িয়েছিটিয়ে আছে নানা রকম বর্জ্য। এক কোণে স্তূপ করে রাখা সেসব। বাথরুম থেকে পানি বেরিয়ে সয়লাব ওয়ার্ডের এক পাশ। তার ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে রোগী, তাদের স্বজন, চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের। পায়ে পায়ে এসব শুধু ওয়ার্ড নয়, গোটা হাসপাতালে ছড়াচ্ছে। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগে এতটাই জনবলসংকট যে অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে। একজন অ্যানেসথেসিস্টকে একই সঙ্গে একাধিক রোগীর অপারেশনে সেবা দিতে হয়, যা খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। এ ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির কিছু অতি ব্যবহারে, কিছু বা বেশি পুরোনো হওয়ায় বর্জনের তালিকাভুক্ত হওয়ার পর্যায়ে। দুই বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ দুই হাসপাতালের মাত্র দুটি বিভাগ নিয়ে গতকাল খবর বেরিয়েছে বাংলাদেশ প্রতিদিনে। এ থেকেই ওই দুই হাসপাতাল শুধু নয়, দেশের প্রায় সব হাসপাতাল সম্পর্কে ধারণা করা যায়। রাজধানীর সরকারি হাসপাতালগুলো যদি কোনো আগ্রহী ব্যক্তি নিছক কৌতূহলে পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করেন- তিনি এর চেয়ে অনেক বেশি দুরবস্থা ও দুর্ভোগ প্রত্যক্ষ করবেন- এটা জোর দিয়েই বলা যায়। কারণ দেশে জনসংখ্যার তুলনায় সরকারি হাসপাতাল, চিকিৎসক, চিকিৎসাকর্মী ও চিকিৎসা সরঞ্জাম অপ্রতুল। সুষ্ঠু ব্যবস্থাপনায়, যথাযথ পেশাদারির সঙ্গেও যদি এগুলো পরিচালিত হয়, তবু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খাওয়ার কথা। সেখানে ব্যবস্থাপনার হযবরল অবস্থা, কর্মীদের পেশাদারির অভাব এবং ওষুধপথ্য ও চিকিৎসা-সরঞ্জামের অপ্রতুলতার অভিযোগ রয়েছে সব সময়। এসব নিয়েই চলছে হতোদ্দশার স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে বরাদ্দ ঘাটতি এবং সব শ্রেণির কর্মকর্তা-কর্মীদের নানা বঞ্চনার প্রসঙ্গও উচ্চারিত হয় প্রাসঙ্গিকভাবে। এসব কিছুর সমন্বয় এক দিনে, এক কথায় হওয়ার নয়। তবে প্রক্রিয়াটা শুরু হওয়ার সময় এমন। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কর্মযজ্ঞ বিভিন্ন ক্ষেত্রে চলছে; স্বাস্থ্যকে সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হোক।
শিরোনাম
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
বেহাল হাসপাতাল
রুগ্ণ স্বাস্থ্য খাত সুস্থ করে তোলা হোক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর