অন্তর্বর্তী সরকার যে ‘আন্দোলনের ফসল’ তা অস্বীকারের কোনো সুযোগ নেই। পৌনে ১৬ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। সে আন্দোলন একপর্যায়ে গণ অভ্যুত্থানে পরিণত হয়। আন্দোলনকালে দেশে জ্বালাওপোড়াও নৈরাজ্যের ঘটনাও ঘটেছে এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল ক্ষমতা হাতে নিয়েই দেশে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা। আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখা। নির্বাচনের আয়োজন এবং সরকারের দৈনন্দিন কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে অগ্রাধিকার না দেওয়া। কিন্তু রাজনৈতিক সরকারের আদলে সবকিছুতে মাথা ঘামাতে গিয়ে প্রশাসন বিপাকে পড়েছে। পরিণতিতে কথায় কথায় দাবিদাওয়া পূরণের আন্দোলনে নামার প্রবণতা চলছে বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে। এ মুহূর্তে পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা। বুধবার সকাল থেকে ইনডোর ও আউটডোর বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েন রোগীরা। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে দেওয়া হাই কোর্টের রায়ের পর আরও চার দাবি পূরণে মাঠে নেমেছেন চিকিৎসকরা। তাঁদের দাবি, উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওভার দ্য কাউন্টার বা ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরের কোনো ওষুধ বিক্রি করতে পারবে না। স্বাস্থ্য খাতের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সব শূন্যপদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। চিকিৎসকদের দাবিদাওয়াকে অন্যায্য আমরা এমন কথা বলতে চাই না। তবে অন্তর্বর্তী সরকারের দুর্বলতাই তাদের একের পর এক আন্দোলনের মুখোমুখি করছে। অন্যায্য দাবি তুলে সরকারকে তা মানতে বাধ্য করার নজিরও স্থাপিত হয়েছে। শান্তিশৃঙ্খলার স্বার্থে এ ধরনের নৈরাজ্য থামাতে হবে।
শিরোনাম
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
বন্ধ হোক নৈরাজ্য
আইনশৃৃঙ্খলার ব্যাপারে ছাড় নয়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর